Site icon Trickbd.com

[ধারাবাহিক] প্রফেশনাল ভাবে ফ্রিলান্সিং করে আয় করুন। মাসে ১০ – ১৫ হাজার টাকা। পেমেন্ট প্রুফ ও বিকাশে টাকা নেয়ার ব্যবস্থা। Part- 2

Unnamed

আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ট্রিকবিডির সঙ্গে ভালই আছেন।



যারা আগের পোস্ট টা দেখেন নাই তারা এই ভিডিও টি দেখে আকাউন্ট খুলে নিন।

Microworkers এ যেভাবে আকাউন্ট খুলবেন।।

অথবা এখান থেকে আগের পোস্ট টা দেখে নিন।
টাইটেল দেখেই বুঝে গেছেন কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি। ওনলাইন আয় নিয়ে তো অনেক পোস্ট আছে ট্রিকবিডিতে আর সেগুলা কাজের ও কিন্তু কোনটায় চিরস্থায়ী না।

বিভিন্ন আপ ও বিভিন্ন সাইট যেগুলা আড দেখে বা রেফার করে আয় করার সুযোদ দেয়। এই সাইট গুলা থেকে আপনি আয় করতেই পারেন।


কিন্তু সারাজীবন যদি আপনি ওনলাইনে কাজ করতে চান, অনলাইনেই আপনার ক্যারিয়ার গঠন করতে চান তবে আপনার জন্যই আমার এই পোস্ট।

পোস্ট টা অনেক বড় তাই এক পর্বেই শেষ করা সম্ভব না। তাই পোস্ট টি আমি মোট ৩ পর্বে করব।

দেখুন তিনটি পর্বে কি কি থাকছে-



১ম পর্বঃ ধারনা ও আকাউন্ট খোলার নিয়ম।

২য় পর্বঃ কিভাবে কাজ করবেন। বিস্তারিত।

৩য় পর্বঃ কিভাবে বিকাশে পেমেন্ট নিবেন।

ওনলাইন কাজ সম্পর্কিত যে কোন প্রশ্ন উত্তরের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।

আমাদের ফেইসবুক গ্রুপ- সাইবার ৫২

প্রথম পর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আকাউন্ট তৈরি করবেন। আরো বলেছিলাম যে ২য় পর্বে দেখাব কিভাবে কাজ করবেন। তো এখন আপনাদের কাজ করার পদ্ধতি দেখাব।

আর আরেকটা কথা প্রথম পর্বে অনেকেই পেমেন্ট প্রুফ নিয়ে নানান কথা বলছিলেন। তো তাদের জন্য কিছু প্রুফ দিচ্ছি যে এই সাইট পেমেন্ট দেয় কি না?

incomopedia.com/microworkers-fake-or-genuine-review-with-payment-proof/

এর পরেও যদি কারো সন্দেহ থেকে থাকে তবে গুগল বা ইউটিউব এ গিয়ে এভাবে সার্চ করুন “Microworkers payment proof”

এবার আসুন ২য় পর্ব শুরু করা যাক-



আপনারা প্রথমেই এই ভিডিও টি দেখে নিন। ১৩ মিনিটের ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখিয়েছি।

Video- How to work and earn from microworkers Bangla Tutorial – Microworkers থেকে সহজেই আয় করুন।

আশা করি আমার ১ম পোস্ট টা থেকে সবাই আকাউন্ট খুলে ফেলছেন। তো যারা আকাউন্ট খুলছেন তারা নিজ আকাউন্টে লগ ইন করুন।

দেখুন এরকম আসবে।



এইবার এখান থেকে কোন একটা কাজে ক্লিক করুন। Accept And Start এ ক্লিক করুন।

আপনি যেহেতু নতুন আকাউন্ট করেছেন তাই আপনাকে এরা সরাসরি কাজ দিবে না। তাই কাজ পেতে আপনাকে একটি আডমিশন টেস্ট দিতে হবে।

আডমিশন টেস্ট হলো ওনারা আপনাকে একটি পেইজ দিবেন আর সেই পেইজ টি পরে আপনার কিছু নৈবর্তীক প্রশ্নের উত্তর দিতে হবে।

এক্ষেত্রে তো আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে সাহায্য করতে পারব না। কারন বিভিন্ন জনকে বিভিন্ন প্রশ্ন করতে পারে।?

তো আপনার ইংরেজি দক্ষতা থাকলে নিজেই পারবেন আর নইলে ইংরেজি ভাল বোঝে এমন কারো সাহায্য নিন।

আর আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি এতে করে আডমিশন টেস্ট এক সুযোগেই পাশ করতে পারবেন।

ভিডিও- How to pass microworkers admission test easily with a simple click Bangla Tutorial

অথবা এখান থেকে আমাকে ফেসবুকে মেসেজ করুন। আমি আপনাদের আইডি পাশ করিয়ে দিব। ইনশাআল্লাহ।

আমার ফেসবুক- Abdus Salam


এইবার মেইন পোস্ট শুরু করা যাক!



আমি ধরে নিলাম আপনারা সবাই আডমিশন টেস্ট এ পাশ করেছেন। এখন কাজ করার পালা।

এবারর আকাউন্ট এ সাইন ইন করে যে কোন একটা কাজে ক্লিক করুন।



দেখুন কোন কাজে ক্লিক করার পর এরকম একটা পেইজ আসবে।



এখানে দুইটা শিরোনাম রয়েছে। একটি “What is expected from workers”

এখানেই সব কিছু বিস্তারিত দেয়া আছে যে আপনাকে কি কাজ করতে হবে। আর আপনি যেহেতু নতুন তাই চেষ্টা করবেন 0.10$ এর কাজ গুলো করার এই কাজ গুলো খুব সহজ। বিষেশ করে সাইন আপের কাজ।

দেখুন উপরের স্ক্রিনশট এ দেয়া আছে যে কি কাজ করতে হবে।



১ নাম্বারে একটি সাইটে যেতে বলেছে। তার পর সেখানে আকাউন্ট খোলা এবং ভারিফাই করতে বলা হয়েছে।
তো এখানে যেভাবে বলা আছে সেভাবেই কাজ করুন।

স্ক্রিনশট এর নিচের দিকে দেখুন সেখানে লেখা রয়েছে “Required Proof that task was submitted”



এখানে দেয়া রয়েছে কাজ করার পর কি কি প্রুফ সাবমিট করতে হবে।

যেমন দেখুন এখানে রয়েছে ১ নাম্বারে আপনার ইউজার আইডি ও ২ নাম্বারে ইমেইল পাসওয়ার্ড এবং ৩,৪ নাম্বারে স্ক্রিনশট।

দেখুন কিভাবে পাঠাবেন।


শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি