Site icon Trickbd.com

[old post Update]আপনার কী একটা সাইট আছে এখনো AdSenseপাননাই ইনকাম করতে পারছেন না. তাহলে এই পোষ্ট আপনার জন্য প্রতিমাসে যেকোন ধরনের সাইট থেকে ইনকাম করুন 100-200$

Unnamed

মরা প্রায় সকল ওয়েবমাস্টারই কম বেশি গুগল এ্যডসেন্স একাউন্টের জন্য অনেক চেষ্টা করি। কেউ খুব সহজেই পেয়ে যাই আবার কেউ অনেক চেষ্টা করেও পাননা। গুগল এ্যডসেন্স এখন ডিম পাড়া মুরগির মত।

গুগল এ্যডসেন্স একাউন্ট পাওয়া যতটা কঠিন, একাউন্টটিকে ঠিকঠাক রাখা তার চেয়েও কঠিন। কেননা গুগলের অনেক বাধ্যবাধকতা আছে। যা মেনে চলা অনেক কঠিন। অনেক ক্যাটাগরির সাইট বিশেষ করে এডাল্ট, কপি-পেস্ট, ডাউনলোডিং সাইটেতো গুগল এ্যডসেন্স ব্যবহারই করা যাবেনা।

ব্যবহার করলেই একাউন্ট ব্যান হবে। তাই আজকে আমি Google Adsense এর শ্রেষ্ঠ বিকল্প বিজ্ঞাপন প্রতিষ্ঠান সাইট সম্পর্কে বলতে যাচ্ছি। সাইটটির নাম RevenueHits. নিচে সাইটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। কিভাবে রিভিনিউহিটস ব্যবহার করবেন সেটা একদম শেষে পাবেন।

RevenueHits পাবলিশার রিফারেলে ১০০ USD ডলার পর্যন্ত পাবার সুযোগ আছে। কিভাবে পাবেন তা ও বলছি। আপনার রিফারেলের কোন পাবলিশার যখন $10 ইনকাম করবে তখন আপনিয় $10 পাবেন। আরও $40 পাবেন যখন সেই পাবলিশারের $50 ইনকাম হবে। শুধু এইটুকুই নয়, সেই পাবলিশারের যদি $100 ইনকাম হয় তাহলে আপনি আরও $50 বোনাস পাবেন। তাহলে মোট $100 আপনি অতিরিক্ত পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধু যদি ভাল মানের পাবলিশার রিফার করতে পারেন তাহলেই আপনার পকেট গরম হওয়া ঠেকায় কে ? নিচের ছবিটিতে দেখুন রিফারেল বোনাস 20 ডলার পেয়েছে।

আমি একাউন্ট কীভাবে খুলবো?

আমি আপনাদেরকে একাউন্ট করার দুইটা লিংক দিচ্চি..
আপনার আমার Refr দিয়ে একাউন্ট করলে সবধরনের হেল্প করবো আশাকরি বুঝতে পেরেছেন..

আমার রেফার:-

এইখান থেকে একাউন্ট খুলুন

রেফার বাদে:- Click here

আপনি উপরের লিংকে ক্লিক করার পর একটি ফর্ম আসবে তাতে ফাস্ট নেম, লাস্ট নেম, সাইট নেম, সাইট ইউআরেল, এবং সাইট ক্যাটাগরি সিলেক্ট করে “ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, সিকিউরিটি প্রশ্নের উত্তর এবং টার্মস এনড কন্ডিশনের বক্স টিক দিয়ে “Submit” বাটনে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন করুন। আপনার অ্যাকাউন্ট রেডি। আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ “New Placement” এ ক্লিক করে অ্যাডস সেটআপ করুন এবং আপনার সাইটে যুক্ত করুন।

RevenueHits কি কি ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করে ?

1/ Banner Ads
2/ Pop under advertisement
3/ Shadow box ads
4/ Slider Ads
5/ Pop/Button/Side banner Ads
6/ Button Ads
7/ Mobile Ads

আমার মতে যারা এখনো যারা এডসেন্স পান নাই তারা Revenue hit ব্যাবহার করুন 100% জীবনে সফলতা আসবে

পেমেন্ট কী ভাবে পাবো ?

আপনাদেরকে রিবিনিউ হিটস পেমেন্ট পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে দিয়ে থাকে ..