Site icon Trickbd.com

এখন Bitcoin/Coinbase থেকে Mobile Recharge করুন, মাত্র ১ মিনিটে। (Live Payment Prove)

Unnamed

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।

আজকের পোষ্টের বিষয় সবাই বুঝে গেছেন। যে কীভাবে আমরা বিটকয়েন থেকে রিচার্জ নিব।

আগে পোষ্টটি কেউ করে থাকলে ভাল। এখন পোষ্টটি আবার করার কারন হচ্ছে এখন অনেক নতুন ভিজিটরেরা এটা জানেন না। তাই এটা করা।

এখান থেকে সর্বনিম্ম ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা রিচার্জ দেয়া যায়। আমি ১০০ টাকা রিচার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদের। ফি কাটবে মাত্র ৫ টাকা। যে কোন পরিমান টাকা রিচার্জ দিতে।

প্রথমে এই লিংকে যান:-https://www.bitrefill.com
এখন স্কিন শর্ট অনুযায়ী কাজ করুন।

Sing in করার পর আপনার জিমেইলে ভেরিফাই যাবে, সেটাতে ক্লিক করে ভেরিফাই করলে নিচের অফশন আসবে।

যদি বুঝতে কোন সমস্যা হয় বলবেন।

অথবা, সমস্যা হলে ‌আমার WhatsApp গ্রুপে আসেন।

WhatsApp Group Link:: https://chat.whatsapp.com/FKnpSuZMlmB18fr1bXOphp

যারা গ্রুপে বিভিন্ন সাইটের Add দেন তারা অকারনে গ্রুপে যাবেন না।

আমার ফেজবুক লিংক: Facebook.com/Najmul.Islam1999