প্রিয় ট্রিকবিডি সাইটের সকল ভিজিটরকে আমার সালাম।আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমিও এই সাইটের সাথে থেকে অনেক ভালো আছি। এবার টিউনে ফিরে আসি।
মার্জিন ট্রেডিং (Margin Trading)
যখন আপনি দোকানে যান আর যদি চিপস কিনতে চান তাহলে আপনাকে ১ প্যাকেট কিনতে হবে। আপনি খুচরা ১ পিছ পিছ কিনতে পারবেন না।
ফরেক্সে, এটা বোকামীর কাজ হবে, যদি ১ ইউরো সেল (বিক্রয়) অথবা বাই (ক্রয়) করেন। তাই ফরেক্সে লট হিসেবে বাই-সেল করা হয়ে থাকে। যেমন ১,০০০ ইউনিট মুদ্রা (মাইক্রো), ১০,০০০ ইউনিট (মিনি) অথবা ১০০,০০০ ইউনিট (স্ট্যান্ডার্ড) লটে ট্রেড করতে হয়।
আগে আমরা দেখেছিলাম যে, আমাদের প্রচুর অর্থের প্রয়োজন ট্রেড করার জন্য যা জোগাড় করা আমাদের অধিকাংশের সাধ্যের বাইরে। ভাবছেন তাহলে কিভাবে ট্রেড করবেন?
ফরেক্সে মার্জিন ব্যাবস্থা আছে তাই আপনার ট্রেড করতে এত মূলধনের প্রয়োজন নেই।
মার্জিন ট্রেডিং বলতে সাধারণত মুলধন ধার করাকে বুঝায়। মার্জিনের সুবিধার কারনে আপনি মাএ $১০০ অথবা $১,০০০ দিয়ে $১০০,০০০ সমপরিমানের ট্রেড পরিচালনা করতে পারবেন। এটা কিভাবে সম্ভব?
মনোযোগ সহকারে দেখুন কারন এটা খুবই গূরুত্বপুর্ন এবং ঝুঁকিপূর্ণ।
(১) আপনি চিন্তা করছেন যে, ব্রিট্রিশ পাউন্ড US ডলারের বিপরীতে বৃদ্ধি পাবে। ধরুন GBP/USD এর মূল্য ১.৫০০০
(২) আপনি ১ মিনি লট (মানে ১০,০০০ GBP) কিনবেন। তাহলে আপনার $১৫,০০০ লাগবে।
যদি আপনার ট্রেড ওপেন করতে ১% মার্জিন এর প্রয়োজন হয়, তাহলে আপনার লাগছে $১৫,০০০ X ১% = $১৫০।
(৩) ধরুন আপনার ভবিষ্যৎ বানী সত্য হল আর আপনি এখন লাভ নিবেন। ধরুন আপনি আপনার ট্রেডটা ১.৫১০০ তে ক্লোজ করলেন।
এখানে আপনি কি কি করলেন? | GBP | USD |
প্রথমে ১০,০০০ পাউন্ড কিনলেন ১.৫০০০ এক্সচেনজ রেটে | +১০,০০০ | -১৫,০০০ |
প্রাইস ১.৫১০০ তে গেলে আপনি ট্রেড ক্লোজ করলেন। | -১০,০০০ | +১৫,১০০ |
আপনার লাভ | ০ | ১০০ |
আপনি ট্রেড ক্লোজ করার পর যে পরিমান অর্থ আপনার মার্জিনে আটকে ছিল লাভ-লোকসান গননা করার পর আপনার একাউন্টে দেখতে পারবেন। উপরের উদাহরনের ক্ষেএে $১০০ আপনার একাউন্টে যোগ হবে।
রোলওভার (Rollover)
আপনি যদি ট্রেড পরের দিন পর্যন্ত খোলা রাখেন তাহলে ব্রোকার আপনার সেই ট্রেডের উপর হয় সুদ দিবে নয়ত সুদ কাটবে। এটা দিন শেষ হলেই ধার্য করা হয়। একটা কথা সুদ মুসলমানদের জন্য হারাম। তাই আপনি যদি সুদ না খেতে চান তাহলে হয় ট্রেড দিন শেষ হবার আগে ক্লোজ করে দেন, নয়ত “Swap Free” একাউন্ট ব্যাবহার করুন।
সুদ হবার কারন, যেহেতু আপনি একটা কারেন্সি ধার নিয়ে অন্য একটা কারেন্সি কিনছেন সেটার উপর দিন শেষে সুদ ধার্য হচ্ছে। আপনি যেই কারেন্সি ধার নেন তার উপর সুদ দেন আর যেই কারেন্সি কিনেন তার উপর সুদ পান। আপনার ট্রেডে সুদ যোগ-বিয়োগ নির্ভর করে আপনি কোন কারেন্সি পেয়ার ট্রেড করছেন। আর একটা কথা, আপনার ব্রোকার সুদ ভিন্নভাবে গননা (যেমন লিভারেজের উপর ভিওি করে) করতে পারে।
নিম্নে মেজর কারেন্সির সুদের হার দেয়া হল: (০৮/০৮/২০১৪)
দেশ | সুদের হার |
United States | 0.25% |
Euro Zone | 0.15% |
United Kingdom | 0.50% |
Japan | 0.10% |
Canada | 1.00% |
Australia | 2.50% |
New Zeland | 3.50% |
Switzerland | 0.25% |
পরবর্তীতে, আামরা দেখবো যে সুদের পার্থক্য দিয়ে কিভাবে অর্থ বানানো যায়। মনে রাখবেন “সুদ মুসলমানদের জন্য হারাম”।
এখন খুব সহজে আপনিও পারবেন প্রতিদিন ৪০০-৮০০ টাকা পর্যন্ত ইনকাম করতে একটি বাংলাদেশের সাইট এর মাধ্যমে। Instant payment নিতে পারবেন Bkash, Rocket এবং PayPal এ। (100% Guaranteed Income With Payment Proof)
পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।
ভুজতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা ফেচবুকে জানাবেন।
যুদি একটু সময় হয় তাহলে আমার সাইটে ঘুরে আসবেনঃ tricklikhun.com