Site icon Trickbd.com

প্রতি মিনিটে ৮০০ লাইতোশি ক্লেইম করুন সরাসরি আপনার Faucethub একাউন্টে!! [মিস করবেন না]

Unnamed

প্রতি মিনিটে ৮০০ লাইতোশি ক্লেইম করুন সরাসরি আপনার Faucethub একাউন্টে!! [মিস করবেন না]

আজকাল ক্রিপ্টো কারেন্সির দাম দিন দিন অবিশ্বাস্য হারে বাড়ছে! তারমধ্যে লাইট কয়েন অন্যতম। এইতো কিছুদিন আগেই ১ লাইট কয়েন ৭৫ ডলারে বিক্রি করলাম। এখন মাথায় হাত!! কেননা ১ লাইটকয়েন = ৩০০ ডলার!! তাই সময় থাকতে যত পারা যায় জমা করে রাখা উচিত। কখন যে হাজার দু হাজারে চলে যায় কে বলতে পারে!!

যাইহোক মূল কাজে আসি। আজ আপনাদের এমন একটি সাইটের কথা বলব যেখান থেকে প্রতি মিনিটে ৮০০ লাইতোশি করে পাবে এবং তা সরাসরি ফসেটহাবে চলে যাবে। সো যাদের Faucethub একাউন্ট নেই তারা:

এখানে গিয়ে খুলে নিন

ভাল হয় আপনি ফসেটহাব সম্পর্কে একটি পোস্ট অথবা ইউটিউবে একটি ভিডিও দেখে নিন।

তারপরে ফসেটহাব এ কানেক্ট করা লাইটকয়েন এড্রেস কপি করে নিন।

এখন এখানে যান

তারপর নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন:



[বি.দ্র. পপআপ এড আসলে কেটে দিবেন]


[বি.দ্র. পপআপ এড আসলে কেটে দিবেন]

পেমেন্ট প্রুফ:

লাইটকয়েনের দাম যে হারে বাড়ছে, যেকোন সময় ক্লেইমের পরিমান কমিয়ে দিতে পারে। তাই সময় থাকতে ক্লেইম করে জমা করতে থাকুন।
.
কোনও সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না।

সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন