Site icon Trickbd.com

অ্যাডসেন্স একাউন্টের জিমেইল পরিবর্তন করে নিন। এক অ্যাডসেন্স একাউন্টকে অনেক জিমেই থেকে কন্ট্রোল করুন

Unnamed

আসালামুআলাইকুম।

সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি, আজ আপনাদের সামনে নতুন টিউন নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা এডসেন্স এর জিমেইল একাউন্ট কিভাবে পরিবর্তন করবেন অর্থাৎ মনে করেন যে আপনি একটা জিমেইলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেটা আপনি অন্য জিমেইলে পার করতে চান অথবা অন্য জিমেইল থেকে সেটা কন্ট্রোল করতে চান আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে এই অপশনটা চালু করবেন অর্থাৎ যদি আপনি চান যে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কে আপনার দুইটা জিমেইল থেকে কন্ট্রোল করবেন সেটাও পারবেন, এবং যদি চান যে আমার পূর্বের ইমেইলটা আমার পছন্দ না আমি সেই তা রিমুভ করে দিব এবং নতুন একটা যোগ করব সেটাও পারবেন। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি নিজে কিছু স্ক্রীনশট এর মাধ্যমে তাদের বুঝাবো স্ক্রীনশট গুলো ফলো করবেন এবং সে অনুযায়ী ধাপে ধাপে কাজ করবেন অবশ্যই যদি বুঝতে কোন সমস্যা হয় কমেন্টে জানাবেন এবং post শেষে ভিডিও থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনের chrome browser থেকে এডসেন্স একাউন্টে লগইন করবেন আপনি এক কোনায় দেখতে পারবেন নিচের স্ক্রীনশটbএর মত সেখান থেকে সেটিংস সিলেক্ট করুন
তারপর
এবং এখন
এখন user management সিলেক্ট করুন এখানে দেখতে পারবেন আপনার এডসেন্স একাউন্টে ইমেইলের সাথে যোগ করা আছে
এবং তার পাশে দেখবেন administor লেখাতে টিক চিহ্ন দেওয়া আছে নিচে দেখুন invite লেখা আছে এবং একটি বক্সে জিমেইল লেখার জন্য বলা হচ্ছে এখন আপনি যে জিমেইল যোগ করতে চান সেই জিমেইল বক্সে লিখুন এবং invited ক্লিক করুন একটু পরে দেখবেন আপনার জিমেইলটা যোগ হয়ে গেছে এবং পাশে pending লেখা আছে কিন্তু টিক চিহ্ন থাকার কথা নেই, আপনি সেখানে টিক চিহ্নে ক্লিক করে নিন। এবার চলে আসুন আপনার ফোনের হোম পেজে এবং আপনার জিমেইল ঢুকে পড়ুন অর্থাৎ যে জিমেইল অ্যাড করতে চান সেই মেইল থেকে আপনাকে এরকম একটি মেইল পাঠিয়েছে
সেখান থেকে কাঙ্খিত এড্রেস টি কপি করুন এবং আবারও chrome browser চলে যান সেখান থেকে নিচের মত করে নতুন ট্যাব খুলে সেখানে কাঙ্ক্ষিত লিংকটি পেষ্ট করুন
এখন আপনার সেই যে জিমেইলটা যোগ করতে চান সেটাতে লগইন করুন তাহলে দেখবেন আপনাকে success মেসেজ দেয়া হয়েছে সাব্বাস করে ফেললাম কাজটা, এখন একটু চেক করে দেখার পালা।
যে নিয়মে আপনি আপনার নতুন যোগ করেছিলেন সেই নিয়মেই user management পেজে চলে যান এখন সেখানে দেখবেন আপনার দুইটা জিমেইল দেখাচ্ছে এবং Pending লেখাটা নেই। আপনি চাইলে সেখানে দুইটারেই ইউজ করেই আপনার এডসেন্স একাউন্টে লগইন করতে পারবেন কিন্তু যদি আপনার administor ছড়িয়ে দিন তাহলে শুধু সেই জিমেইল থেকে সবকিছু দেখতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না। এখন চলুন দেখি কিভাবে জিমেইল পরিবর্তন করবেন। আপনি যে জিমেইল রাখতে চান সেটা দিয়েই এডসেন্স একাউন্টে ঢুকে পড়ুন এখন user management চলে যান এবং সেখানে দেখতে পারবেন অন্য জিমেইল এর পাশে অর্থাৎ যেটা সরাতে চান সেটার পাশে স্ক্রীনশট এর মত ক্রস চিহ্ন দেয়া এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন।
আজ এ পর্যন্তই বন্ধুরা পোস্টটি বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং চাইলে আমার ভিডিও টি দেখতে পারেন

এবং আমার চ্যানেল এইখানে ক্লিক করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে শেয়ার করুন। সবাই নিজের স্বার্থের জন্যই কিছু না কিছু করে আমি এই পোস্ট করেছি কিঞ্চৎ নিজের স্বার্থের জন্যই।
আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি দেখতে পারেন এবং যদি আমার ভিডিওটি ভাল লাগে এবং আমার পোষ্টে যদি আপনার কিঞ্চিত পরিমানও উপকার করে থাকে তাহলে আপনি অবশ্যই আমার JUWEL 28 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার মনে যোগাতে পারে অনেক উৎসাহ।
Exit mobile version