Site icon Trickbd.com

যে ৫টি কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Admob Account

Unnamed


১। Invalid Click :
সাধারণত Invalid Click বলতে বুঝায়
নিজেই একটা এপ্স তৈরি করে সেই এপ্স এ এড বসিয়ে নিজেই ক্লিক করা,
Admob Account Disable হওয়ার প্রধান কারন হল Invalid Click ক্লিক,
গুগল Invalid Click কে একদম সাপর্ট করে না,
কারন গুগল চায় তাদের এই এড এর মাধ্যমে কোম্পানিগুলো ইনকাম বেশি হউক, এবং কোম্পানি গুলো তাদের লাভের জন্যই গুগল কে টাকা দেয়,
তাই গুগল Invalid Click কে সমর্থন করে না।

২। একটি একাউন্ট বিভিন্ন ডিভাইস দিয়ে ভিজিট :

আপনারা যখন আপনার Admob Account টি বিভিন্ন আইপি বা বিভিন্ন ডিভাইস থেকে বার বার লগ ইন করা হয়,

সে ক্ষেত্রে গুগল এই জিনিসটা কে ভালো চোখে দেখবে না, এবং এর জন্য আপনার Admob Account বন্ধ করে দিতে পারে,
তাই এই রকম কাজ করা থেকে বিরত থাকুন।

৩। বেশি বেশি এড ইউজ করা :

অনেক সময় দেখা যায় যে অনেক এই বিভিন্ন এপ্স তৈরি করে এবং সেই এপ্স অনেক গুলো ব্যানার এড, ইন্টারস্টিসিয়াল এড ব্যাবহার করে,
এই জিনিস টাও গুগল সমর্থন করে না ফলে আপনার একাউন্ট টি সাসপেন্ড হয়ে জেতে পারে,

তাই অবশ্যই এই বিষয় গুলোর উপর নজর রাখবেন,

৪। একই ডিভার্সে একাধিক আইডি ব্যাবহার করা :

অনেক এই দেখা জায় একটা ফোন দিয়ে একাধিক আইডি ব্যাবহার করে। গুগল যদি এটা ধরতে পারে ১০০% আপনার আইডি ডিসেবল করে দবে,
তাই এটা করা থেকে বিরত থাকুন

৫। CTR :

CTR 10% এর কম রাখাই ভালো এ ক্ষেত্রে একাইন্ড অনেক সেভ থাকবে,
১০ এর বেশি হয়ে গেলে একাউন্ট টা একটু রিক্স এ থাকবে

তাই ১০ এর কম রাখার চেষ্টা করবেন