সবাই আমার সালাম নিবেন আশা করি ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সাথে আমার যোগাযোগ এত দিন ছিলো না। কারন আমি অনলাইন ইনকাম এর কোর্স নিয়ে ব্যস্ত ছিলাম। গত ২মাস হলো আমি এখন ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করছি । আমি জানি হাজার হাজার ছাত্র আছে যারা আমার মত আগে বেকার ঘুরা ঘুরি করেছে। এখন ও হয়তো করছে। আমি তাই অই সব ভাই এর উদ্দেশ্য করে বলছি যারা ট্রিকবিডি এর সাথে আছেন তারা আমার এই পোষ্ট গুলো ফলো করুন তাহলে আশা করি ইনকাম করতে পারবেন।
আমি আজ আপনাদের যে কাজটি শিখাতে যাবো তার নাম শুনলে হয়ত সবাই বুজতে পারবেন এটা কি। আমি আজ আপনাদের মাঝে এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো। আমি জানি আজ আমার এই পোষ্ট দেখে অনেকে গুগল, ইউটিউব ইত্যাদি থেকে শিখার চেষ্টা করবে। তাই তাদের একটা কথাই বলি অল্প বিদ্যা জিবনের জন্য ক্ষতিকর। আর কেনো গুগল এবং ইউটিউব থেকে এই গুলো শিখার জন্য মানা করছি তার কারন গুলো নিছে বলছি।
কারন ঃ
গুগল ঃ গুগল থেকে শিখতে মানা করার কারন আপনি গুগল এ এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল সম্পর্কে সার্চ করলে অনেক পোষ্ট পাবেন কিন্তু তার একটাও কাজের না। যা ফলো করলে নিজের ক্ষতি। গুগল থেকে পাওয়া পোষ্ট গুলো ঠিক যারা এই সম্পর্কে সম্পুর্ন জানেন তারাই লেখে। কথা হলো সম্পূর্ন কিছুও জানার পর ও তারা যেই কথা বা ট্রিক জানলে বেশি মানুষ বেশি বেশি ইনকাম করতে পারবে সেগুলো মানুষ কে বলে না।
ইউটিউব ঃ ইউটিউব এর কথা আর কি বলবো। কাজের ছেয়ে দান্দা বেশি। ইউটিউব এর ভিডিও গুলো নিজেদের ইনকাম এর উদ্দেশ্য করে ছাড়া হয়। তাতে ১০০টা ভিডিও দেখলে কোন রকম পরিবর্তন দেখবেন না।
আসুন কাজের কথায়
আমরা ইতমধ্যে জানতে পেরেছি গুগল এবং ইউটিউব এর কথা। তাই এইসব বাদ দিয়ে কাজের কাজ করি।
এফিলিয়েট মার্কেটিং কিঃ
এক কথায় বলতে গেলে আপনি কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করবেন, আর আপনার মার্কেটিং এর মাধ্যমে কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল হলে সে কোম্পানি আপনাকে একটা সেলস কমিশন দিবে এটাকে মূলত এফিলিয়েট মার্কেটিং বলে।
কিছু কথা ঃ আপনাদের হয়ত মনে হতে পারে যে লাইভ মার্কেটিং করে জীবন এর ১২টা বাইজা যায় আর ৬০০০ টাকা মাসে বেতন। তাহলে অনলাইন এর থেকে কি ইনকাম করা যাবে? হ্যাঁ যাবে দিনে অনেক টাকা ইনকাম করা সেটা আমি আপনাদের দেখাবো। শুধু আমার দেখানো পথ অনুসরণ করুন।
এই কাজ করতে গেলে আপনাদের যা যা প্রয়োজন হবে নিচে তা উল্লেখ করা হলো ঃ
১। কম্পিউটার
২। নেট
৩। এফিলিয়েট অ্যাকাউন্ট
৪। লেন্ডিং পেইজ
৫। ইমেইল
৬। ট্র্যাফিক জেনারেটর
এখানে এই সব গুলো মধ্যে ১ এবং ২ থাকতে হবে এটা বাধ্যতা মুলক।
আর বাকিগুলো আমার পোষ্ট গুলো ফলো করলে পাবেন।
৬। ট্র্যাফিক জেনারেটর ঃ
এইটা হলো এইকাজের ইম্পরট্যান্ট একটা অংশ। এটা কিভাবে কোথা থেকে জেনারেট করতে হয় তা আমি আপনাদের জানাবো।
যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা মন্তব্য করুন।
বানানে ভুল হলে ক্ষমা সুন্দর ভাবে নিবেন।
মোবাইল ঃ ০১৮৫০৬৯৮৪১৫
If any help is needed, then send me an SMS in this page
My Page : CPA School