Site icon Trickbd.com

Adsense Hosted এবং Non Hosted acccount কী? এর মাঝে পার্থক্য কী?

আসসালামু আলাইকুম।
অনেকেই আছেন যারা গুগল এডসেন্স এর জড়িত ।
আবার অনেকেই আছেন যারা এডসেন্স এর নাম শুনেছেন।
কিন্তু অনেকে এটা যানেন না যে এডসেন্স একাউন্ট দুই ধরনের ।
একটা হোস্টেড আর একটা নন হোস্টেড ।
যারা জানেন তারা পোস্ট টী স্কিপ করুন।
প্রথমে আলোচনা করবো এডসেন্স হোস্টেড একাউন্ট নিয়ে ।


দেখুন আমার এটা হোস্টেড একাউন্ট ।
গুগল এর নিজের প্রোডাক্ট যেমনঃ ইউটীউব ,এডমোব,ব্লগার এগুলার সাহাজ্যে যেই এডসেন্স একাউন্ট খোলা হয় তা হচ্ছে এডসেন্স হোস্টেড একাউন্ট ।
এই ধরনের এডসেন্স একাউন্ট খোলা বা এপ্রোভাল পাওয়া একদম সহজ।
বিশেষ করে এডমোব এর ক্ষেত্রে ।
হোস্টেড একাউন্ট পরিপূর্ণ একাউন্ট নয়।
এডসেন্স নন হোস্টেড একাউন্ট কী?
এডসেন্স নন হোস্টেড একাউন্ট হচ্ছে নিজের ওয়েব সাইট এর মাধ্যমে এডসেন্স এপ্রোভাল পাওয়া। যেমন ট্রিকবিডি
এডসেন্স হোস্টেড একাউন্ট এক্টী পরিপূর্ণ একাউন্ট।
এডসেন্স হোস্টেড একাউন্ট পাওয়া যত সহজ নন হোস্টেড তত পাওয়া তত সহজ না ।
আগামী পোস্ট এ ইনশাআল্লাহ এডসেন্স নন হোস্টেড একাউন্ট এর সুবিধা ও হোস্টেড এ রুপান্তর করার নিয়ম নিয়ে আলোচনা করবো।
সময় পেলে সাইট ভিজিট করে দেখবেন AH Tech BD