আসসালামু আলাইকুম।
এখানে অনেকেই আছেন যারা এডসেন্স এর সাথে সম্পর্কিত।
কম বেশি সবাই একটা সমস্যার পড়েছেন সেটা হচ্ছে এডসেন্স এর পিন ভেরিফিকেশন এর চিঠি ।
অনেকে শহরে থাকায় ১০-১৫ দিনেই চিঠি পেয়ে গেছেন।
আবার অনেকে ২-৩ মাসেও পান্নি।
বিশেষ করে যারা গ্রামে থাকে বা শহরে থেকেও ভুল এড্রেস দেয় তাদের এই সমস্যায় পড়তে হয়।
আমিও গ্রামে থাকি ।
আমার প্রথম এডসেন্স একাউন্ট সঠিক ভাবে এড্রেস দিয়ে ৩ মাসেও চিঠি পাইনি।
পরে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়েছে ।
কিন্তু পরের একাউন্ট এ ঠিক একই এড্রেস বাংলায় দিয়েছিলাম।
সেই চিঠি টা মাত্র ১২ দিনেই আমার ঘরে এসে গেছে ।
আপনার যারা গ্রামে থাকেন তারা অল্প সময়ে চিঠি পাওয়ার জন্য আপনার বা আপনার বাবা অথবা মায়ের আইডি কার্ড এর পিছন দিক থেকে ঠি অই এড্রেস টা কপি করে এডসেন্স আ দিবেন।
আশা খুব অল্প সময়ের ভিতর চিঠি হাতে পেয়ে যাবেন।
বিঃদ্রঃ এটা সম্পুর্ন আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা।
এডসেন্স এবং এডমোব সম্পর্কিত সকল তথ্য পেতে ভিজিট করুন AH Tech BD
সঠিক নিয়মে এডসেন্স এ এড্রেস দিয়ে খুব অল্প সময়ে পিন লেটার হাতে পাওয়ার উপায়।
