এখানে অনেকেই আছেন যারা এডসেন্স এর সাথে সম্পর্কিত।
কম বেশি সবাই একটা সমস্যার পড়েছেন সেটা হচ্ছে এডসেন্স এর পিন ভেরিফিকেশন এর চিঠি ।
অনেকে শহরে থাকায় ১০-১৫ দিনেই চিঠি পেয়ে গেছেন।
আবার অনেকে ২-৩ মাসেও পান্নি।
বিশেষ করে যারা গ্রামে থাকে বা শহরে থেকেও ভুল এড্রেস দেয় তাদের এই সমস্যায় পড়তে হয়।
আমিও গ্রামে থাকি ।
আমার প্রথম এডসেন্স একাউন্ট সঠিক ভাবে এড্রেস দিয়ে ৩ মাসেও চিঠি পাইনি।
কিন্তু পরের একাউন্ট এ ঠিক একই এড্রেস বাংলায় দিয়েছিলাম।
সেই চিঠি টা মাত্র ১২ দিনেই আমার ঘরে এসে গেছে ।
আপনার যারা গ্রামে থাকেন তারা অল্প সময়ে চিঠি পাওয়ার জন্য আপনার বা আপনার বাবা অথবা মায়ের আইডি কার্ড এর পিছন দিক থেকে ঠি অই এড্রেস টা কপি করে এডসেন্স আ দিবেন।
আশা খুব অল্প সময়ের ভিতর চিঠি হাতে পেয়ে যাবেন।
বিঃদ্রঃ এটা সম্পুর্ন আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা।
এডসেন্স এবং এডমোব সম্পর্কিত সকল তথ্য পেতে ভিজিট করুন AH Tech BD