Site icon Trickbd.com

বাংলাদেশীদের জন্য সেরা PPD সাইট। প্রতি হাজার ডাউনলোডে ২$ দিবে + Payment Proof।

Unnamed

অনলাইন থেকে আয়ের জন্য বেশীরভাগ বাংলাদেশী TrickBD কেই Follow করে এর প্রমাণ আমরা অনেকভাবেই পাই। অনলাইনে আয়ের অনেক মাধ্যম রয়েছে যার মধ্যে বহুল পরিচিত একটি মাধ্যম হচ্ছে PPD(Pay Per Download)। এটা এমন একধরণের সাইট যেখানে আপনি কোন ফাইল আপলোড দিবেন, তারপর সেই লিংক টা সেয়ার করবেন কেউ যদি সেই লিংক থেকে ফাইল ডাউনলোড করে তাহলে আপনি টাকা পাবেন।
PPD সাইট সম্পর্কে সবাই কম বেশী পরিচিত। Indishare,BDupload এগুলাতে ফাইল আপলোড দিয়ে অনেকেই টাকা আয় করেছেন। এসব সাইটে ১০হাজার ডাউনলোডে মাত্র ২-৩ ডলার দেয় কিন্তু আজকে আমি যে সাইটের কথা বলব সেটা প্রতি ১০ হাজার ডাউনলোডে ২০ ডলার দিবে। এই সাইটের নাম হচ্ছে File-Upload

সুবিধাসমুহ:-

#প্রতি হাজার ডাউনলোডে ২$ বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ থেকে ১০০০ বার ডাউনলোড হলে আপনি ২$ পাবেন যেখানে BDupload,Indishare আপনাকে মাত্র 0.30$-0.40$ দিবে।

#Minimum Payout 1$। মাত্র ১ ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। আপনি Perfect Money,Webmoney,Paypal আরও অনেক কিছুতে পেমেন্ট নিতে পারবেন তবে Bkash এ পেমেন্ট দেয় না কিন্তু আপনি Perfect money,Paypal এগুলা থেকে Bkash এ টাকা আনতে পারবেন। আমি পেমেন্ট নিয়েছি এই সাইট থেকে, পোস্টের নিচে পেমেন্ট প্রুফ দেওয়া আছে।

#ফাইল ১ কেবি হলেও যথেষ্ট। মানি আপনার ফাইল যদি ১ কেবিও হয় তাহলেও আপনি পেমেন্ট পাবেন। তবে খেয়াল রাখবেন ফাইল যেন কমপক্ষে ১ কেবি হয়।

#117 GB Disk Space ফ্রি ইউজাররা 117 GB ডিস্ক পাবেন। আর প্রিমিয়াম ইউজাররা Unlimited Space পাবেন।

#১-৭ দিনের মধ্যে পেমেন্ট পাবেন। আমাকে ৩ দিনের মধ্যে পেমেন্ট দিয়েছে।

#Remote Url Upload এই ফিচার টা তাদের বেশি কাজে লাগে যাদের ডাউনলোড সাইট আছে। ধরুন আপনি একটা Movie আপলোড দিবেন তাহলে আপনি কি করবেন? ১মে Movie টা ডাউনলোড করবেন তারপর আপলোড দিবেন তাই তো। কিন্তু আপনি আরও সহজে কাজটা করতে পারবেন। আপনি মুভির ডাউনলোড লিংক সাইটে দিয়ে দিন সাইট অটোমেটিক মুভিটা ডাউনলোড করে রেখে দিবে।

এগুলা হচ্ছে ফ্রি ইউজারদের সুবিধা। আর একটা কথা যদি আপনার আপলোড করা ফাইল টানা ৯০ দিনের মধ্যে একবারও কেউ ডাউনলোড না করলে ফাইল অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তবে primium ইউজার দের ফাইল কখনো ডিলিট হবে না।

যদি আপনার কোন ওয়েবসাইট বিশেষ করে ডাউনলোড সাইট থাকে তাহলে Primium একাউন্ট নিতে পারেন। প্রিমিয়াম একাউন্টের বেশ কিছু সুবিধা আছে যেমন:-
প্রতি হাজার ডাউনলোড এ ৩$ পাবেন। এক ডলার বেশী।

Torrent Download অনলাইন টরেন্ট ডাউনলোড করবে।

No Ad। আপনাকে কোন Ad দেখাবে না।

Unlimited Space

Unlimited Bandwidth
আর আপনার ফাইল কখনো ডিলিট হবে না, ডাউনলোড না হলেও।
যদি প্রিমিয়াম একাউন্ট কিনলে দীর্ঘমেয়াদী কিনবেন তাহলে আপনার খরচ কম লাগবে। যদি আপনি ১ মাসের জন্য কিনেন তাহলে ৯০০ টাকা দিতে হবে আর যদি আপনি ১২ মাসের জন্য কিনেন তাহলে ৬০০০ লাগবে মানি মাসে ৫০০ টাকা। এরকম আরকি যত বেশি দিনের জন্য কিনবেন তত কম টাকা লাগবে।

একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন

একাউন্ট খুলা অনেক সহজ তাই দেখালাম না।
Payment Proof
এতক্ষণ সাইট টা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললাম এখন পেমেন্ট প্রুফ দেখাবো।


আমি Webmoney তে পেমেন্ট নিয়েছি। আমাকে ৩ দিনের মধ্যেই পেমেন্ট দিয়েছে। এই সাইট টা ট্রাস্টেড সাইট।


BDupload,Indishare এগুলা থেকে ফাইল ডাউনলোড করতে গেলে Adult Ad দেখায় কারণ তাদের Adsense Approved হয় নাই। কিন্তু এই সাইটের Adsense Approved হয়েছে তাই এদের আয়ও বেশী আর ইউজারদের লাভও বেশী।

[বি:দ্র: আমি কিছুদিন আগে একটা মুভি ডাউনলোড সাইট বানিয়েছি AllFilms24।কেউ যদি এই সাইটে কাজ করতে চান তাহলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
Facebook