Site icon Trickbd.com

এবার ক্যারিয়ার গড়ে তুলুন/ফ্রি ল্যান্সিং করুন Steemit.com এর মাধ্যমে..কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রতিদিন আর্ন করুন 5$-10$ খুব ইজিলি!![সাথে গ্রুপ ওয়ার্ক]!!

Unnamed

#আসসালামুআলাইকুম..

সকলে আশা করি ট্রিকবিডির সাথে থেকে ভালোই আছেন..
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি…
অনেক দিন যাবত পোষ্ট করা হয় না…
#যাই হোক অনেকদিন পরে চলে আসলাম…

তো আর কথা নয়…
হ্যা আমি, Steemit.com এর কথাই বলছি..
#আমি মনে করি ট্রিকবিডির অনেকেই Steemit ব্যবহার করছেন..

#কারণ এটি অনেক ট্রাস্টেড একটি ওয়েব সাইট..
যাদের স্টিমেট সম্পর্কে কোনো ধারণা নাই,তারা শুরু করে দিন..
আর এতে কোনো আগের অভিজ্ঞতা দরকার নাই…
যা যা দরকার তা সিম্পলি এবং এন্ড্রয়েড বা ল্যাপটপ -কম্পিউটার ব্যবহার করেই করতে পারবেন…

#Steemit সম্পর্কে কিছু কথা এখন বলা যাক…
#STEEMIT কি?

– আমরা যে সাইটে কাজ করব সেটা হচ্ছে steemit.com এটা একটা সোশ্যাল সাইট যেমন ফেসবুক এর মত।

কিন্তু পার্থক্য হচ্ছে ফেসবুকে লাইকের বিনিময়ে কোন টাকা পাওয়া যায় না। কিন্তু এই সাইটে প্রতি লাইকের জন্য ০.০১$ দেয়, এর মানে আপনি একটা পোস্ট করলেন ১০০ টা লাইক পেলেন আপনার একাউন্ট এ ১$ জমা হবে।
স্টিমেটের ভাষায় লাইক সিস্টেমকে বলে আপভোট..

বিশ্বাস না হলে সাইটে যান অথবা steemit নামে ইউটিউব সার্চ করেন। হাজারো প্রুফ পাবেন।

যারা ১ বছরের বেশি কাজ করছে। কিন্তু পাওয়ার বেশি থাকলে ১০০ লাইকেই ২-২.৫$ হবে।
যেহেতু এখানে লাইকেই টাকা দেয় তাই এখানে লাইক পাওয়া না।
#উপাজন করতে হলে কি করতে হবে?
– – -মনে করুন আমরা ১০০ জন কাজ করব।
একটা গ্রুপ তৈরি করলাম যেটা ঐ ১০০ জনের প্রোফাইল লিংক থাকবে। আমাদের সবার কাজ হবে সবার প্রোফাইলে গিয়ে প্রথম পোস্ট এ লাইক দেওয়া। এতে সবার পোস্ট এ ১০০ লাইক হবে মানে সবার একাউন্ট এ ১$ করে জমা হবে ডেইলি।
আর এই কাজ করতে ২০ মিনিটের বেশি লাগবে না।
এই স্টিম ডলার আপনি বিটকয়েনে exchange করতে পারবেন মিনিমাম ১$ হলে। এর অর্থ ডেইলি টাকা পাবেন।
এখানে কোন রেফারেল সিস্টেম নেই।

মানে সবার আয় সমান। সবাইকেই সমান কাজ করতে হবে। এখানেও লাইক পেলে ফেসবুক এর মত নোটিফিকেশন আসে এর মানে কে আপনাকে লাইক দিল না দিল সেটা ধরতে পারবেন। এতে কোন স্পামের চিন্তা নেই। কেউ এখানে লাইক না দিয়ে হুদাই হুদাই লাইক নিতে পারবে না। বেশি মেম্বার হলে স্পাম বেশি তাই প্রথমে সর্বোচ্চ ১০০ জন নিব। তারপর বাকি টা দেখা যাবে।
তাই আমরা একটি গ্রুপ ক্রিয়েট করেছি,আপনারা জয়েন করতে পারেন..গ্রুপ লিংক facebook.com/groups/473167713099013

# রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
– – – এখানে রেজিস্টার করতে হবে.. Click লিংকে গিয়ে আগে username দিন।
ইউজার নেম কি জিনিস না জানলে কি আর করা!
যেমন আমারটা shohagh তারপর next এ ইমেইল দেন, এরপর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে 0 বাদে আপনার ফোন নম্বর লিখুন।

লক্ষ্য করুন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার সময় অটোমেটিক +880 আছে তাই। এবার ফোনে মেসেজ আসবে।

কনফার্ম করুন। ইমেইল আসবে কনফার্ম করুন। এবার ৭২ ঘন্টা বা সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আরো একটা ইমেইল আসবে যেটায় একটা কনফার্মেশন লিংক থাকবে।
লিংকে গিয়ে একটা পাসওয়ার্ড পাবেন। সেটা কপি করে আগে অন্য কোন খানে রাখুন। কারন এখানে পাসওয়ার্ড রিসেট হয় না। অনেক কষ্ট হয়।

এবার পাসওয়ার্ড টি পরের বক্সে পেস্ট করুন।
এবার রেজিস্টার কনফার্ম করুন।
ধন্যবাদ।

পোষ্টে আজকে স্ক্রিনসট এড করতে পারলাম না..
কারণ ফোনের প্রবলেম আছে.. আর মোডেমে MB ফিনিস্ড..
যাই হোক সব আপডেট আমি ট্রিকবিডি এবং গ্রুপের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব..
আর বুঝতে অসুবিধা হলে এখানে কমেন্ট করুন অথবা গ্রুপে পোষ্ট করুন…
গ্রুপের অভিজ্ঞ স্টিমেট লাভার মিলে সব প্রবলেম সলভ করা হবে…ইনশাল্লাহ…

সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে পোষ্টটি পড়ার জন্য…
😀