আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ২০১৮ সেরা কিছু আর্নিিং অ্যাপ যেগুলো সত্যিই পেমেন্ট করে থাকে। তো চলুন শুরু করা যাক!
আজকাল বিভিন্ন গ্রুপে দেখি সকলে পোস্ট করে দিনে এতো টাকা আয় অ্যাপ থেকে, সাইট থেকে। তো তাদের ইনবক্স বা কমেন্ট করলেই বলে তার রেফার হতে কিংবা তার নিজের অ্যাপ এ কাজ করতে।
তো আমি এখানে নিজের অ্যাপ ও শেয়ার করব না, আবার রেফার ও করতে বলব না। নিজের অভিজ্ঞতা থেকে কিছু অ্যাপ শেয়ার করব। যেগুলা নিশ্চিত পেমেন্ট করে।
২০১৮ সালের সেরা আর্নিং অ্যাপ গুলো –
1. Amazon Seller – আমাজন সেলার একটি আর্নিং অ্যাপ। এই অ্যাপ টাকেই আমি সবার উপরে রাখলাম, কারন এর মাধ্যমে আপনি আমাজনের পন্য বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন।
আপনি প্রতি মাসে যতো বেশী প্রোডাক্ট সেল করবেন আপনার কমিশন ও ততোই বাড়তে থাকবে। এটি হলো আমাজনের আফেলিয়েট মার্কেটিং এর অ্যাপ। আপনি পন্যগুলো ফেসবুক পেজ ,গ্রুপ, স্টাটাস বা সাইটের মাধ্যমেও সেল করতে পারেন।
যদিও বাংলাদেশ থেকে সেলার আকাউন্ট পাওয়া একটু কঠিন, তবে অসম্ভব না। ইউটিউবে সার্চ করলেই সমাধান পেয়ে যাবেন।
প্রথমে এখানে ক্লিক করে আমাজন সেলার আকাউন্ট করে নিন।
তার পর এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করুন, আর আপনার সেলার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
2. Google Opinion Rewards – “গুগল অপিনিওন রিওয়ার্ড” গুগলের তৈরিকৃত একটি অ্যাপ। এই অ্যাপ এ সার্ভে পুরন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পেতে পারে রিওয়ার্ড ।
আর সেই রিওয়ার্ড দিয়ে প্লে স্টোর থেকে বিভিন্ন পেইড অ্যাপ ইন্সটল করতে পারবেন। যদিও অ্যাপ টি বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয় নি, তবুও আপনি চাইলে ভিপিএন ব্যাবহার করে প্লে স্টোর থেকে বা সাভাবিক ভাবে গুগল থেকে ডাউনলোড করতে পারেন।
অ্যাপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করত এখানে ক্লিক করুন।
3. Swagbucks – Swagbucks বর্তমানের সব চাইতে জনপ্রিয় ওনলাইন সার্ভে কমপ্লিট অ্যাপ। ওনলাইন সার্ভে পুরনের মাধ্যমে আয় করতে পারবেব এই অ্যাপ থেকে।
অ্যাপ টি বাংলাদেশে আভাইলেবল না। তাই ডাউনলোড / ব্যবহার করার জন্য ভিপিএন ইউজ করবেন।
অ্যাপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
4. Make Money – মেক ম্যানি একটি আর্নিং অ্যাপ, যেখান থেকে আপনি ভিডিও দেখা, অ্যাপ ডাউনলোড, ট্যাস্ক কমপ্লিট ও অন্যান্য কাজের জন্য টাকা পেতে পারেন।
এছাড়াও ভিডিও গেমস খেলার মাধ্যমেও আয় করতে পারেন। আর টাকা উঠাতে পারবেন পেপেলের মাধ্যমে।
অ্যাপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
5. Foap – Foap এমন একটি আন্ড্রয়েড অ্যাপ ,যেখানে আপনি আপনার নিজের তোলা ছবি বিক্রয় করে টাকা আয় করতে পারেন।
আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবিও এখানে আপলোড করতে পারেন। যদি বিক্রি হয়ে যায়, তবে আপনি আপনার টাকা পেয়ে যাবেন।
প্রতি ছবির জন্য সর্বোচ্চ ১০$ পর্যন্ত পেতে পারেন।
অ্যাপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তো পাঠক, এই ছিল আজকের পোস্ট! পোস্ট টি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।