Site icon Trickbd.com

[Mega post] ফ্রিতে টাকা ইনকাম করার জনপ্রিয় পাঁচটি মাধ্যম একসাথে দেখে নিন। অনলাইনে টাকা ইনকাম করার এর থেকে সহজ পদ্ধতি আর নেই।(টাকা উইড্রো সর্বনিম্ন ৫ ডলার+মেগাবাইট খরচ নাই বললেই চলে+প্রতিদিন ইনকাম ৩ ডলারের বেশি)

Unnamed

আসসালামু আলাইকুম,

আজ আমি আপনাদের লিংক শর্ট করে টাকা ইনকাম করার ৫ টি সেরা সাইট নিয়ে আলোচনা করব।

আমরা যারা অনলাইনে ইনকাম করতে চাই তাদের জন্য ইনকাম করার সবথেকে সহজ মাধ্যম লিংক শেয়ার করা। আমরা ওয়েবসাইট থেকে লিংক শর্ট করে নিব এবং সেই লিঙ্কে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব। সেই লিংকে ক্লিক আসবে এবং তার বিনিময়ে সেই কোম্পানি আমাদেরকে কিছু পরিমাণে কমিশন দেবে। এজন্য আমাদের তেমন দক্ষতার প্রয়োজন নেই। এখানে তেমন মেগাবাইট ও হতে হবে না।

১. সাইটে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করে একাউন্ট করে নিন
রেজিস্ট্রেশন এ ক্লিক করুন। নিচের ফর্মটি পূরণ করুন এবং ক্যাপচা পুরন করুনঃ।


সবার নিচে রেজিস্ট্রার লেখায় ক্লিক করুন। এ পড়ে আপনার ই-মেইলে একটি মেইল পাঠাবে। ইমেইল চেক করেই সে লিংকে ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করে নিন।


*bc.vc সাইটটি নিয়ে কিছু কথা।
•লিংক শর্ট করে ইনকাম করার এটি একটি নতুন সাইট। কিন্তু অনলাইনে এটি একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। অল্প সময়ে যারা বেশি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই সাইট সব থেকে ভালো। এখানে আপনাকে প্রতি ১০০০ ভিউতে ৪ ডলার দেবে। যা অন্য কোন সাইট দিয়ে থাকে না। এখানে ৫ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন। তাই আমার মনে হয় এখানে টাকা মারের কোন ভয় নেই। কিন্তু সমস্যা একটাই পেপাল এ ছাড়া এরা পেমেন্ট করে না। তাতে কোনো সমস্যা নেই। পেপাল নিবেন এবং পরে ডলার বিক্রি করে বিকাশে নিয়ে নিবেন।

২. সাইটে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করে একাউন্ট করে নিন
প্রথমেই join লেখাতে ক্লিক করুন। নিচের স্ক্রিন সর্ট গুলো দেখে একাউন্ট ক্রিয়েট করে নিন।



এই ওয়েবসাইটের পেমেন্ট পদ্ধতি দেখে নিন।


আপনার ই-মেইলে একটি মেইল পাঠানো হবে সেই মেলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করে একাউন্ট এক্টিভ করে নিবেন।
*shortest নিয়ে কিছু কথা।
•এই সাইটটি প্রায় ভালো পরিমাণ টাকা পেমেন্ট করে থাকে। ১০০০ ভিউ এর জন্য এরা দেয় ৫ ডলার থেকে ১২ ডলার পর্যন্ত। তবে এর লিংক আপনি সব জানাই শেয়ার করতে পারবেন না। ইউটিউব, ব্যক্তিগত ওয়েবসাইট, এগুলোতে শেয়ার করে ইনকাম করতে পারেন। এই সাইটটিও তেমন একটা পুরাতন সাইট না। তাই নিঃসন্দেহে এই সাইটটিতেও কাজ করতে পারেন। এই সাইটটি ও সর্বনিম্ন ৫ ডলারে পেমেন্ট করে থাকে। পেমেন্ট নিতে পারেন পেপাল এবং পেইজাতে। এর পর ডলার বিক্রি করে বিকাশে টাকা নিতে পারেন।

৩. এখানে ক্লিক করে একাউন্ট করে নিন ”সাইন আপ” লেখা ক্লিক করুন এবং স্ক্রীনশট দেখানো ফরম সুন্দর করে পূরণ করুন। সবশেষে আপনার ই-মেইলে একটি মেইল পাঠানো হবে। একটি লিংক থাকবে সে লিংকে ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করে নিন।




*linkshrink নিয়ে কিছু কথা।
•এটিও একটি বিশ্বস্ত সাইট। টাকা পাঠাতে হয়তো একটু দেরি করবে কিন্তু টাকা দিবেই। ১০০০ ভিউতে এরা দেয় ৫ ডলার। পেপাল এবং বিটকয়েনের মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকে। এই পেপালে ৫ ডলার হলে এবং বিটকয়েনে ১৫ ডলার হলে আমি পেমেন্ট নিতে পারবেন।
৪. এখানে ক্লিক করে একাউন্ট করে নিন
নিচের স্ক্রিনশটটি দেখুন। নিচের ফর্মটি পূরণ করুন। এবং ক্যাপচার পূরণ করুন। তারপর রেজিস্ট্রেশন এ ক্লিক করে রেজিস্টার করুন। তারপর আপনার ই-মেইলে একটি মেইল যাবে সে মেলে একটি লিংক থাকবে সেই লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করে নিন।



*adyou নিয়ে কিছু কথা।
•চাইলে এই সাইটে লিংক শর্ট করে শেয়ার করতে পারেন। কিন্তু এরা তেমন বেশি টাকা দেয় না। এবং এরা টাকা পেমেন্ট করতে অনেক দেরি করে। পেপাল এ পেমেন্ট করে থাকে এরা সর্বনিম্ন ৫ ডলার।

৫. এখানে ক্লিক করে একাউন্ট করে নিন নিচের মত একটি পেজ পাবেন সেই পেজে সম্পূর্ণ তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন এ ক্লিক করুন তাহলে একাউন্ট হয়ে যাবে। যে ইমেইল দিয়ে একাউন্ট ক্রিয়েট করবেন সেই মেলের একটি মেইল যাবে। মেলে লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করতে হবে। মেয়ে না পেলে স্পামে দেখুন।

*Adf.ly নিয়ে কিছু কথা।
•এটি অনেক পুরাতন এবং বিশ্বস্ত সাইট। বাংলাদেশ থেকে অনেক মানুষ এই সাইট ব্যবহার করে থাকি। এবং অনেকে এই সাইট সম্পর্কে জানি। এই সাইটে টাকা দিতে অনেক দেরি করতে পারে কিন্তু তা আকামার যাওয়ার কোন ভয় নাই। তবে এই সাইটের লিঙ্ক গুলো সব জায়গায় শেয়ার করতে পারবেন না। এবং এই সাইট এখন অন্যান্য সাইটের তুলনায় টাকা কম দেয়। ১০০০ ভিউতে এরা দেয় ৩ থেকে ৪ ডলার। পেমেন্ট করে পেপালে।

এইসব পদ্ধতি তে আমি কি পরিমানে টাকা ইনকাম করতে পারব?

উত্তর: এই পদ্ধতিগুলোর সঠিক ব্যবহার করলে আপনি প্রতিদিন ৫ ডলার ৬ ডলার ৭ ডলার এমনকি তারও বেশি ইনকাম করতে পারবেন।

এই সাইট গুলো যদি এতই ভালো হবে তাহলেই বাংলাদেশে এর ব্যবহারও কম কেন?

উত্তর: বাংলাদেশের মানুষ আয় বিকাশে পেমেন্ট। কিন্তু এরা বিকাশে পেমেন্ট করে না। এদের প্রায় সবগুলোরই পেমেন্ট করে পেপাল থেকে। আর আমাদের দেশে পেপাল তেমন একটা ব্যবহার হয় না। সে করণে সাইটগুলোর জনপ্রিয়তা বাংলাদেশে এত কম। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এই সাইট গুলো প্রচুর পরিমানে ব্যবহার হয়ে থাকে।

এগুলো আমি শেয়ার করব কোথায়? কেইবা আমার লিংকে ক্লিক করবে?

উত্তর: ফেসবুক টুইটারসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন। আমরা যদি ব্যাক্তিগত ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে তাদের শেয়ার করতে পারেন। এবং এগুলো শেয়ার কর সব থেকে ভাল মাধ্যম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল। শেয়ার করা নিয়ে আমি এরপর আরেকটি পোস্ট করব সেই পোস্ট দেখলে আশাকরি সব চিন্তা ভাবনা চলে যাবে।

পেমেন্ট: এতক্ষণে আপনারা ভাবছেন। অনেক তো বকর-বকর করলেই কিন্তু পেমেন্ট প্রুফ তো একটার ও দেখাইলে না। আপনি জানেন না ট্রিক বিডিতে পেমেন্ট প্রুফ ছাড়া পোস্ট করা নিষেধ? আরে ভাই জানি জানি এ সব গুলোর উত্তর দিচ্ছি।

উত্তর: আসলে আমি যতগুলো ওয়েব সাইট শেয়ার করেছি কতগুলোতে আমার পক্ষে একা কাজ করার সম্ভাবনা। কিন্তু আমি এ নিয়ে ইন্টারনেটে প্রচুর পরিমাণে গবেষণা করেছি। আর আমি জানতে পারছি যে এই ওয়েবসাইটগুলো সবাই পেমেন্ট করে। এমনকি লিংক শেয়ারের ছোট বড় যত ওয়েব সাইট আছে সবাই পেমেন্ট করে। আমি চাইলে গুগল থেকে সাইটগুলোর পেমেন্ট প্রুফ ডাউনলোড করে আপনাদের দিতে পারতাম। কিন্তু প্রতারণা করে লাভ কী বলেন? এখন আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তবে আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি কোন মিথ্যা আশ্বাস আপনাকে দিচ্ছে না। বাকিটা আপনার ইচ্ছা। তার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তাহলে আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এবং ইউটিউবে এগুলো নিয়ে অনেক অনেক ভিডিও আছে। সেখান থেকে আপনি সরাসরি পেমেন্ট প্রুফ দেখতে পারবেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকস বিডি সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনদিন নতুন কোন কিছু নিয়ে।

এই পোস্টে কোন কিছু বুঝতে এবং কোন কিছু জানার দরকার পড়লে কমেন্টস করে জানাবেন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব।

**********ফেসবুকে আমি**********