হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ হাজির হয়েছি TrickBD থেকে যেভাবে টাকা তুলবেন তার টিউটোরিয়াল নিয়ে।
২০১৮ থেকে ট্রিকবিডিতে যারা আর্টিকেল প্রকাশ করবে তাদের জন্য করে দিয়েছে ঘরে বসে আয় করার সবচেয়ে সহজ ও সেরা উপায়। চাইলে যে কেউ কপি পেষ্ট মুক্ত মান সম্মত তিন থেকে চারটি পোষ্ট করে Author হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর এতে লাভ আপনি আপনার নিজের ক্রিয়েটিভেটি সবার কাছে উপস্থাপন করতে পারবেন সাথে প্রতি পোষ্টের মান অনুযায়ী সম্মানীতো আছেই।
কত টাকা হলে ক্যাশ আউট করা যাবেঃ
আপনি সর্বনিম্ন ৫০০ টাকা হলে ক্যাশ আউট করতে পারবেন আপনার ডাচ-বাংলা অথবা বিকাশ নাম্বারে আর চাইলে রিচার্জ ও নিতে পারবেন বাংলাদেশে ব্যবহৃত সিম কোম্পানী যে কোন একটি হলেই।
যেভাবে ক্যাশ আউট করবেনঃ
এবার সরাসরি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে যেভাবে আপনি টাকা উত্তোলন করবেন তা নিচে উল্লেখিত
প্রথমে নিচের লিংকে যেতে হবে
Payment অপশনে গেলে আপনি আর্টিকেল লিখে যা আয় হয়েছে তার রিপোর্ট দেখতে পারবেন।
৫০০ টাকা পূরন না হওয়া পর্যন্ত আপনি উপরের চিত্রের মত Cashout অপশন দেখতে পারবেন না।
যদি আপনার ৫০০ টাকা বা তার বেশী থেকে থাকে তবে নিচে দেখুন।
উপরের মত Cashout এ ক্লিক করে সামনে আগানোর অনুমতি দিয়ে দিন।
উপরে দেখুন প্রথমে ঘরে টাকার সংখ্যা
২য় ঘরে বিকাশ দেখানো হয়েছে চাইলে আপনি এখান থেকে ডাচ বাংলা বা মোবাইল রিচার্জ নির্বাচন করতে পারেন।
২য় ঘরে বিকাশ দেখানো হয়েছে চাইলে আপনি এখান থেকে ডাচ বাংলা বা মোবাইল রিচার্জ নির্বাচন করতে পারেন।
৩য় ঘরে আপনার বিকাশ/ডাচ-বাংলা/মোবাইল নাম্বার দিন এবং Cashout বাটনে ক্লিক করুন।
উপরে দেখুন Cashout করার পর আমার ব্যালেন্স দেখাচ্ছে।
(বড় বড় দুইডা আন্ডার মত অনেকটা)
এখন কথা হলো টাকা গুলো গেলো কই ?
টাকা গুলো তো আর সাথে সাথে আপনাকে পাবেন না কারন হলো TrickBD কর্তৃপক্ষ আপনার পোষ্ট গুলোকে আবার খুটিয়ে দেখবে আপনি কোন রকম নিয়ম নীতিমালার বিরুদ্ধে গিয়ে পোষ্ট লিখেছেন কিনা যদি তারা এরকম কিছু লক্ষ করে তবে আপনার টাকা কমিয়ে দেওয়ার ক্ষমতা বহন করে। তাই যাই শেয়ার করেন সাবধান নয়তো কথায় আছে “ওস্তাদের মাইর শেষ রাত্রে”
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে কর্তৃপক্ষ আপনাকে আপনার টাকা হস্তান্তর করবে আপনার পছন্দের মাধ্যমে।
আমিতো ক্যাশ আউট এর আবেদন জানালাম তারা কতটা সময় নিয়ে পেমেন্ট করে তা জেনে আমি আপনাদের জানাবো।
আমি কিন্তু পেমেন্ট প্রুফ দেই নাই সবশেষে আজকে যত মন চায় রিপোর্ট করেন কোন সমস্যা নাই।
জানুয়ারী মাস থেকে এই পোষ্টটি ট্রিকবিডিতে প্রথম করবো বলে অপেক্ষা করে এসেছি শেষ পর্যন্ত সফল হলাম।
অনেকটা সময় হয়তো অপেক্ষা করতে হয়েছে তাতে কি কথায় আছে
“সবুরে মেওয়া ফলে” এবং “কষ্ট করলে কেষ্ট মিলে”
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং নাটক, মুভি, গান এর জন্য MovieTag