আশাকরি সবাই ভালো আছেন। আমরা আজকে কিভাবে অ্যাপ বানিয়ে আয় করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব।

আজকে আপনাদের বেসিক ধারনা দেওয়ার চেষ্টা করব। ক্রমানুসারে আপনাদের কিভাবে অ্যাপ বানাতে হয় সে বিষয় গুলা সব শিখানোর চেষ্টা করব। অ্যাপ বানানো শিখা কিন্তু একদিনে সম্ভব না।

আর দেরী না করে শুরু করা যাক…

অ্যাপ বানাতে আপনাদের একটা Android Mobile হলে হবে, PC কোনো দরকার নাই। তবে PC হলে কাজ করতে সুবিধা হয়।

যা যা দরকার –
১. মোবাইল বা পিসি।
২. ইন্টারনেট।
৩. একটা Gmail অ্যাকাউন্ট।
৪. Admob অ্যাকাউন্ট।
৫. Appybuilder বা Thunkable অ্যাকাউন্ট।

আপনাদের কিছু প্রশ্ন, আর তার উওর:-

১. প্রশ্ন- অ্যাপ থেকে আয় হয় কিভাবে?
উওর – অ্যাপ এ আয় হয় অ্যাড থেকে। অ্যাপ এ কিছু অ্যাড থাকে হয়ত আপনারা দেখেছেন। ওই অ্যাড যদি কেউ ক্লিক করে তাহলে আপনাদের আয় হবে।

২. প্রশ্ন – অ্যাপ অ্যাড যে আসবে সেগুলা আনবো কিভাবে?
উওর – অ্যাপ আনতে আপনাকে Admob এ অ্যাকাউন্ট করতে হবে। ( এই বিষয় নিয়ে পর পোস্ট করা হবে)

৩. আপনাদের টাকা কে দিবে?
উওর – আপনারা টাকা পাবেন Adsense থেকে। ( Adsense কি আশা করি সবাই জানেন)

৪. প্রশ্ন – অ্যাপ কিভাবে বানাতে হয়?
উওর – আপনাদের অ্যাপ বানাতে হলে, Website থেকে করতে হবে।
যেমন – Appybuilder, thunkable etc.

৫.প্রশ্ন – আয় করা টাকা কিভাবে হতে নিতে পারব।
উওর – আমরা সবাই জানি যে Adsense টাকা দেয় ব্যাংকে। তহ অ্যাপের আয় করা টাকা ও আমরা ব্যাংকে পাব।

আজকে আপনাদের বেসিক ধারনা গুলা দিয়ে চেষ্টা করলাম, পরের পোস্টে আলোচলা করার চেষ্টা করব Appybuilder নিয়ে।

আমি যত টুকু পারি চেষ্টা করব, অ্যাপ কিভাবে অ্যাপ বানাতে হয় আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শিখাতে।

কোনো ভুল হয়ে থাকলে
ক্ষমা সরুপ দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।

2 thoughts on "Android App বানিয়ে আয়।"

  1. Royal roy Contributor says:
    ata ki post?
  2. Sujoy Contributor Post Creator says:
    Android kivabe banate hoy… Ta shikano hobe porbo onushare

Leave a Reply