Site icon Trickbd.com

Upay কি পেমেন্ট দিচ্ছে নাকি সম্পূর্ণ ধান্দাবাজি। দেখুন আমার অভিজ্ঞতা।

Unnamed


যদিও Upay নিয়ে পোস্ট করা আছে। তবুও আমি আবারো Upay এর পেমেন্ট প্রুফ নিয়ে রিভিউ করতে যাচ্ছি।

কারণটা হল এই, অনেকেই Upay এর পেমেন্টপ্রুফ নিয়ে সন্দিহান। আর আমরা জানি রেফার পাবার জন্য অনেকে এসএমএস ইডিটর দিয়ে নকল পেমেন্ট প্রুফ দেয়, যা খুবি বিরক্তিকর ও আপত্তিকর।


তাই আজ আমি Upay নিয়ে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করব।


তার আগে দুয়েকটি কথাঃ  আপনার একাউন্ট  ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে পেমেন্ট দেয়া হবে। আপনার একাউন্ট ভেরিফিকেশন হতে ১৫ থেকে ২০ দিনের সময় লাগতে পারে কেননা আমরা জানি অনেকে হয়ত ফেক এনআইডি কার্ড দিয়ে চেষ্টা করে থাকবে।  তাই আসল পরিচয়পত্র যাচাই বাচাই করতে একটু সময়ের প্রয়োজন। আপনি যদি একাউন্ট খুলে থাকেন তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশাকরি পেমেন্ট পেয়ে যাবেন।


এবার তাহলে স্ক্রিনশটে অভিজ্ঞতা শেয়ার করা যাক।




১১ তারিখে একাউন্ট খুলার পর আমাকে ভেরিফাই করবে এমন একটি বার্তা এসেছিল।



২৯ তারিখে প্রায় ১৮ দিনপর একাউন্ট ভেরিফাইড হয়েছে এবং আমার আইডিতে রেফারের ৫০ টাকা জমা হয়েছে জানিয়ে দেয়া হয়েছে।



আমি একাউন্ট চেক করে ৫০ টাকা দেখতে পেলাম।



অত:পর টাকা রিচার্জে নেয়ার জন্য অনুরোধ করলাম।



আমাকে অভিনন্দন জানাল।



দেখুন সাথে সাথেই নোটিফিকেশনবারে পেমেন্ট বার্তাগুলো দেখাচ্ছে।



ইনবক্স চেক করে তো মহাখুশি।


কারো রেফারেল নাম্বার প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানান



তো আজ এপর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।