Google হচ্ছে এমন একটা প্লাটফর্ম
যেখানে ঠিকমত কাজ করতে পারলে আপনাকে আর পিছনে ফিরে থাকাতে হবেনা।
একের পর এক Achievement আসতেই থাকবে।
কিন্তু তার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কিছু দক্ষতা।
ওয়েবডিজাইনিং, সিনেমাটোগ্রাফি, এপ ডেভেলপিং, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অন্য কোন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকলেই আপনি অনলাইনে ভাল একটা প্লাটফর্ম ব্যাবহার করে যথেষ্ট $ ইনকাম করতে পারবেন।
কিন্তু এখন আমি যা শিখাবার চেষ্টা করছি সেটা কোনভাবেই অনলাইনে আয়ের বিকল্প হিসেবে নিতে পারবেন না।এটা শুধুই একটা ট্রিক যার মাধ্যেমে চেষ্টা করে হয়তো ছোটখাটো কয়েকটা ১০০$ অথবা ১৫০$ এর পেমেন্ট পেতে পারেন।
বিঃদ্রঃ সেল্ফ ক্লিক গুগল দ্বারা সমর্থিত নয়। ঠিক মত VPN ব্যাবহার করতে নাপারলে অথবা আপনার অদক্ষতা কিংবা অসতর্কতার ফলে আপনার Admob Account টি যেকোন সময় ডিজেবল হয়ে যেতে পারে।
দেখুন এই ছেলেটার গত কালকের ইনকাম ১৫$।
তার ৪টা এন্ড্রয়েড ফোন নিয়ে সে সারাদিন শুধু Admob এর কাজই করে। আর প্রতি মাসে ১০০$ করে ২-৩বার পেমেন্ট তুলে। প্রায়ই নাকি তার আইডি ব্যান হয়, কিন্তু তাতে কি?? একটা Admob Account খুলতে তো মাত্র কয়েক মিনিট লাগে। যাই হোক বাজে কথা বাদ দিলাম আপাতত।
হাই বন্ধুরা
আমি বাপন,
ট্রিকবিডির নতুন সদস্য,
তাই ভুল ক্রুটির জন্য আগে থেকেই মাফ চেয়ে নিচ্ছি।
কথা বলছিলাম ADMOB থেকে আয় করার প্রসঙ্গ নিয়ে।
এই টপিক নিয়ে যারা আমার প্রথম পোষ্ট টা পড়েন নি তারা এটা দেখে নিন।
Admob থেকে আয়!! (১ম পর্ব- প্রারম্ভিক আলোচনা)
আজকে আপনাদের শিখাব কিভাবে Admob এ একটা একাউন্ট ক্রিয়েট করবেন এবং তা থেকে কিভাবে Ad Unit
বের করবেন।
চলুন তাহলে মুল আলোচনায় যাওয়া যাক??
সবার প্রথমে আপনাকে www.apps.admob.com
এ গিয়ে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।লগ ইন করার পর এরকম একটা পেইজ আসবে।
এখানে আপনাকে Get Started চাপতে হবে।
তারপর নতুন যে পেইজ লোড হবে তাতে লিখা থাকবে,
Have you published your app on Google Play or the App Store?
অর্থাৎ আপনি কি আপনার এপ টা প্লে ষ্টোর অথবা এপ ষ্টোরে পাবলিশ করেছেন??
এখানে আপনি NO সিলেক্ট করবেন।
তারপর আপনি নিচের মত একটা পেইজ দেখতে পাবেন যেখানে আপনার এপের নাম দিতে হবে।
এখানে আপনি আপনার ইচ্ছেমত নাম ব্যাবহার করতে পারবেন।
আমি আমার এপের নাম দিয়েছি BaponBDএখন আপনি আপনার এপ এরএর প্লাটফর্ম হিসেবে Android সিলেক্ট করে ADD বাটনে ক্লিক করুন।
ব্যাস Trickbd নামের একটা এপ আমার ADMOB একাউন্টে যোগ হয়ে গেছে।
এখন আমাদের Ad Unit ক্রিয়েট করতে হবে।
আগেই বলেছি Admob এ তিন ধরনের Ad আছে।
১)Banner
২)Interestitial
৩)Reward
আজকে শুধু আপনাদের Banner আর Interestitial Ad বানানো দেখাব। কারন Reward Ad সম্পর্কে আমি তেমন একটা জানিনা আর কিভাবে ব্যাবহার করতে হয় তাও পারিনা ।
App ক্রিয়েট করার পর আপনি নিচের মত একটা পেইজ পাবেন। যেটাতে লিখা থাকবে Congrtas Your App has been added to Admob.
এখন
NEXT:CREATE AD UNIT.
লিখা নীল বাটনটাতে ক্লিক করে সামনে এগিয়ে যান।
এটাতে ক্লিক করার পর যে পেইজ টা সামনে আসবে সেটা নিচের Screen Shot এর মত হবে।
এখানে দেখুন তিনটা Ad এর তিনটা ড্রয়ার শো করছে।
প্রথমে যেহেতু আমরা একটা ব্যানার Ad Unit বানাব সেজন্য ব্যানার এর নিচে যে Select অপশন টা আছে সেটাতে ক্লিক করে পরবর্তী পেইজে যেতে হবে।
যেখানে ঠিক এই Screen Shot টার মত হবে।
এইখানে আপনার ব্যানার Ad এর একটা নাম দিতে হবে।
আমি দিলাম banner1,
তারপর CREATE AD UNIT বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে।
দেখুন এখানে লেখা আছে Ad unit Successfuly Created .
তার পর আছে
Next place the Ad Unit inside your App.
মানে হচ্ছেএই Ad Unit টা আমার এপ এ প্লেইস করতে হবে।
নিশ্চই ভাবছেন এপ পাব কোথায়?
আরে বাবা একটু ধৈর্য্য ধরুন। চলনসই একটা এপ বানানো আমি আপনাদের শিখাব।
তার আগে কিন্তু অনেক কাজ বাকি।
এখন DONE বাটনে ক্লিক করুন।
নতুন এই পেইজ থেকে ADD AD UNIT এ ক্লিক করলে ঠিক আগের পেইজটাই শো করবে যেটা থেকে আপনি ব্যানার বানানো শুরু করেছিলেন।
এবার ঠিক ব্যানার বানানোর মত করেই Interestitial Select করুন।
এরকম নতুন পেইজ আসলে সেখানে একটা example name যেমন interestitial1 দিন। CREATE AD UNIT, এর পরের পেইজে আবার DONE চাপুন।
ব্যাস এইতো আপনার Ad Unit তৈরী করা হয়ে গেল।
এই যে নিচের কোড গূলো দেখুন।
যেগুলো….
ca-app-pub-#############দিয়ে শুরু হয়েছে। এই কোড দুইটা ভবিষ্যতের জন্য সংরক্ষন করুন।
যখন এপ বানানো শিখাব তখন এইগুলো কাজে লাগবে।
উপরের কোন ষ্টেজে যদি সমস্যা হয় অথবা আমি ঠিকমত বুঝিয়ে বলতে না পারি তাহলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি এটা দেখে নিতে পারেন।
ব্যাস এইতো হয়ে গেল।
পোষ্ট টা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বড় করে জগাখিচুড়ী পাকাতে চাইনা!
For your kind information,Admob থেকে আয় নিয়ে এটা ছিল আমার দ্বিতীয় পোষ্ট, আমার প্রথম পোষ্টের লিংক উপরে দেওয়া আছে। আর তৃতীয় পোষ্টের টপিক হবে ‘ কিভাবে আপনার Admob একাউন্টে নিজের Address ও Bank Account Add করবেন। ‘
আর কিছু কি বাদ পড়ে গেল??
আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।
সমাধান দেওয়ার চেষ্টা অবশ্যই করব।
ধন্যবাদ আপনার মুল্যাবান সময়ের জন্য।
ভালবাসা অবিরাম…….. ♥