আসসালামু আলাইকুম।
বর্তমানে অনলাইনে লেনদেনের যুগে পেপ্যাল চেনে না এমন লোক পাওয়া খুবি কষ্ট সাধ্য।কিন্তু,দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ পেপ্যাল সার্ভিস থেকে বঞ্চিত।
আমাদের চেয়ে অনেক গরীব নেপাল এর মত অপ্রযুক্তি নির্ভর দেশ গুলোও পেপ্যাল সার্ভিস উপভোগ করছে।যাই হৌক।
আজকের এই প্রথম টিপ্সে দেখাচ্ছি কিভাবে বাংলাদেশ থেকে ভ্যারিফাইড পেপ্যাল একাউন্ট তৈরী করবেন।
বলি কেনো ইউটিউব এর ডাইরেক্ট লিংক দেয়া হলো,পেপ্যাল একাউন্ট তৈরীর জন্য অনেক গুলো লিংক ব্যাবহার করতে হবে যা শুধুমাত্র ভিডিও ড্যাস্ক্রিপশন বক্সেই থাকে এবং পেপ্যাল একাউন্ট খোলা এত্ত সহজ না,যদি পোষ্ট আকারে লিখতে যাই তাহোলে আমাকে প্রায় ৫০+ স্ক্রিনশট দিতে হবে।
এবার আসি কিভাবে পেপ্যাল ডলার থেকে বিকাশ,রকেট বা ব্যাংকে নিবেনঃ
পেপ্যাল ডলার থেকে বিকাশ,রকেট বা ব্যাংকে টাকা নেওয়ার জন্য অবস্যই আপনাকে একটি ডলার এক্সচেঞ্জার ব্যাবহার করতে হবে।
আর অন্য সব ডলার এক্সচেঞ্জারে প্রতি ডলার মাত্র ৬০-৭০ টাকা দেয়।কিন্তু আমি যেই সাইট টি দেবো এরে প্রতি ডলারের মূল্যে ৭৬টাকা?
ডলার বিক্রির জন্য প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট খুলুন।
আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পাড়ি এই সাইট টি ট্রাস্টেড।
এই সাইটটি ১০০% ট্রাস্টেড সন্দেহ থাকলে এক্সচেঞ্জ হিস্টোরি গুলো চ্যাক করতে পাড়েন?