হ্যালো বন্ধুরা।
আমি বাপন!
আবারো চলে আসলাম Admob থেকে আয় করার টিউটোরিয়াল নিয়ে।
আশা করি শিরোনাম দেখেই আজকের টপিক বুঝে গেছেন??
Admob থেকে আয় করা নিয়ে এটা আমার তৃতীয় পোষ্ট!
আমার প্রথম দুইটি পোষ্ট হচ্ছে।
১)Admob থেকে আয়!! (১ম পর্ব- প্রারম্ভিক আলোচনা)
২)Admob থেকে আয়!! (২য় পর্ব-Admob Account এবং Ad Unit Create করার পদ্ধতি )
যারা আগে ওই পোষ্টগুলো পড়েন নি তাদের বলছি এই পোষ্ট পড়ার আগে আমার আগের দুইটা পোষ্ট পড়ে নিন।
বন্ধুরা আজ আমি দেখাব,
কিভাবে Admob একাউন্টে Payment Info সেট করতে হয়।
তো চলুন বকবক না করে কাজে চলে যাই??
আশা করি আপনি আমার আগের দুইটা টিউটোরিয়াল পড়ে Admob থেকে আপনার একাউন্ট ও Ad Unit ক্রিয়েট করে নিয়েছেন!
না করলে এক্ষুনি করে নিন।
আমি শুরু করছি দ্বিতীয় পর্বের পর থেকে।
সবার প্রথমে www.apps.admob.com
এই লিংক এ গিয়ে লগিন করুন।
লগ ইন করার পর নিচের মত একটা পেইজ দেখেতে পাবেন।
দেখুন এখানে লিখা আছে Missing payment Information,
that means এখানে আপনাকে পেমেন্ট ইনফরমেশন যোগ করতে হবে।
এইজন্য সবার প্রথমে AD PAYMENT INFO তে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ফর্ম আসবে যেখানে আপনার পেমেন্ট ইনফো দিতে হবে।
এখানে একে একে
আপনার নাম,
ওয়ার্ড নং,
ইউনিয়ন ও থানা,
শহর অথবা জেলা,
এবং সবার শেষে আপনার
মোবাইল নাম্বার,
দিতে হবে।
বিঃদ্রঃ- আপনাদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখি
এখানে আপনার সিটি এবং পোষ্টাল কোড টা খুবই গুরুত্বপূর্ণ! পোষ্টাল কোড হচ্ছে ডাকঘর কোড,বাংলাদেশের প্রত্যেক ডাকঘরের ই সতন্ত্র একটা কোড থাকে, এই কোড অনুসারেই আপনার পিন লেটার আসবে যেটা দিয়ে আপনার ব্যাংক একাউন্ট Verify করতে হবে। সো এটা যেন অবশ্যই সঠিক হয়।
সব ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করার পর Submit চাপুন।
ব্যাস পেমেন্ট ইনফরমেশন সাবমিট কম্পলিট,
এখন চাইলে আপনি আপনার ইনফরমেশন গুলো চেক করে নিতে পারেন।
এজন্য
উপরের বামদিকের ম্যানু বার ক্লিক করে PAYMENT. সিলেক্ট করুন।
ইনফরমেশন দেওয়ার পর আপনার তথ্যগুলো এরকম দেখতে হতে পারে।
এবার ডান দিকের নিচের কোনায় দেখুন MANAGE PAYMENT USERS নামে একটা অপশন আছে, এই অপশন ব্যাবহার করে যাদের নিজের নামে ব্যাংক একাউন্ট নেই তারা পরিবারের অন্য কারো ব্যাংক একাউন্টে যে নাম দেওয়া আছে সেটা ব্যাবহার করুন।
তবে আমি রেকমেন্ড কর সবাই নিজের নামে একটা ব্যাংক একাউন্ট খুলে নিন। সবথেকে ভাল হবে ডাচ-বাংলা ব্যাংক।
ব্যাস এইতো!!
কথা প্রায় শেষ,
এই সব কাজ কম্পলিট করার পর Admob এর হোমপেইজে গেলে এরকম একটা নোটিফিকেশন দেখবেন।
Thank You For Your Information,
it may take up to 24 hours to verify your information.
After Verification, we’ll enable your ad surving.
অর্থাৎ আপনার তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ,
আপনার তথ্য যাচাই বাচাই করতে সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগতে পারে। যাচাই সম্পন্ন হওয়ার পর আমরা আপনার এড দেখানো শুরু করব।
ব্যাস এবার অপেক্ষা পালা।
২৪ ঘন্টা লাগবে না।
আমার দুই কি তিন ঘন্টা পরেই এই ইমেল টা এসেছে।
এইতো শেষ,
যাদের কোথাও কোন স্টেপ বুঝতে অসুবিধা হয়েছে তারা আমার এই ভিডিও টা দেখে নিন।
ভাল লাগলে লাইক কমেন্ট আর Subscribe নিশ্চই করবেন।
ব্যাস আর কি??
$ ইনকাম করা শুরু করে দিন।
আজকে তাহলে এ পর্যন্তই??
আগামী পর্বে দেখাব কিভাবে Thunkable দিয়ে কোন প্রকার ডেভেলপমেন্ট Knowledge ছাড়াই নিজের একটা এপ বানাবেন এবং Apk Editor দিয়ে অন্য কারো সফটওয়্যার এ কিভাবে নিজের Ad Unit বসিয়ে সেটা থেকে আয় করবেন।
আপনারা যারা Admob নিয়ে আমার সাথে কাজ করতে চান, অথবা গ্রুপিং করে আয় করতে চান তাদের সাথে কমিউনিকেট করার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি My Telegram Group
আপনার যদি এডমব একাউন্ট না থাকে আর আপনি যদি এডমবে কাজ করতে ইচ্ছুক না হোন তাহলে এই গ্রুপে জয়েন করার দরকার নেই।
পরিশেষে বলে যাই,
আপনাদের এত এত সাড়া পেয়ে আমি অভিভূত,
সত্যিই খুব ভাল লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে,
অনেকদিন ধরেই ট্রিকবিডি ভিজিট করি, কিন্তু ট্রেইনার হয়েছি মাত্র কয়েকদিন হল।
সবাই আশির্বাদ করবেন যেন সারাজীবন
ট্রিকবিডির সাথে থাকতে পারি।
আর ভুল ক্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যদিও আমি তেমন একটা অভিজ্ঞ না কিন্তু
তবু আপনাদের জন্য একটা
Youtube Channel
খুলেছি।
দয়া করে Channel টা ঘুরে আসবেন।
ফেইসবুকে আমিঃ-Connect me on Facebook
আমার ব্লগঃ-Bapon’s World Blog
আমার চ্যানেলঃ-Bapon’s World Youtube Channel
ভালবাসা অবিরাম…… ?