Site icon Trickbd.com

Admob থেকে আয়!! (৪র্থ পর্ব- কিভাবে Thunkable দিয়ে Simple একটা Self Click App তৈরী করবেন )

Unnamed

আমরা আছি এডমব থেকে আয় করার ঠিক এক ধাপ পিছনে।

সব নিয়ম কানুন জানা শেষ,
এডমব একাউন্ট ক্রিয়েট করা শেষ!
এমনকি পেমেন্ট ইনফো সাবমিট করাও শেষ!
এখনো শুধু এপ বানানো আর ইনকাম করার পালা…

বন্ধুরা আমি বাপন,
চলে এলাম এডমবের আরেকটা টিউটোরিয়াল নিয়ে।

আজকে দেখাব কিভাবে একটা সিম্পল এপ ক্রিয়েট করবেন আর সেটা তে আপনার এডমব Ad Unit বসিয়ে সেটা থেকে $ ইনকাম করবেন।

Admob থেকে আয় করা নিয়ে এটা আমার চতুর্থ পোষ্ট!
আমার প্রথম তিনটি পোষ্ট হচ্ছে।

১)Admob থেকে আয়!! (১ম পর্ব- প্রারম্ভিক আলোচনা)

২)Admob থেকে আয়!! (২য় পর্ব-Admob Account এবং Ad Unit Create করার পদ্ধতি )

৩)Admob থেকে আয়!! (৩য় পর্ব-Admob একাউন্টে আপনার Payment Info Submit করার পদ্ধতি )

যারা আগে ওই পোষ্টগুলো পড়েন নি তাদের বলছি এই পোষ্ট পড়ার আগে আমার আগের তিনটা পোষ্ট পড়ে নিন।

শুরু করছি তৃতীয় পর্বের পর থেকে।
তৃতীয় পর্বে দেখিয়েছি কিভাবে আপনার এডমব একাউন্টের পেমেন্ট ইনফো সেট করবেন। এটা করার পরেই
আসে এপ ক্রিয়েট করার ধাপ,
আজকে সেটাই করে দেখাব।

এই টিউটোরিয়াল এর জন্য নিচের কয়েকটা জিনিস লাগবে।
একটু কষ্ট করে কালেক্ট করে নিন।

1) Puffin Browser
2) Interestitial Ad Unit
3) Few Common Sense

এগুলো আছে?? ??
তাহলে নিচে নামুন….. ?

আপনার Puffin Browser ওপেন করে Desktop. মোড চালু করুন।

এবার www.app.thunkable.com
এই লিংক টা ভিজিট করুন।
এখানে আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করতে হবে।
লগ ইন করার পর এরকম পেইজ দেখতে পাবেন।

কিন্তু এখানে আমার অনেকগুলো এপ ক্রিয়েট করা আছে এগুলো আপনার থাকবে না ।
সবার উপরে দেখুন App নামে একটা অপশন আছে।
সেটাতে ক্লিক করে Create new app এ ক্লিক করুন।
তারপর পর আপনার এপ এর জন্য ইচ্ছেমত একটা নাম দিন।

এখানে আমি ইচ্ছেমত একটা নাম দিলাম দিলাম।

বিঃদ্রঃ- এখানে স্ক্রিনে দেখানো নামটি আপনারা ব্যাবহার করবেন না, এতে করে আমাদের প্রতি গুগলের বিরুপ প্রতিক্রিয়া পরতে পারে।

এরপর ঠিক এরকম একটা ইন্টারফেইস পাবেন।

এবার উপরের মত করে এখানে একটা Button ড্রাগ করে আনুন।

এখন নিচের মত করে এক এক করে ৫টি Interestitial Ad. ড্রাগ করে এনে আপনার এপ এর উপরে ছেড়ে দিন।

এখানে Components এ দেখুন একটা Button আর ৫টা Interestitial Ad এসে গেছে।

এখন প্রত্যেক টা Ad এ click করে Test Mood এর ঠিক চিহ্ন টা তুলে নিন। আর সাথে সাথে আপনি যে Interestitial Ad Unit গুলো বানিয়েছিলেন আগের পর্বগুলো দেখে সেখান থেকে একটা Interestitial ad unit কপি করে এখানে এনে Paste করে দিন।

ব্যাস আমাদের ডিজাইন করার কাজ শেষ।
এখন ব্লক ঠিক করতে হবে। এজন্য উপর দিকে Designeerএর পাশে দেখুন Blocks নামে একটা অপশন আছে।

সেখানে গিয়ে Button1. এ ক্লিক করুন।
When Button 1 click do, এই ব্লক টা ড্রাগ করে
মাঝখানে আনুন ।
এবার একে একে Interestitialএ ক্লিক করে বেগুনী রঙা ব্লক গুলা (যাতে লিখা আছে call Interestitial Ad unit) এনে Button 1 এর ভিতরে দিয়ে দিন।

এভাবে একে একে ৫টা এড ইউনিট এনে Button 1. এর ভিতরে দিন।
তারপর ব্লকগুলো ঠিক এরকম হবে দেখতে।

ব্যাস কাজ এপর্যন্তই।

এবারে উপর থেকে Export ক্লিক করে save. apk to my computer সিলেক্ট করুন।

নিচের মত করে App Exportation শুরু হবে।

Export শেষ। স্টোরেজ সিলেক্ট করে এপ টা ডাউনলোড করে Install করি নিন।

বিঃদ্রঃ সেল্ফ ক্লিক গুগল দ্বারা সমর্থিত নয়। ঠিক মত VPN ব্যাবহার করতে নাপারলে অথবা আপনার অদক্ষতা কিংবা অসতর্কতার ফলে আপনার Admob Account টি যেকোন সময় ডিজেবল হয়ে যেতে পারে।

এবার VPN কানেক্ট করে এপ টা রান করুন।

ব্যাস তৈরী হয়ে গেল আপনার এত সাধের Self Click App,

এইতো শেষ,

যাদের কোথাও কোন স্টেপ বুঝতে অসুবিধা হয়েছে তারা আমার এই ভিডিও টা দেখে নিন।

ভাল লাগলে লাইক কমেন্ট আর Subscribe নিশ্চই করবেন।

বিঃদ্রঃ-এই এপ অবশ্যই VPN কানেক্ট করে ওপেন করতে হবে। সঠিকভাবে ভিপিএন কানেক্ট করা নিয়ে আমার একটা পোষ্ট আছে সেটা Hacking Tutorial ক্যাটাগরি তে দেখে নিন। এই এপ এ আমি শুধু ৫ টা Interestitial Ad ব্যাবহার করেছি। আপনারা ৪০-৫০ টা করবেন।

আপনারা যারা Admob নিয়ে আমার সাথে কাজ করতে চান, অথবা গ্রুপিং করে আয় করতে চান তাদের সাথে কমিউনিকেট করার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি।
My Telegram Group
আপনার যদি এডমব একাউন্ট না থাকে আর আপনি যদি এডমবে কাজ করতে ইচ্ছুক না হোন তাহলে এই গ্রুপে জয়েন করার দরকার নেই।

পরিশেষে বলে যাই,
অনেকদিন ধরেই ট্রিকবিডি ভিজিট করি, কিন্তু ট্রেইনার হয়েছি মাত্র কয়েকদিন হল।
সবাই আশির্বাদ করবেন যেন সারাজীবন
ট্রিকবিডির সাথে থাকতে পারি।
আর ভুল ক্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যদিও আমি তেমন একটা অভিজ্ঞ না কিন্তু
তবু আপনাদের জন্য একটা
Youtube Channel
খুলেছি।
দয়া করে Channel টা ঘুরে আসবেন।

ফেইসবুকে আমিঃ-Connect me on Facebook

আমার ব্লগঃ-Bapon’s World Blog

আমার চ্যানেলঃ-Bapon’s World Youtube Channel

ভালবাসা অবিরাম…… ?

Exit mobile version