Site icon Trickbd.com

[All in one] দেখে নিন Advcash to bkash/rocket transfer, Kolotibablo এর সব সমস্যার সমাধান, Kolotibablo Support এবং আয় ৩ গুন করার official(from kolotibab) ট্রিক!

Unnamed

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালই আছেন।

তো Kolotibablo থেকে অনেকে ডলার ইনকাম করে উইথড্র নিচ্ছেন প্রতিদিনই। কিন্তু সবারই কিছু কমন জিজ্ঞাসা থাকে এবং অনেকে তা আমাকে ফেসবুকে নক করে বলেছেন এবং বলছেন। তো আজকের পোস্টে এমনই কিছু প্রশ্ন/সমস্যা নিয়ে কথা বলব এবং এর উত্তর/সমাধান দিব। তো চলুন শুরু করা যাক!

আর যারা এখনো ইনকাম করতে পারেন নি তারা চট করে নিচের পোস্ট গুলো দেখে নিন এবং ইনকাম শুরু করুনঃ

[Kolotibablo – updated] বেচেলররা পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে ইনকাম করুন ৮-১০ হাজার টাকা আর নিজের খরচভার নিজেই নিন!
2nd part: পিন সেটাপ এবং অর্জিত ডলার উত্তোলন
3rd part: কোনো প্রকার ফি ছাড়াই ডলার লেনদেন করুন

তো প্রথম প্রশ্নঃ সচরাচর অনেকে জিজ্ঞেস করেছেন যে, ভাই কিভাবে advcash থেকে বা coinbase থেকে আমাদের অর্জিত ডলার বিকাশ/রকেটে নিব জলদি বলেন!!

[যারা coinbase এ ডলার নিয়েছে তারা এই অংশ স্কিপ করে নিচে(coinbase to bkash/rocket) যান]
উত্তর: এটা জেনে খুশি হবেন যে Advcash এর ভেতরেই এক্সচেঞ্জ করে আপনি সেই ডলার আপনার কয়েনবেজে নিয়ে নিতে পারবেন। আর এটি করতে আপনাদের নিচের স্ক্রিনশট ফলো করতে হবে।

তারপর সাধারণভাবে কিছু ইন্সট্রাকশন দিবে ওইগুলা ফলো করলেই আপনার ডলার কয়েনবেজে চলে আসবে(সামান্য ফি কাটবে)।

ট্রাস্টেড Coinbase to bkash/rocket এর জন্য আমরা প্রথমে এখানে যাব এবং একটা একাউন্ট করে ফেলব। সাইটটিতে সর্বনিম্ন ৫ ডলার লেনদেন করতে পারবেন এবং এদের সাপোর্ট খুব ভাল এবং দ্রুত। চাইলে এডমিনের সাথে Whatsapp এর মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন।

তো এরই সাথে গেল আমাদের টাকা হাতে পাওয়ার প্রসেস!


তো এখন দেখে নেওয়া যাক আমাদের কিছু সাধারণ সমস্যা ও তার সমাধানঃ

সমস্যাঃ অনেকবার সঠিক রিক্যাপচা দিলেও ভুল দেখায়
সমস্যাঃ ক্যাপচা আসে না!

সমস্যাঃ ক্যাপচা অনেক স্লো আসছে!

সমাধান#১ঃ সাধারণত vpn ব্যবহার করে Singapore সার্ভারে কানেক্ট করলেই এই তিনটি সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তাও যদি না হয় তাহলে নিচের স্টেপ ফলো করবেন।
– Bot এর ডেটা ক্লিয়ার করুন
– ভিপিএন কানেক্ট করুন
– Bot এ ঢুকে লগিন করে google auth এ গিয়ে জিমেইলে লগিন করুন এবং settings > Captcha types to get এ গিয়ে smart captcha only সিলেক্ট করে নিন।

তারপরেও কাজ না হলে আরেকটি স্টেপ করবেন:
– ফোন রিস্টার্ট করুন এবং কাজ শুরু করুন।

সমস্যাঃ সঠিক পাসওয়ার্ড দিলেও বোটে লগিন করা যাচ্ছে না!

সমাধান#২ঃ এইটা সাধারণত ক্যাপচা ভূল করলে হয়। দেখবেন যখন পাসওয়ার্ড ভুল বলে নতুন একটি পেজে নিয়ে আসছে যেখানে আপনার username দেখা যাচ্ছে এবং password এর জায়গায় ডট দেখা যাচ্ছে তখন আবার sign in ক্লিক করে সঠিক ক্যাপচা পূরণ করলেই sign in হয়ে যাবে।

সমস্যাঃ পেমেন্ট রিকুয়েস্ট করার কয়েকঘন্টা পরেও পেমেন্ট পাচ্ছি না!

সমাধান#৩ঃ যে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে উইথড্র করবেন ওইটার পাশে দেখেবন কত সময়ের মধ্যে পেমেন্ট করার কথা লিখা আছে এবং finance > history তে গেলে দেখতে পারবেন আপনিপেমেন্ট লাইনে কত নাম্বারে আছেন। আর পেন্ডিংয়ে থাকাকালীন চাইলে পেমেন্ট Cancel করে পুনরায় অন্য পেমেন্ট সিস্টেমে উইথড্র করতে পারবেন।

সমস্যাঃ কয়েনবেজের ltc এড্রেস দিয়ে উইথড্র দিলে bed request দেখাচ্ছে!

সমাধান#৪ঃ এটি সচরাচর সবার ক্ষেত্রে হচ্ছে। এর জন্য আপনার আগের একটি এড্রেস ব্যবহার করুন যেটি দিয়ে অন্তত একবার আপনার একাউন্টে ডলার রিসিভ করেছে। আর সেটি না থাকলে eth/advcash এ উইথড্র করে নিতে পারে।

সমস্যাঃ রিক্যাপচা পূরণ করার পরেও ভিউ কাউন্ট হচ্ছে না!

সমাধান#৫ঃ সাধারনত সাথে সাথে আপনার রিক্যাপচা কাউন্ট হয়না, মডারেশনের জন্য কিছু সময় পর পর কাউন্ট হয়। এতে ঘাবড়াবেন না, আপনি যতগুলো পূরণ করেছে সবগুলো কাউন্ট হবে এবং সেগুলো ডলার আপনার একাউন্টে জমা হবে।

আর সর্বশেষ একটি সমস্যা ও তার সমাধানঃ
নিচের স্কিন শুটের মত আসলে ৫ সেকেন্ড অপেক্ষা করবেন, ক্যাপচা না আসলে skip অরে দিবেন।

এই উল্লেখ্য সমস্যা গুলো ছাড়াও আরও নানান সমস্যা প্রতিদিনই লঞ্চ হচ্ছে(?)। তো এর জন্য আপনাদের কথা ভেবে একটি Telegram Group ওপেন করেছি যেখানে আমরা সবাই(including me also) kolotibablo এর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব, কিভাবে আরো বেশি আয় করা যায় তা নিয়ে আলোচনা করব এছাড়া আড্ডা-টাড্ডা দিব আরকি! তো দেরি না করে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম গ্রুপে!

Kolotobablo Support(Q&A)

আর যারা পিসি দিয়ে কাজ করেন তাদের ইনকাম ৩ গুন করতে নিচের Kolotibablo এর অফিসিয়াল ভিডিও!

কোনো সমস্যা হলে নির্দ্বিধায় প্রশ্ন করবেন এবং

সর্বদা ট্রিকবিডির সাথে থাকবেন।