Site icon Trickbd.com

Legerweb এ যারা সার্ভে পাচ্ছেন না তারা দেখুন কিভাবে সার্ভে পাবেন। সেইসাথে থাকছে Legerweb সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান।

আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা।

আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে কিভাবে Legerweb থেকে সার্ভে করে ইনকাম করা যায়। কিন্তু এই পোস্ট দেওয়ার পরে অনেকে আমাকে বলেছেন যে তারা নাকি সার্ভে পাচ্ছেন না। তো চলুন দেখা যাক যে যারা সার্ভে পাচ্ছেন না তারা কিভাবে সার্ভে পাবেন। সেই সাথে  আসলেই সার্ভে আসে কিনা কিংবা আমি মিথ্যা বলছি কিনা সেটার প্রুফ দিবো এই পোস্ট এ।

যারা আগের পোস্টটি পরেন নি তারা নিচে থেকে পোস্টটি পড়ে নিতে পারেন।

আমরা যারা সাইটটিতে একাউন্ট খুলেছি তারা সবাই জানি যে সাইটটিতে একাউন্ট খোলার সাথে সাথে ৬ টি সার্ভে দেয় যেই সার্ভে ৬ টি পুরন করলে ৩$ পাওয়া যায়। যারা এই ৬ টি সার্ভে পুরন করেন নি তাদের অবশ্যই এই ৬ টি সার্ভে পুরন করতে হবে। কারন আপনি এই সার্ভেগুলোতে যেসকল তথ্য দিবেন তার উপর নির্ভর করে তারা আপনাকে সার্ভে দিবে। এখন যারা এই সার্ভেগুলো পুরণ করছেন তারা তো করছেনই তারা তো করছেনই আর যারা এখনো সার্ভেগুলো কমপ্লিট করেননি তারা সার্ভেগুলো কমপ্লিট করারা সময় কিছু কথা মাথায় রাখবেন। যেমন

এখন যারা এই ৬ টি সার্ভে কমপ্লিট করছেন কিন্তু তারপর আর সার্ভে পাচ্ছেন না তারা নিচের কাজগুলো করুন

প্রথমে আপনার একাউন্টে লগিন করে মেনু বার থেকে Profile এ যাবেন সেখান থেকে Update Profile Information এ ক্লিক করলে নিচের মতো দেখতে পারবেন।

এখানে I want to answer online survey এবং I want to take part in focus group এই দুইটা অপশন এর পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং তারপরে Update Profile এ ক্লিক করবেন। ব্যাস তাহলেই আশা করা যায় এরপর থেকে আপনি রেগুলার সার্ভে পাবেন।

এবার আসি অনেকে যারা বলছিলেন আমি মিথ্যা বলছি তারা নিচের স্কিনশটটা দেখুন আমি এই পর্যন্ত ৫১ টা সার্ভে কমপ্লিট করছি

গত পর্বের স্কিনশট এ আপনারা দেখেছেন Legerweb সার্ভে প্রতি ১$ থেকে ২$ ২.৫$ ৩$ পর্যন্তই দেই এবং সেসময়ে আমার ইনকাম হয়ছিলো ২০$ আর এখন ৫১ টা সার্ভেতে কত ইনকাম হয় সেটা আপনারা নিজেই হিসেব করে নিন এবং এটা কোনোরকম রেফারেল কমিশন ছারায় আমার এই কয়দিনের ইনকাম। তাই যারা বলছিলেন এটা ফেক তাদেরকে বলি এখান থেকে ইনকাম করা যায় কিনা তার সমস্ত প্রুফ আমি দিয়েছি তারপরেও যদি আপনি কাজ করতে না পারেন তাহলে সেটা আপনার ব্যার্থতা এখানে আমার কিছু করার নেয়।

এছারাও আমাকে বিভিন্নজন আরো কিছু প্রশ্ন করেছিলেন তার উত্তর ও আমি নিচে দিয়ে দিচ্ছি…..

সার্ভে কি?

সার্ভে হচ্ছে একটা অনলাইন জরিপ যার মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পন্য বা সার্ভিস সম্নধে সাধারন জনগনের মতামত নিয়ে থাকে। যারে করে তারা সে অনুযায়ী তাদের পন্যের উন্নয়ন করতে পারে। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন তাদের রিসার্স এর জন্য সার্ভের আয়োজন করে থাকে।

বাংলাদেশ থেকে সার্ভে এর কাজ করতে পারবো কি?

অধিকাংশ সার্ভে সাইটেই আপনি বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন না। কারন সমস্ত সার্ভেই USA, Canada এর সিটিজেন এর জন্য হয়। তাই সেসকল সার্ভেতে বাংলাদেশিরা কাজ করতে পারবেনা। তবে Legerweb এর আপনি USA, Canada অনুযায়ী প্রোফাইল কম্পলিট করলে বাংলাদেশ থেকেই কাজ করতে পারবেন।

কিছু কিছু সার্ভে কম্পলিট করতে পারছিনা কি করব?

সার্ভে কম্পলিট করার সময় আপনার নিজেকে একজন কানাডিয়ান হিসেবে মতামত দিতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কানাডিয়ান হলে কি কি করতেন। সেই সাথে কিছু টেকনিক খাটাতে হবে, যেমন একটা কার রিলেটেড সার্ভেতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার কার আছে কিনা। এবং আপনার উত্তর যদি না হয় তাহলে আপনি আর সেই সার্ভে পুরন করতে পারবেন না কারন যার গাড়িই নেই সে গাড়ি সসম্পর্কে আর কি মতামত দিবে তাই অবশ্যই বুঝেশুনে রিপ্লাই দিবেন। তেমনি সিগারেট বা বিয়ার রিলেটেড কোন সার্ভেতে আপনি এগুলো খান কিনা জিজ্ঞেস করলে আপনার উত্তর সে অনুযায়ীই দিতে হবে। আর অবশ্যই প্রতিটি সার্ভের উত্তর যেন আপনার প্রোফাইল এ দেওয়া তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং যেসকল সার্ভেতে দেখাবে কম্পিউটার ছাড়া পূরন করা যাবেনা সেগুলো যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে পুরণ করবেন যাদের নেয় তারা মোবাইল এ পাফিন ব্রাউজার এর ডেস্কটপ মোড অন করে করতে পারেন.

সার্ভে ইনকাম এর ব্যাপারে এ সতর্কতা:

সার্ভে সাইটে ইনকাম এর ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে
  • নিজেই নিজেকে রেফার করা যাবেনা।
  • একই ডিভাইস দিয়ে দুইটা একাউন্ট খোলা যাবেনা
  • কোনরকম চালাকি করার চেষ্টা করা যাবেনা
এইগুলা করলে Legerweb সার্ভে দেওয়া বন্ধ করে দিবে এমনকি ব্যান ও করে দিতে পারে।
আর যদিও বাংলাদেশ থেকে কাজ করলে কোন সমস্যা নেই তারপরও ভিপিএন এ কানাডা সার্ভার সিলেক্ট করে কাজ করলে বেটার হয়। ভিপিএন এর জন্য Windscribe ভিপিএন টা ব্যবহার করতে পারেন।