এটা অন্যান্য অ্যাপের মত গুগল প্লেস্টোরে অ্যাপ পাবলিশ করবে সেটা ডাউনলোড করে নরমাল অ্যাপের মত করে ব্যবহার করবেন। এই প্লাটফর্মের কয়েনের নাম হবে XAP.লাইক কে কনভার্ট করে এই XAP আপনাকে দেয়া হবে। রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন একটু ভিন্ন হবে স্টিমিট থেকে। স্টিমিট নিজেদের জন্য কোন % রাখেনা কিন্তু Appics একটা অংশ রাখবে। ৬৫% পাবে কন্টেন্ট ক্রিয়েটর, ২৫% পাবে কিউরেটর (যারা টিউন এ লাইক দিবে), আর ১০% পাবে কোম্পানি নিজে। ডিস্ট্রিবিউশন টা utopian, esteem, dmania এর মত হলেও এই প্লাটফরমে ইনকাম করা স্টিমিট অপেক্ষা অনেক সহজ ব্যাপার হবে। Appicsপ্লাটফর্মটা ইন্সটাগ্রামের মত হলেই খানিকটা পরিবর্তন থাকবে সেটা হল ইন্সটাগ্রামে কোন বিষয়আলাদা ভাবে নির্দিষ্ট করা নেই যে এইখানে এই ধরনের ছবি আপলোড করতে পারবেন ওখানে ঐ ধরনের। কিন্তু Appics এ সেটার ব্যাবস্থা করা হয়েছে। সবার মন মানসিকতা এক না তাই যার যার রুচি অনুযায়ী বিষয় নিয়ে টিউন করতে এবং নিজের ওয়ালেও সেই ধরনের টিউন দেখতে পারবেন। বিষয়গুলর মধ্যে আছে ফ্যাশন, লাইফস্টাইল, কমেডি, ট্রাভেল, ফিটনেস, খাদ্য, চিত্রাঙ্কন সহ পনেরো টা বিষয়। বিশেষ করে যারা চিত্রাঙ্কন করতে অভ্যাস্ত তাদের জন্য এই প্লাটফর্মটা সুবর্ণ সু্যোগ হবে। Appics এ প্রধান বিষয়টা হল এখানে ফটোগ্রাফিতে যারা পারদর্শী তাদের জন্য আরো ভালো হবে। স্টিমিটের মত এখানে লম্বা লম্বা ব্লগ ছাড়তে হবে না, ক্যামেরার কিছু জাদুই ইনকামের সহজ রাস্তা করে দিবে। আশা করি যারা ইন্সটাগ্রাম ব্যবহার করেন তাদের আর এত কষ্ট করে তোলা ফটোগুলো আর বিনা পয়সায় কেউ দেখবে না। Appics আপনাকে সেই ব্যবস্থা করে দিবে।
অনেক বক বক করালাম যখন আসবে তখনই না হয় দেখা যাবে কি হয় না হয়। তাই না?
আসলে তানা এখানে বক বক করার কারনটা অবশ্যই আছে। এটার ICO মাত্রই শেষ হয়েছে। যারা এয়ারড্রপ নিয়ে কাজ করে কি তারা ভালো বুঝতে পারবে। যারা পাওয়ার এর ক্ষমতা দেখাবে তারা আগেই অনেক অনেক XAPকয়েন কিনে নিয়েছে এই আইসিও চলাকালীন সময়। কারন আইসিও চলাকালিন সময় কয়েনের দাম কম থাকে। যার জন্যই Freedom দের মত অ্যাকাউন্টে এত স্টিম পাওয়ার রয়েছে। এটার আইসিও শেষ হলেও বান্টি প্রোগ্রামটা এখনও চালু আছে তাই বিনা পয়সায় আমরাও কিছু XAP নিতে পারি আমাদের ডেইলি অ্যাক্টিভিটির দ্বারা। সেটা হল Appicsএর প্রমোশনালমুলক কাজ করে। আইসিও শেষ হলে তারা স্টিম ব্লকচেইন ডেভেলপমেন্টের কাজ করছে সেটা শেষ হলেই আমরা Appics ইউজ করতে পারব। আইসিও তে যারা প্রিসেল(কয়েন কেনার প্রথম ধাপ, এই ধাপে যেকোন কয়েনের দাম সবচেয়ে কম থাকে। ) এ XAP কিনেছে তাদের জন্য একটি ভার্সন ও উন্মুক্ত হয়েছে। যারা প্রিসেলে একয়েন কিনেছে তারা এখন এটা ব্যবহার করছে। আমার কিছু ইনবভেষ্ট। এখন আসি কিভাবে ডেইলি অ্যাক্টিভিটি দিয়ে কিছু XAP নিতে পারি। প্রথমে https://xap.appics.com এখানে যাই। যেহেতউ আইসিও শেষ তাই এখন শুধু Bunty program ই সেই উপায় কিছু XAP লুফে নেয়ার। তাই প্রথমে Bunty program এ ক্লিক করবেন আপনাকে তাদের আইসিও পেজ এ নিয়া যাবে। তারপর আপনার মেইল দিবেন তারপর আপনার ইচ্ছা মত পাসওয়ার্ড দিবেন একটু কঠিন হলে ভালো হবে সিকিউরিটির জন্য। তারপর আপনার কাজ হবে ওয়ালেট ঠিক করা যেখানে আপনার আর্ন করা XAP দেয়া হবে। যেহেতু এটা আইসিও শেষ মাত্র তাই এটা Token হিসেবেই ট্রান্সফার করা যাবে যখন অ্যাপ আসবে তখন কয়েন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর Token স্টোর করে রাখার অনেক গুলোর মধ্যে Myetherwallet সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। Myetherwallet কেম্নে কি সেটা দেখার জন্যMyetherwalletvideo ভিডিওটাকাজে দিবে। ওখানে ওয়ালেট হলে আপনি আইসিও পেইজের Invest এ ক্লিক করবেন নিচের মত। আপনার ওয়ালেট এড্রেস সেভ করে দিবেন। এরপর আপনার কাজ হল Bounty তে ক্লিক করে ফেসবুক, টুউটার এবং স্টিমিট অ্যাকাউন্ট এর সাথে কানেক্ট করে দেয়া। কানেক্ট করার কারন হল এরপর থেকে আপনি যা করবেন Appics এর জন্য সবকিছু তারা দেখে আপনাক আপনার কাজ অনুযায়ী স্ট্যাক্স দিবে যেটা অ্যাপ আসলে আপনার অ্যাকাউন্টএ নিতে পারবেন। ফেসবুকের প্রতিটিউনে লাইকের জন্য আপনাকে তিন স্ট্যাক্স দেয়া হবে। টুউটারের টা ছিলো কিন্তু কিছূ দিন আগে নীতিমালা পরিবর্তন হয়ায় এখন সেটা বন্ধ আছে। তবে অনেক রাস্তাই খোলা আছে। ফেসবুকে টিউন বা ইউটিউবে ভিডিও দিয়ে আপনি এই স্ট্যাক্স জমাতে পারবেন। steemit এ টিউন দিয়ে জমা করতে পারবেন। তাছাড়া Appics এর যে কোন প্রমোশ্ নাল কাজ করে stakes নিতে পারবেন। আর হ্যা সামনে March মাসেই এই stakes বদলে আপনাক Xap কারন March মাসেই Appics Public ভাবে তাদের অ্যাপ চালু করবে তাই সুযোগ এখনি যা করার। বিটকয়েনটক, রেডিট, মিডিয়াম এ Appics এর প্রমোশনালমুলক টিউন দিয়ে স্ট্যাক্স জমাতে পারবেন। শুধু লাইক বাদে সকল কাজের রেকর্ড হিসেবে লিংক হিসেবে তাদের দিতে হবে আইসিও পেইজের Bounty তেই claim এ আপনার কাজের বিবরন দিয়ে সাবমিট দিলে তারা রিভিও করে স্ট্যাক্স দিয়ে দিবে। অ্যাপ আসতে আসতে যত জমা করতে পারেন আপনার তত লাভ। কেননা এটাই আপনার পরবর্তিতে Appics power হবে, যার পাওয়ার যত বেশি হবে তার তত ভালো হবে। অ্যাপটা আসতে হয়ত আর তিন মাস সময় লাগবে এর মধ্যে আপনার সুযোগটা কাজে লাগিয়ে আপনার পাওয়ার বাড়িয়ে নিন। এই কয়েকদিনে আমিও কিছু জমা করেছি। আর হ্যা @appics এটা তাদের অফিসিয়াল স্টিমিট অ্যাকাউন্ট। সবধরনের আপডেট সবার আগে ওখানেই পাবেন। এরপর ও যদি কারও কোন সমস্যা হয় আমরা বাঙ্গালীদের জন্য একটি telegram group খুলেছি কারো সমস্যা হলে আমাদের গ্রুপে বলতে পারবেন। আমাদের গ্রুপের লিংকঃ Telegramgroup
## পোস্টটি সম্পূর্ণ আমার বন্ধুর লেখা৷ এটি টেকটিউন্সেও করা হয়েছে৷ তাই দয়া কেউ কপি ক্লেইম করবেন না৷