Site icon Trickbd.com

[yoonla][cpa merketing]আপনি কি অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক,বার বার কাজ করেও টাকা হাতে পাচ্ছেন না,ইনভেস্ট করেও লস হচ্ছে ।তাহইলে দেখুন পোস্টি শিখুন CPA ,আয় করুন আনলিমিটেড।

আসসালামু আলাইকুম,

কেমন আছেন টেক প্রেমি বন্ধুরা?

আশা করছি ভালই আছেন,

আর ভাল না থাকলেও পোস্ট টা পড়ার পরে ভাল হয়ে যাবেন ইনশাআল্লাহ।

আমার মনেহয় ট্রিকবিডির যত ভিজিটর  আছেন সবাই কোন না কোন ভাবে অনলাইনে ইনকামের চেস্টা করেছেন বা এখনো করতেছেন।

তারমাঝে অনেকেই সফল হয়েছেন আবার অনেকেই আসফল কেউবা আবার ভুল পথে করেছেন ইনভেস্ট এবং হাড়িয়েছেন পকেটের টাকা।

তাই আপনাদের কথা ভেবেই আমার আজকের এই পোস্ট।

হ্যা আজ আমি আপনাদের আপনাদের এমন একটা পথ দেখাব যেই পথে আমি সফল হয়েছি,আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ।

পোস্ট এর প্রথমেই বলে নিচ্ছি এইটা একটা ইনভেস্ট সাইট,এখান থেকে আয় করতে হলে আপনাকে খরচ করতে হবে ৭৭ ডলার যা বাংলাদেশী টাকায় ৬৪৬৮ টাকা প্রায়।

তো আর কথা না বাড়িয়ে মূল পোস্টে আসি,

আপনারা নিশ্চয় সিপিয়ে মার্কেটিং এর কথা শুনেছেন,

অনেকে ভাবে এইটা অনেক কঠিন কাজ,কিন্তু না এইটা খুভই সহজ কাজ এবং অনলাইনে আয়ের একটা সেরা পথ।

আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সিপিয়ে মার্কেটিং এর একটা সেরা সাইট YOONLA এর সাথে এখান থেকে আপনি অনায়াসেই প্রতিদিন অনেক ডলার ইনকাম করতে পারবেন।

Yoonla- একটি এফিলিয়েট নেটওয়ার্ক। যেখানে মার্কেটাররা তাদের প্রোডাক্ট এর মার্কেটিং করে সেল করলে ,সেই সেলিং এর উপরে কমিশন দিয়ে থাকে। আর এটাই হলো একজন এফিলিয়েট মার্কেটারের আর্নিং।

যদি আরো সহজ ভাবে বলি তাহলে , আপনারা মোটামোটি সবাই আমাজন এফিলিয়েট নেটওয়ার্ক বিষয়ে পরিচিত। আমাজন বিশ্বের সব থেকে বড়ো এফিলিয়েট নেটওয়ার্ক। বিশ্বের লক্ষ লক্ষ প্রোডাক্ট এর এফিলিয়েশন করা হয় আমাজনে। বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের অ্যাড দিয়ে থাকে এই আমাজন নেটওয়ার্কে। সেখান থেকে মার্কেটাররা তাদের পছন্দমতো কোনো পণ্য সিলেক্ট করে, সেটার মার্কেটিং করে থাকে। আমাজন ২ ভাবে মার্কেটারদের কমিশন পেমেন্ট দিয়ে থাকে।

১- নির্দিষ্ট পণ্যটি কতজন কাস্টমার/ভিজিটর ভিজিট/ক্লিক করলো তার উপরে, যেটাকে বলা হয় পে পার ক্লিক কমিশন।

২- সেই পণ্যটি কতজন কাস্টমার/ভিজিটর কিনলো তার উপরে কমিশন , যেটাকে বলা হয় পে পার সেল কমিশন। তারমানে কি দাঁড়ালো, এখানে একটি কোম্পানির কোনো পণ্য নিয়ে মার্কেটার মার্কেটিং করে আর্ন করতেছে। কিন্তু এই কোম্পনি এবং মার্কেটারের যোগসূত্র হিসাবে কাজ করতেছে আমাজন নেটওয়ার্ক। প্রোডাক্ট সিলেক্ট,পেমেন্ট প্রসেস,একাউন্ট মেইনটেইন সবকিছু করে আমাজন এফিলিয়েট নেটওয়ার্ক। বলা যায় আমাজন এখানে ৩য় পার্টি হিসাবে কাজ করতেছে।

এই রকম আমাজানের মতো অনেক ছোট-মাজারি-বড় এফিলিয়েট নেটওয়ার্ক আছে। এই সব নেটওয়ার্ক বিষয়ে আমরা জানি না। কারণ হলো আমাজন বিশ্বের প্রায় সব প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার সুযোগ দিয়েছে। কিন্তু অন্য নেটওয়ার্ক গুলা নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে।

তাদের মধ্যে Yoonla একটি। এই Yoonla নির্দিষ্ট প্রোডাক্ট হলো ২টি।

১- গেটরেসপন্স (অটোরেস্পনডার)

২- ডোমেইন ও হোস্টিং।

এই সব প্রোডাক্ট একজন মার্কেটার যত বেশি প্রচার করতে পারবে এবং যত বেশি সেল করতে পারবে , সেই মার্কেটার এর ইনকাম টোটো হবে। প্রতিটা প্রোডাক্টের জন্য নির্দিষ্ট কাস্টমার/ট্রাফিক থাকে। Yoonla এর প্রোডাক্ট এর টার্গেটেড কাস্টমার/ট্রাফিক হলো , যারা অনলাইন সেক্টরে আর্ন করতে চায়, যারা এফিলিয়েট/ সিপিএ মার্কেটিং করতে চায়। কারণ এফিলিয়েট/সিপিএ মার্কেটিং এর জন্য অবশ্যই গেটরেসপন্স লাগে ইমেইল মার্কেটিং এর জন্য এবং ডোমেইন+হোস্টিং লাগে ল্যান্ডিং পেজ এর জন্য।

তাই Yoonla টার্গেট হলো ট্রাফিক এই সব প্রোডাক্ট কিনবে এবং Yoonla এফিলিয়েট মার্কেটিং করে ভালো ইনকাম করবে। আপনি যতদিন মার্কেটিং করবেন , ততদিন ট্রাফিক পাবেন এবং সাথে ইনকাম ও পাবেন।

Yoonla – ২ ভাবে কমিশন দেয়।

১- যদি ট্রাফিক প্রোডাক্ট বিষয়ে জানার জন্য ফ্রি সাইন – আপ করে তাহলে পার সাইন – আপ এর জন্য ৪$ কমিশন দেয়।

২- তারপর যদি সেই প্রোডাক্ট কিনে তাহলে পার সেল এর জন্য ৪০$ এবং ৩৫$ টোটাল ৭৫$ কমিশন দেয়।

Yoonla – বর্তমানে 6 টি দেশের জন্য ফ্রি সাইন-আপ কমিশন দিয়ে থাকে।

এবং বিশ্বের সব দেশের জন্য Product সেলের কমিশন দিয়ে থাকে।

তারমানে এই 6 টি দেশের ট্রাফিক ফ্রি সাইন -আপ করলে আপনি ৪$ করে কমিশন পাবেন।

এবং বিশ্বের যেকোনো দেশের ট্রাফিক প্রোডাক্ট কিনলে আপনি ৪০$ এবং ৩৫$ কমিশন পাবেন।

এতক্ষনতো  YOONLA  সম্পর্কে জানলেন এবার আসি কাজে 

YOONLA তে কাজ করার জন্য প্রথমেই আপনাকে YOONLA তে একাউন্ট করতে হবে

এর জন্য আপনি যেকোন মার্কেটার এর লিংক ব্যবহার করতে পারেন ,(সেক্ষেত্রে আপনি সেই মার্কেটারের কাছ থেকে সব সময় হ্যাল্প পেতে পারেন। আমার লিংক ও নিতে পারেন যদি আপনি চান)

একাউন্ট খোলা খুভই ইজি তাই এইটা নিয়া আর কিছু লিখতেছিনা,

একাউন্ট খোলা শেষ হলেই আসল কাজ এখানে আপনাকে তাদের গেট্রেস্পন্স , হোস্টিং  এবং ডোমেইন কিনতে হবে।

তার জন্য আপনার পেপাল একাউন্ট লাগবে।

তবে চিন্তার কোন কারণ নাই সেই ক্ষেত্রে আপনি যেকারো পেপাল ব্যবহার করতে পারেন।

আর সবথেকে ভাল ব্যপার হল আপনাকে একাউন্ট খোলা নিয়ে বা  এইগুলা কিনা নিয়ে কোন চিন্তা করতে হবে না ।

কারন বাংলাদেশের সকল মার্কেটার রাই তাদের ডাওনলাইনকে দায়িত্ত্ব নিয়ে এইসব কাজ করে দেন এবং সম্পুর্ন কাজ বিনামুল্যে শিখিয়ে দেন,

তাও আমি কাজটা আপনাদের একবার বলতেছি যাতেকরে আপনারা বুঝতে পারেন কাজটা সহজ না কঠিন।

সিপিয়ে মার্কেটিং এর জন্য সবচেয়ে সহজ  যায়গা হচ্ছে ফেইসবুক তাই আমি আপনাদের ফেইসবুকে মার্কেটিং করার জন্য সাজেস্ট করব এবং এই প্রসেসটাই বলব।

এই কাজের জন্য আপনাদের কিছু ফেইক ফেইসবুক আইডি লাগবে  United state, Australia, Canada, United Kingdom, Ireland & New Zealand এই দেশ গুলোর নাম এবং লোকেশন দিয়ে এবং আইডি গুলো real look এর হতে হবে তবে আইডি নাহইলেও চলবে আপনার আসল আইডি দিয়েও কাজ করতে পারবেন তবে লিড একটু কম পাবেন এই আরকি,

তো আইডি এর ব্যপার গেল এবার আসি কাজ কিভাবে করবেন ,

প্রথমেই আপনাকে বিভিন্য অনলাইন জব রিলেটেড গ্রুপে জয়েন করতে হবে (সেখান থেকেই আপনার লিড আসবে )

এবার অইসব গ্রুপে আপনাকে Yoonla  সম্পর্কে পোস্ট করতে হবে ,(পোস্ট গুলা আপনাকে প্রথমে আপনাকে আপনার আপলাইন দিবে পরবর্তি তে আপনি নিজেই শিখে যাবেন কেমন পোস্ট করতে হবে)

এবার এইসব পোস্ট দেখে অনেকে আপনাকে ইনবক্স করবে আবার অনেকে কমেন্ট করবে,

এবার আপনাকে তাদের সাথে আপনাকে কনভার্ছেসন করতে হবে তাদেরকে  Yoonla সম্পর্কে বোঝাতে হবে আর তাদের মধ্যে United state, Australia, Canada, United Kingdom, Ireland & New Zealand  এর কেও যদি আপনার লিংকে সাইন আপ করে তাহইলে সাথেসাথে আপনার একাউন্টে ৪ডলার যোগ হয়ে যাবে, আর যেকোন দেশের কেউ যদি আপনার মত ইনকাম করার জন্য ৭৭ ডলার দিয়ে গেটরেস্পন্স ডোমেইন হোস্টিং কিনে তাহইলে সাথে সাথে আপনি ৪০ ডলার পেয়ে যাবেন।

তো এইটাই হল ফেইসবুকে Yoonla এর মার্কেটিং প্রসেস।

তো মার্কেটিং তো করলেন ইনকামও করলেন এখন পেমেন্ট নেবার পালা এবার আসুন

Yoonla – পেমেন্ট সিস্টেম ?

➡️Yoonla প্রতিমাসে ২ বার পেমেন্ট করে।

১. মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে
২. মাসের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে

উদাহরণ :- আগস্ট ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত যা কাজ হবে সেটা সেপ্টেম্বর এর ১৫-২২ তারিখের মধ্যে পেইড করবে। আগস্ট ১৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত যা কাজ হবে সেটা অক্টোবর এর ১-৭ তারিখের মধ্যে পেইড করবে। তারমানে প্রথম পেমেন্ট এর জন্য আপনাকে ১ মাস ১০ দিনের মতো অপেক্ষা করতে হবে। তারপর প্রতি ১৫ দিন পর পর পেমেন্ট পাবেন ধারাবাহিকভাবে।

Yoonla- Payment Methods

Yoonla এর পেমেন্ট মেথড ২টা

  1. paypal
  2.  Bank Transfer

আশা করছি সবাই Yoonla সম্পর্কে বিস্তারিত বুঝেচেন এবং অনেকেই ইয়নলাতে কাজ করবেন বলে সিদ্দান্ত নিয়ে ফেলেছেন,

আর যারা সিদ্দান্ত নিয়েছেন তারা ব্যার্ত হবেন না ইনশাআল্লাহ।

আমার গত মাসের ইনকামের কিছু  চিত্রঃ

আর এছাড়াও ইয়নলা সম্পর্কে আরো যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনাদের জন্য কমেন্টবক্স উন্মোক্ত,

অথবা আমার ফেইসবুক আইডি এর লিংক Mir Aminul Haque Akram

অথবা আমার ফোন নাম্বার ঃ +8801773198621(whats app, imo available)

আমার ওয়েব সাইট trickhome.ga

বিঃদ্রঃ আমি খুভ ভাল সাজিয়ে লিখতে পাড়িনা তাই লিখা গুলো হয়ত অনেকটা অগুছালো এবং অনেক ভুলত্রুটি হতে পারে সেগুলো ক্ষমার দ্রৃষ্টিতে দেখবেন।এবং পোস্ট টা কোন বানিজ্যিক উদ্যেশ্য নিয়ে করিনি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য পোস্ট টা করেছি তাই দয়া করে বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন,ধন্যবাদ।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মত পোস্ট শেষ করছি ।

আল্লাহ হাফেয।