আসসালামু আলাইকুম.
কেমন আছেন সবাই?
অনেকদিন পরে ট্রিকবিডি তে পোস্ট করছি যাই হোক আজকে কি নিয়ে পোস্ট করছি তা তো আপনারা টাইটেল দেখে বুঝে ফেলেছেন।
আজকে আপনাদের একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা সহজেই ঘরে বসে ফ্রিতে পেট কোর্স করতে পারবেন।
বর্তমান সময়ে শেখার একটি ভালো মাধ্যম হচ্ছে ভিডিও দেখে শেখা আর ভিডিওর একটি বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব।
আমরা যখন কোন সমস্যায় পড়ি কিংবা নতুন কোন কিছু শিখতে যাই তখন আমরা ইউটিউবে সহায়তা নেই অর্থাৎ আমরা টিউটরিয়ালের সহায়তা নেই।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যে সকল মানসম্মত টিউটোরিয়াল দেখি সেগুলো বেশিরভাগই বিদেশি ভাষায় অর্থাৎ ইংরেজি অথবা অন্যান্য ভাষায় ফলে আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়।আর দেখা যায় যে বাংলায় তৈরী মানসম্মত টিউটোরিয়াল খুব কম যার ফলে আমরা টিউটোরিয়াল থেকে সুস্পষ্ট ধারণা পাই না এভাবে আমাদের শেখার মধ্যে কমতি থেকে যায়।
তাহলে কি আমাদের দেশে কোন ক্রিয়েটিভ টিউটোরিয়াল মেকার নেই?
কেন থাকবে না? খারাপ এর মধ্যেই ভালো থাকে ,তবে তাদের খুঁজে পাওয়াটাই হল মুশকিল ব্যাপার। তাই এই মুষকিল ব্যাপার টাকে হাতের নাগালে এনে দিয়েছে বাংলাদেশী ওয়েবসাইট রেপটো(Repto)।
এখানে ফ্রি এবং পেইড কোর্স উভয়ই আছে। এদের টিউটোরিয়াল গুলো খুবই সুন্দর ও মানসম্মত । এখানে আপনি অসংখ্য ভিডিও টিউটোরিয়াল খুজে পাবেন যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যফিলিয়েট মার্কে, ফটোগ্রাফি,এসইও,ভিডিও এডিটিং ইত্যাদি…
আর সবচেয়ে বড় ও মজার ব্যাপার হচ্ছে পেইড টিউটোরিয়ালগুলি কিছু ক্রেডিট জমি কিনতে পারবেন একদম ফ্রীতে চলুন।
এবার ওয়েবসাইট এর পরিচিতি ছবি দিয়ে দেখা যায়…
কোর্সগুলো ফ্রিতে দেখতে আপনাকে Repto তে সাইন আপ করতে হবে। আপনি যদি কারো রেফারেল লিংক ব্যাবহার করে সাইন আপ করেন তাহলে ২০০ ক্রেডিট পাবেন। আর যদি এমনি সাইন আপ করেন তাহলে পাবেন না।
আপনি চাইলে আমার রেফার ব্যাবহার করে সাইন আপ করতে পারেন তাহলে ২০০ ক্রেডিট ফ্রি পাবেন।
এরপর নিচের মত ফর্ম আসবে
ফর্ম পূরণ করে জয়েন করুন এবং নাম্বার ভেরিফাই করুন।
দেখুন এবার আপনার ক্রেডিট শো করছে।
এবার হোম পেজে আসুন দেখুন অনেক টিউটোরিয়াল শো করছে। আপনার কেটাগোরি সিলেক্ট করে টিউটোরিয়াল খুজে নিন।
আশা করি টিউটোরিয়াল দেখে কিছু শিখতে পারবেন। আর যদি শিখতে পারেন তাহলে টাকা আয় করা কোন কঠিন কাজ না।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।
কোথাও কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।