Site icon Trickbd.com

[হট পোস্ট] টেলিগ্রাম বোট রেফারের জন্য নিয়ে নিন যেকোনো দেশের আনলিমিটেড ফোন নাম্বার

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সুপ্রিয় ট্রিকবিডি কমিউনিটি

সবাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।

কথা না বারিয়ে কাজ শুরু করা যাক।

বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি অনেক ট্রেইনার ভাই টেলিগ্রাম এর বিট কয়েন বা অন্য সব কয়েন আর্নিং নিয়ে পোস্ট করেছেন/করছেন! ব্যাপারটা খুব ভালো। যদিও সব গুলা বোট পেমেন্ট করে না। কিন্তু কিছু কিছু বোট আসলেও খুব ভালো পেমেন্ট করে। আমিও কাজ করেছিলাম কয়েকদিন। কিন্তু অফিশিয়াল কাজ করার জন্য টেলিগ্রামে খুব বেশি সময় দেয়া হয় না।
আমরা যারা কাজ করি তাদের অনেক রেফারেল দরকার পরে।
এর জন্য বিভিন্ন যায়গা লিংক শেয়ার করার মাধ্যমে রেফার সংগ্র‍হ করি।

কিন্তু আপনি চাইলে আপনি আপনার নিজের রেফারেল নিজেই নিয়ে একাউন্ট করতে পারবেন তাও ইচ্ছা মত। শুধু নাম্বার জেনারেট করে টেলিগ্রাম একাউন্ট করে কাজ শুরু করতে পারেন।

এর জন্য আপনাকে যেতে হবে আপনার হাতে থাকা ডিভাইজ থেকে Teml-mail.org এই ওয়েব সাইটে।
এই ওয়েব সাইটটা ট্যাম্পোরারি মেইল প্রদান করে থাকে। আপনি যত সময় মেইলটা ডিলিট না করবেন তত সময় কাজ করবে। ভেরিফাই করতে পারবেন যে কোনো ধরণের একাউন্ট।
তাহলে চলুন সেখানে।

এর পর একটা মেইল নিয়ে নিন।
মেইল টা কপি করে চলে আসুন টেক্সটনাউ অ্যাপলিকেশনে। এইটা যদি না থাকে তাহলে ড্রাইভে আপলোড করা আছে ডাউনলোড করতে নিতে পারেন।
টেক্সটনাও ডাউনলোড করুণ।

এইডা ক্রাক করা ভার্সন ইচ্ছা মত নাম্বার জেনারেট করা যাবে। তো চলুন পরের ধাপে।


এর পর সাইন আপ সেকশনে এসে একাউন্ট করে ফেলুন। এবং গুগল সিকিউরিটি ভেরিফিকেশনের মাধ্যমে একাউন্ট কনর্ফম করুণ।

এর পর নাম্বারটা কপি করুণ।

চলে আসুন টেলিগ্রাম অ্যাপলিকেশনে।

যদি একটা আইডি লগিন করা থাকে তাহলে আরেকটা এড করুন পাম পাশ থেকে। এর পর যে দেশের কোড দিয়ে নাম্বার খুলেছেন। সেই দেশ সিলেক্ট করুণ এভাবে।


এর পর এই ভাবে নাম্বারটা ভেরিফিকেশন করুণ। ব্যাস কাজ হয়ে গেলো।


এখন আপনি আপনার সব গুলো বোট এর রেফারেল লিংক গুলা নোট প্যাডে সেভ করুণ। এটা আপনার সুবিধার জন্য বললাম। যাতে দ্রুত সাইন আপ করতে পারেন। এর পর একটা একটা করে নোট প্যাড থেকে ক্লিক করুণ আর একাউন্ট তৈরি করুণ।

এখন একটা করে একাউন্ট তৈরি করার পরে প্রথম মেইলটা ডিলিট করে আরেকটা মেইল নিয়ে নাম্বার ক্রিয়েট করুণ।

একটু কষ্ট কর হয়ে গেলো তাইনা?
একটু কষ্ট করলে ক্ষতি কি?

সমস্যা হলে জানাবেন।

টেলিগ্রামে গ্রুপে যোগদিতে এখানে ক্লিক করুণ। যতই ব্যস্ত থাকি ইনশাহ আল্লাহ হেল্প পাবেন যথা সময়েই।

আজকের মত বিদায় নিচ্ছি।
ভালো থাকুন, আল্লাহ্‌ হাফেজ।

ও হ্যাঁ একটা কথা। আমার একটা ব্লগ সাইটে আছে। যদি ইচ্ছা হয় তাহলে ঘুরে আসতে পারেন।
এটা ব্লগ সাইটের লিংক।