Site icon Trickbd.com

দেখুন ফ্রিতে পাওয়া latx টোকেন কিভাবে btc/eth এ এক্সচেঞ্জ করবেন এবং সরাসরি কয়েনবেস এ নিবেন। সাথে নতুন রা একাউন্ট করে নিয়ে নিন ১০০latx টোকেন।

Unnamed

আসসালামু-আলাইকুম

কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন ।

আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে latium এ একাউন্ট করে ফ্রিতে পাওয়া latx টোকেন btc/eth এ এক্সচেঞ্জ করবেন এবং তা সরাসরি কয়েনবেস এ নিবেন।

আর যারা এখনও latium এ একাউন্ট করেননি তারা এখনই করে ফেলুন । একাউন্ট করে আপনার একাউন্ট ভেরিফাই করে পেয়ে যাবেন ১০০ latx বা $১.৩০ প্রায়। আর প্রতি রেফার এ আরও ১০০ latx তো থাকছেই।

যারা এখনো একাউন্ট করেননি তারা ট্রিকবিডি তে এই পোস্ট টি দেখুন।??

(নতুন ক্রিপ্ট এক্সচেঞ্জার latium এ একাউন্ট করে ফ্রিতে নিয়ে নিন ১০০ latx টোকেন বা $১.৩০ বা ৯০-১০০ টাকা। সাথে সাথে এক্সচেঞ্জ করুন বিটকয়েন বা ইথোরিয়ামে।)

>ভেরিফাই না হওয়ার কারণ

অনেকেই একাউন্ট ওপেন করেছেন কিন্তু ফেস ভেরিফাই করতে পারেননি। তাদের জন্য সাজেস্ট হলো আপনারা লাস্টেড গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করবেন।

আর মনে রাখবেন একাউন্ট ভেরিফাই করার অপশন শুধুমাত্র সকাল ৭- দুপুর ১১টা এবং সন্ধ্যা ৭টা-রাত ১১টা পর্যন্ত পাবেন। আর বাকি সময় এ বাটন হাইড থাকবে।
তাই ঐ সময়ে আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে।

তো চলুন দেখা যাক কিভাবে ফ্রিতে পাওয়া latx টোকেন বিটকয়েন বা ইথোরিয়ামে এক্সচেঞ্জ করবেন।

এখন…
আপনি যদি এখান থেকে বিটকয়েন উইথড্র করতে চান তাহলে মিনিমাম এমাউন্ট ০.০০১ বা $১০ প্রায় এবং এখানে আপনাকে ফি হিসেবে বারতি $ খরচ করতে হবে।
আর যদি eth বা ইথোরিয়াম উইথড্র করতে চান তাহলে মিনিমাম এমাউন্ট ০.০৫ eth. এবং ইথোরিয়ামে উইথড্র করলে বাড়তি কোন ফি গুনতে হবে না।

তাই সকলেই চাইবেন এখানে eth এ এক্সচেঞ্জ করে উইথড্র করার।

আর একটি কথা… আপনাকে এখানে উইথড্র এমাউন্ট করতে মাএ ৪জন রেফার করতে হবে।

গত পোস্টে আমি দেখিয়েছিলাম উইথড্র করতে অন্তত ১০ টি রেফার করতে হবে।
তবে latx এর রেট বাড়ার কারণে এখন ৪টি রেফারে ৪০০ latx এবং আপনার ১০০latx মোট ৫০০ latx থেকে ০.০৫ eth এর বেশি পেয়ে যাবেন। যা আপনার উইথড্র করার জন্য যথেষ্ট।

আর হ্যাঁ যদি আপনি রেফার না করে টাকা পেতে চান চান তাইলে আপনার বিশ্বস্ত কারো কাছে ট্রান্সফার করেও বিকাশে টাকা নিতে পারবেন।

তো চলুন মুল কাজে চলে যাই..

আপনার latx টোকেন থেকে eth এ এক্সচেঞ্জ করতে প্রথমে আপনার একাউন্ট লগিন করুন।
এরপর exchange এ ক্লিক করুন।

এবার latx to eth এ ক্লিক করুন।

এরপর নিচে চলে আসুন এবং এখানে দেখতে পাবেন বাই এবং সেল অর্ডার। সবুজ রং গুলো বাই অর্ডার এবং লাল রং হলো সেল অর্ডার।

যেহেতু আপনি সেল করবেন সেহেতু সবুজ রং বা বাই অর্ডার এর সবচেয়ে উপরের বা সর্বোচ্চ রেট এ ক্লিক করবেন।

এরপর উপরে এসে দেখবেন টেবিলে রেট উঠে আছে। এখানে আপনার latx এমাউন্ট দিয়ে এক্সচেঞ্জ করে ফেলুন।

এক্সচেঞ্জ করার পর আপনার ওয়ালেটে চলে আসুন।
এবার আপনার eth ওয়ালেট এর ডান পাসের উইথড্র অপশনে ক্লিক করে প্রথমে আপনার eth এমাউন্ট বসান।
এরপর আপনার কয়েনবেস বা যে ওয়ালেটে নিতে চান সে ওয়ালেট পেস্ট করে উইথড্র তে ক্লিক করুন।

উইথড্র করার ১ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।

তো যারা এখনো একাউন্ট করেননি তারা একাউন্ট করে ফেলুন। ভেরিফাই করেই পেয়ে যাবেন ১০০ latx বা ৯০-১০০ টাকা প্রায়। আর রেফার করেও আপনি ভালো পরিমাণ আয় করতে পারবেন।

দেখুন latium থেকে আমার দুইটি পেমেন্ট







আজকে এ পর্যন্তই….আগামী পোস্টে ইনশাআল্লাই আপনাদের সামনে একটি ট্রাস্টেড ইনভেস্টমেন্ট সাইট তুলে ধরবো।

ফেসবুকে আমি
টেলিগ্রাম ইউজার রা ১০০% পেমেন্ট করা টেলিগ্রাম বোট পেতে টেলিগ্রাম চ্যানেলটি সাবস্কাইব করে রাখবেন।

RealBitcoinEarn

আল্লাহ হাফেজ

Exit mobile version