আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহ্ এর রহমতে ভালই আছেন। আমিও ভালো আছি।
আজকাল ইন্টারনেট এর যুগে সবাই চায় ইন্টারনেট থেকে আয় করতে। আর ইন্টারনেট থেকে আয় করার অন্যতম পথ হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু তার জন্য স্কিল থাকতে হয়।
আরেকটি বড় মাধ্যম হলো অ্যাডসেন্স। আর অ্যাডসেন্স থেকে আয় করার মাধ্যম হলো ইউটিউবিং,এপ ডেভেলপ আর ব্লগিং। এর মধ্যে ইউটিবিং এবং ব্লগিং এ প্রচুর খাটতে হয়। যেমন ইউটিউব এ প্রথমে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচটাইম। যা অতটাও সহজ নয়। আর ব্লগিং এও প্রথমে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক থাকতে হবে। যা কষ্টসাধ্য। আর বাকি রইলো এপ ডেভেলপমেন্ট। এইটা তে সুবিধা হচ্ছে যে আপনি যেদিন এপ লঞ্চ করবেন, সেদিন থেকেই এড সার্ভিং স্টার্ট হয়ে যায়।
আর এপ ডেভেলপ তো সবাই করতে পারেনা। ??
যাইহোক কি নিয়ে পোস্ট করছি আর বলছি কি!!!???
টপিকে ফিরে আসি??
অনেকেই Admob থেকে আয় করার জন্য Earning Apps বেছে নেন। যা একটু বিপদজনক বটে তবে লাভজনক।?
অনেকেই দেখি অনেক জায়গায় কমেন্ট,মেসেজ ইত্যাদি করে এবং জানতে চায় কিভাবে Earning Apps বানাতে হয়! কিন্তু কেউই পাত্তা দেয়না।
যাইহোক ,অনেকেই মনে করে যে Earning Apps বানানোর জন্য পিসি অবশ্যই লাগে। যা আমার কাছে হাইস্যকর ?।
জি ভাই। আপনি পিসি ছাড়াও Earning App বানাতে পারবেন। যদিও আপনি প্রফেশনাল ডিজাইন দিতে পারবেন না। তবে ভাল একটা স্ট্যান্ডার্ড কুয়ালিটির হবে।
আপনি চাইলে Aia ফাইল ডাউনলোড করে Makeroid,Thinkabale ইত্যাদি তে মোবাইল দিয়ে Earning Apps বানাতে পারেন। কিন্তু makeroid,thunkable এর মত সাইট মোবাইলে ব্রাউজ করে ব্লক ইডিট করতে গেলে মোবাইল এর জ্বর এসে যায়?।
তাই যাদের পিসি নেই তাদের জন্য এপ তৈরির বেস্ট প্লাটফর্ম হচ্ছে SKETCHWARE। (SKETCHWARE নিয়ে ট্রিকবিডি তে অনেক পোস্ট আছে)
আর এইটার মজার বিষয় হচ্ছে এটা অফলাইন।
আমি বলতে চাচ্ছি যে আপনি sketchware এই Earning Apps বানাতে পারবেন। যেমনটা আমি বানিয়েছি।
এই এপ এর ফিচার গুলো হচ্ছে।
1. Login & Register
2. One Time Login (Cookie)
3. Multi Earning Method
4. Earn By Spin
5. Earn By Click
6. CPC Control
7. User Blocking
8. Notifications
9. Support
10. Firebase Support
11. Account Info Update in Firebase
12. No Account Balance Hacking Risk.
13. Admob Int+Banner Ad
& Many More…..
আর এইসব আমি sketchware দিয়ে করেছি।??
আপনারা চাইলে আমি এপ এর লিঙ্ক দিব আপনি চেক করে নিয়েন।
তো চলুন এখন মূল কথায় আসি। আমি চাচ্ছি যে, sketchware দিয়ে কিভাবে Earning Apps বানানো যায় তার tutorial দিব। কিন্তু ভেজাল হচ্ছে যে, এত বড় টিউটোরিয়াল লেখা , স্ক্রিনশট নেয়া অসম্ভব। তাই আমি ভিডিও আকারে ইউটিউব এ আপলোড দিব।
তাতে আপনাদের বুঝতেও কোনো সমস্যা হবে না।
এখন এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভরশীল। আপনারা যদি আমাকে বলেন যে টিউটরিয়াল দেন, তাহলে আমি ভিডিও বানানো শুরু করবো।
যদি আপনারা রাজি থাকেন তাহলে বইলেন।
??
Demo App
Download
শেষে মাফ চাই যে, আমি পোস্ট টা গুছিয়ে লিখতে পারিনি।
সবাই কে ধইন্যবাদ।☝