আসসালামু আলাইকুম  কেমন আছেন সবাই??

কিছু দিন আগে বলেছিলাম ট্রিকবিডি থেকে চলে যাচ্ছি।। কিন্তু আপনাদের মায়ায় পরে গেলাম। তাই আবার ও পোস্ট লিখতে বসে পরলাম।।

আশা করি সবাই ট্রিকবিডির সাথে থাকবেন সব সময়,। 

ত আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি পোস্ট এ চলে আশি।।

google Adsence কি সত্যি সত্যি চিঠি পাঠায় এই নিয়ে আজ পোস্ট লিখতে বসলাম।  এবং কিভাবে ঠিকানা দিলে দ্রুত চিঠি পাবেন। ঢাকা এবং ঢাকার বাইরে, এবং গ্রামে

চলুন তাহলে পোস্ট এ চলে আসি।

কাল বিকালে আমার USA Adsence এর চিঠি পাইলাম। 

আমার এক রিলেটিভ এর মাধ্যমে চিঠিটা মাত্র ১১ দিন এ রিসিভ করেছি।

এবং এই একাউন্টা ভেরিফাই করে ফেললাম 

ভেরিভাই এর আগে  উপরের স্কিনশর্ট 

এই নিয়ে  আমি আমার ৩টা adscenc এর চিঠি হাতে পায়েছি।। 

সে গুলোর কিছু ছবি

উপরের ছবি গুলো আমার প্রথম BD Adsence এর ছবি যা আমি মার্চ ২০১৮ সালে হাতে পেয়েছিলাম মাত্র ১ মাস এর মধ্যে…

আর নিচের ছবি গুলো আমার BD ২য় Adsence এর ছবি যা আমি ২০ নভেম্বরে হাতে পাই 

এই পেতে আমার ২ মাস ১০  দিন লেগেছে শুধু একটি ভুল এর জন্য।। টেলিকম বানান ভুল এর  জন্য এমনটা হয়েছিল।।

এখন কাজের কথায় আসি।।

  • উপরে পিকচার গুলো দেখে বুঝে গিয়েছেন গুগল সত্যি চিঠি আপনার ঠিকানায় চিঠি পাঠায়।
  • চিঠি পাওয়ার জন্য আপনার Address অবশ্যয় সঠিক ভাবে দিতে হবে।  দোকান, স্কুল, কলেজ  এর ঠিকানা দিলে খুব তারা তারি চিঠি হাতে পাবেন।
  • নিজের বাড়ির ঠিকানা দিলে হয়ত এট্টু সময় লাগতে পারে।।
  • ঠিকানা বসানোর সময় পোস্ট কোড টা স্টহিক ভাবে বসাবেন।। এটা সব থেকে গুরুত্বপুর্ব বিষয়।, পোস্ট কোড ভুল করলে চিঠি হাতে পাবেন না।। তাই পোস্ট কোড সঠিক ভাবে বসাবেন। পোস্ট এর মাধ্যমে আপনার এলাকা কে আইডেন্টিফাই করা হয়। তাই এটা খুব গুরুত্বসহকারে দিবেন।
  • তার পর আপনার এলাকার রাস্তা বা গ্রাম নাম্বার দিবেন । যদি না থেকে তা হলে দিবেন না। দোকান হলে দোকান কোথায় অবস্থিত সেই বাজার এর নাম দিবেন।।
  • স্কুল বা কলেজ হলে আপনার পিন্সিপাল স্যার এর কাছ থেকে স্কুল এর ঠিকানা সংগ্রহ করে তা বসিয়ে দিবেন,
  • সর্বশেষে আপনার বিভাগ এর নাম দিবেন।। চাইলে আসন নম্বর উল্লেখ করতে পারেন আমার মত।আমি যেমন ঢাকা ২০ দিয়েছি।। এই দিয়ে সাভার এর কিছু অংশ ও ধামরাই সম্পূর্নরুপে বোঝানো হয়েছে।। না চাইলে নাও দিতে পারেন।। শুধু বিভাগ এর নাম এর আগে  আপনার উপজেলা বা থানার ঠিকানা দিবেন।
  • গ্রাম হলে অবশ্যয় পোস্ট অফিস এর নাম উল্লেখ করবেন…
  • ঠিকানার প্রথম লাইনে আপনার  দোকান বা স্কুল এর নাম বা গ্রামের নাম দিবেন
  • ২য় লাইনে গ্রাম হলে সেটা কোন পোস্ট অফিস তা উল্লেখ করবেন।  দোকান বা স্কুল হলে এটার প্রয়োজন নাই যদি স্কুল সনাম ধন্য হয়। তানাহলে পোস্ট অফিস এর নাম দিয়ে দিবেন। 
  • তার পর উপজেলে বা থানার নাম পরিশেষে বিভাগ ও পোস্ট কোড বসিয়ে দিবেন।।

আশা করি এই প্রসেস অনুসরণ করলে চিঠিটা দ্রুত হাতে পাবেন।।
এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়া হবে। সেজন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেখানে আমি পোস্ট অফিসের পিয়ন এর সাথে সরাসরি কথা বলব এবং তিনি কি উত্তর দেই সেগুলো আমাদের আমি জানবো। তাই আপনারা এই পোস্টটি আপনার প্রশ্নগুলো কমেন্ট করতে থাকুন। আমি সে সকল প্রশ্ন পিওন কাছে জিজ্ঞেস করবো। এবং এর উত্তর দেয়ার চেষ্টা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন,,,
Subscribe Channel Link
যেকোনো সমস্যা সমাধান এর জন্য যোগাযোগ করুন, Facebook

ধন্যবাদ।।

31 thoughts on "গুগুল কি আজও চিঠি পাঠায় বা যেভাবে গুগুল Adsence চিঠি পাঠায়। ও কিভাবে ঠিকানা দিলে দ্রুত চিঠি পাবেন গ্রাম কিংবা শহরে।"

  1. Jemes Faruk khan Contributor says:
    ভাল ভাবে বিষয়টা উপস্থাপন করতে পারেন নাই
  2. Dhanjoy Contributor says:
    ভাই trickbd তে কিভাবে পোষ্ট করব বলুন প্লিজ আর একটি কথা কয়টি পোষ্ট করলে টেইনার হওয়া যাবে
  3. Mohammad Ashik Contributor says:
    3 /4 টি কপিমুক্ত পোষ্ট আর ট্রিকবিডি হোম পেইজ এ দেওয়া,আছে কিভাবে পোষ্ট করবেন না বুঝলে, আপনার ড্যাশবোর্ড এ গিয়ে new post থেকে আপনার পোষ্ট করতে পারেন fb/ashikif
  4. Soiod Mafi Uddin Contributor says:
    Vai NID Carder Pace je codeta thake oita postal code na??
    1. Umar Author Post Creator says:
      Hmmm va
  5. Ashek Contributor says:
    BD theke ki letter pawa jabe?
    1. Umar Author Post Creator says:
      ha vai
    2. Ashek Contributor says:
      Tahole apni bidesh theke koralen j?
  6. Trickology Subscriber says:
    যারা যারা রেজিস্টার করে এখনো ১$ বোনাস পাননি তাদের জন্য https://www.bestchange.com/?p=899387
  7. mdumarfaruksbdn Author Post Creator says:
    BD সম্পর্কেই ত লিখলাম৷
  8. Bokul Contributor says:
    আপনার ফেসবুক পেইজ পাওয়া যাবে?
    1. Umar Author Post Creator says:
      faceboook.com/umar.faruk2208
  9. MD Badhon Author says:
    #Help Me Help Me Help #Me
    আমি ১২/০৯/২০১৮ তে একটা earning app এর জন্য admob এর adsence খুলেছিলাম। কিছু দিন পর disabled হয়ে যায়। verified করার আগেই disabled হয়ে যায়। আমি যে ফোনে account করেছিলাম & nid অনুযায়ী নাম ঠিকানা etc দিয়েছিলাম। এখন আমি কি ঐ ফোন & nid দিয়ে আবার নতুন করে account করতে পারবো youtube এর জন্য???
  10. Bokul Contributor says:
    Check inbox
    1. Umar Author Post Creator says:
      okk
  11. Bokul Contributor says:
    Check koren na keno re vai,report dimu post e?
    1. Umar Author Post Creator says:
      apnar to kono message ase nai… id nam bolun
  12. Morshed Author says:
    id to desable ekhon taka tulben kivabe?
    1. Umar Author Post Creator says:
      ta ar paben na..
  13. Rifat Ahmed Contributor says:
    Vai address bare phone number dila kamon hoibe
    1. Umar Author Post Creator says:
      চিঠি হাওয়ায় উড়বে
  14. King Sam Contributor says:
    Vai Ak Mobile a Koyta AdSense ID Kora Jay ?
    1. Umar Author Post Creator says:
      ekta phone diye ektai.. tobe browser diye onek gula diye khulte parben.. browser install o uninstall kore.. gmail apps diye gmail khule ektai khulte parben..
  15. Rifat Ahmed Contributor says:
    Vai addressar pore mobile number dila haoay urbe kano….?
    1. Umar Author Post Creator says:
      chayeche address apni jodi phn number den ta hole kivabe chithi asbo kemne..
  16. King Sam Contributor says:
    Bro FB Te Request Dese please accept koren.
    Name Nasir Uddin
  17. Tune Shamim Subscriber says:
    কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট…https://www.tuneround.com/2019/02/blog-post_5.html
  18. Mastar Author says:
    apnar account to suspended kore dise
    1. Umar Author Post Creator says:
      Suspended হইছে ইনভ্যালেড ক্লিক এর জন্য। কিন্তু ডিজেবল হই নাই।
      একাউন্টটি কিছু হই নাই,, ১৫ দিন পর একায় ঠিক হয়ে যাবে।
  19. Mastar Author says:
    vai fb te asen
    facebook.com/mahfuz.inam

Leave a Reply