Site icon Trickbd.com

latium একাউন্ট ভেরিফাই করতে পারছেন না? webcam একটিভ হচ্ছে না? নিয়ে নিন সমাধান। ফ্রি ১০০ latx টোকেন বা $১!

Unnamed

আসসালামু-আলাইকুম

কেমন আছেন সবাই? আসা করি ভালোই আছেন ।

আজ আপনাদের সামনে আবারো হাজির হলাম যারা এখনো latium একাউন্ট ভেরিফাই করতে পারেননি তাদের জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে।

আমরা জানি নতুন ক্রিপ্ট এক্সচেঞ্জার latium তাদের ভেরিফয়েড ইউজারদের ১০০latx টোকেন বা প্রায় $১ ফ্রি দিচ্ছে। এই $১ পেতে শুধুমাত্র latium এ একাউন্ট করে ফেস ভেরিফাই বা ছবি ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে কোন আইডি কার্ডের দরকার নেই॥

আর এই ফ্রি পাওয়া ১০০ টোকেন আপনি সাথে সাথে বিটকয়েন বা ইথোরিয়ামে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এবং উইথড্র এর জন্য মিনিমাম এমাউন্ট হলে এটি কয়েনবেস বা অন্য কোন ওয়ালেটে উইথড্র করতে পারবেন।

এখনো যারা একাউন্ট ওপেন করেননি তারা একাউন্ট ওপেন এবং ভেরিফয়েড করা নিয়ে বিস্তারিত এই পোস্ট দেখুন।
নতুন ক্রিপ্ট এক্সচেঞ্জার latium এ একাউন্ট করে ফ্রিতে নিয়ে নিন ১০০ latx টোকেন বা প্রায় $১

Latium এ Webcam একটিভ না হওয়া

Latium এ একাউন্ট ভেরিফাই করা খুবই সোজা। তবে webcam একটিভ না হওয়ার কারণে অনেকেই একাউন্ট ভেরিফয়েড করতে পারছেন না।

দেখুন এটি আমার রেফারে ১৭২ জনের মধ্যে মাএ ৩৬ জন ভেরিফয়েড করেছে বাকি ১৩৬ জনের একাউন্ট আন-ভেরিফয়েড বা ভেরিফাই করতে পারেননি।

১> latium এ webcam একটিভ হওয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করুন এবং এটি হতে হবে সর্বশেষ আপডেট এর। আমার কাছে এটিকে মনে হয়েছে webcam একটিভ না হওয়ার প্রধান কারণ।

২> latium এ যখন ফেস ভেরিফাই করবেন তখন অবশ্যই শুধুমাত্র ঐ ট্যাবটি ওপেন রাখবেন। অন্য ট্যাব থাকলে কেটে দিবেন।

৩> আর একটি কথা অবশ্যই জানেন এবং আমি পোস্ট এর মধ্যে বারবার উল্লেখ্য করে দিয়েছি যে latium এ get verified অপশনটা সবসময় থাকে না। শুধুমাত্র সকাল ৯টা-দুপুর ১১টা এবং রাত ৯টা-রাত১১টা পর্যন্ত থাকে। এর বাইরে আপনি ভেরিফয়েড অপশন পাবেন না।

ভেরিফয়েড না হওয়ার কারণ

Latium এ ছবি তুলে দেওয়ার পরও ভেরিফয়েড হয়নি?

১> আপনার প্রফাইল ছবিতে আপনার ছবি দিন। তাহলে খুব সহজেই ফেস ভেরিফাই করতে পারবে।

২> ফেস ভেরিফাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পরিস্কার ছবি ওঠে এবং সহজেই চেনা যায়।

৩> ফেস ভেরিফাই করার সময় কোনোভাবেই সানগ্লাস অথবা ক্যাপ/টুপি ব্যাবহার করা যাবে না।

৪> কোন ধরনের আয়না বা কাচ জাতীয় জিনিস এর কাছে গিয়ে ছবি তোলা যাবে না।

এ কয়টি কারণে আপনার ভেরিফয়েড ক্যানসেল হতে পারে।

আর হ্যাঁ.. প্রচুর পরিমাণে নতুন একাউন্ট হওয়ায় বর্তমানে ভেরিফয়েড হতে ৭২ ঘন্টা বা ৩দিনের বেশি সময় লাগতে পারে।
এ সময় আপনার ভেরিফয়েড পেন্ডিং এ থাকবে।

Latx কি নতুন সম্ভাবনা হতে পারে?

আমরা জানি ক্রিপ্টকারেন্সির গতি নির্ণয় করা সম্ভব নয়। কেউই জানে না যে কোন কারেন্সির দাম কখন কেমন হবে। হয়তো নতুন কোন কারেন্সি মার্কেটে এসে একমাস পর ১০০× দাম বৃদ্ধি পেতে পারে।

হ্যাঁ latx ও ইতিমধ্যে একটি চমক দেখালো আমাদের।
তাং 11-2-2019 মার্কেট latium এক্সচেঞ্জার।

আমার latx টোকেনগুলো সবেমাএ ইথোরিয়ামে এক্সচেঞ্জ করেছি। ঠিক তার কয়েক মিনিট পর আমি একসাথে অবাক অন্যদিকে হতাশ।

মাএ ৩মিনিটের ব্যাবধানে latx to eth এর latx এর রেট ছিল $0.008(যেটিতে আমি সেল করেছিলাম) ঠিক ৩মিনিটের মাঝে 1latx=0.00052eth বা $0.06 বেড়ে যায়। তার মানে 100latx=$6 1000latx=$60

ঐ ৩মিনিটে কেনাবেচা হয়েছিল $২০০০ এর উপরে।
তবে এখন আবারো স্বাভাবিক মার্কেটে ফিরে এসেছে latium। বর্তমানে ১০০latx=$0.90

তাই যারা এখনো 100latx পাননি তারা এখনই একাউন্ট করে ভেরিফাই করে ফেলুন। কে জানে হয়তো কয়েকদিন পর 1latx=$1 হয়ে যাবে।

তাই এখনই সময় কিছু টোকেন সংগ্রহ করে রাখার। তাছাড়া আপনার বন্ধুদের রেফার করেও প্রতি রেফারে ১০০latx টোকেন পেতে পারেন।

অনলাইনে যারা রিয়েল ইনভেস্টমেন্ট সাইট খুজছেন তাদের জন্য খুব ট্রাস্টেড একটি সাইট নিয়ে পোস্ট করা এই পোস্ট দেখুন।

এবার খুব অল্প ইনভেস্ট এর মাধ্যমে খুব ভালো পরিমাণ টাকা আয় করুন ট্রাস্টেড একটি ওয়েবসাইট থেকে। পেমেন্ট নিন সরাসরি বিকাশে। with payment proof

বি:দ্র:- ট্রিকবিডিতে latium নিয়ে করা সবকটি পোস্ট আমার। অনেকেই ফেসবুকে একাউন্ট ভেরিফয়েড সমস্যা নিয়ে বিরক্ত করছেন। তাদের জন্য এই পোস্ট দিলাম। আসাকরি এগুলো ফলো করলে ভেরিফয়েড সমস্যার সমাধান হবে।

আর হ্যাঁ আমার জানা মতে webcam একটিভ না হওয়ার কারনগুলো তুলে ধরলাম। যদি কেউ এই সমস্যাটির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জেনে থাকেন তাহলে সেটি কমেন্টে উল্লেখ করবেন।

আজ এ পর্যন্তই….

আল্লাহ হাফেজ

Exit mobile version