Site icon Trickbd.com

লাইফ টাইম admob থেকে ইনাকম করার কিছু ট্রিক

Unnamed

এডমোব কি?

এডমোব (AdMob) গুগল এডসেন্স (Google AdSene) এগুলো আসলে কি?

AdMob গুগলের  মোবাইল অ্যাপসের

বিজ্ঞাপন প্রচারের

জন্য একটি পরিকল্পিত প্ল্যাটফর্ম । যখন মোবাইল

অ্যাপসে

কেউ গুগলের এড্যস মানে গুগল এডসেন্স এর এড ব্যবহার করতে চাই তখন তার দরকার হয় গুগল এডমোব একাউন্ট।

তবে এডমোব একাউন্ট এর এড ও ওয়েব পেইজে আর মোবাইল আপ্পস এ ব্যবহার করা যায়। এর জন্য ওয়েবসাইটের দরকার পড়ে। একটা কথা সত্য যে, এডসেন্স সম্পূর্ণ ওয়েব এডস আর জন্য বানানো, কিন্তু এডমোব শুধুমাত্র মোবাইল অ্যাপসের জন্য।

তবে এডমোব একাউন্ট এর এড ও ওয়েব পেইজে আর মোবাইল আপ্পস এ ব্যবহার করা যায়। এর জন্য ওয়েবসাইটের দরকার পড়ে। একটা কথা সত্য যে, এডসেন্স সম্পূর্ণ ওয়েব এডস আর জন্য বানানো, কিন্তু এডমোব শুধুমাত্র

মোবাইল অ্যাপসের জন্য।

এডমোব শব্দটির সাথে সবার কাছেই পরিচিত

একটা ঘটনা দিয়ে শুরু করি

গত ৫ মাস আগে একটা গ্রুপে পোস্ট করা হল যে কিছু মেম্বার নিব এডমোব গ্রুপ আর্নিং করার জন্য তো যেমন কথা তেমন কাজ জইন হলাম গ্রুপে দেখি একটা ছেলে ক্লাস ফাইভে পড়ে সেও গ্রুও আর্নিং করতে আসছে

বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সকলেই এডমোবের পেছনে পড়ে ছিল

যাই হোক আজ তাদের উদ্দেশ্য করে কিছু যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান

যারা সেল্প ক্লিক বা স্পামিং করে ইনকাম করতে চাচ্ছেন তাদের বলি এর পেছনে সময় নস্ট করবেন না হয়তো আপনি পেমেন্ট পেলেও পেতে পারেন ২-১ বার কিন্তু এতে এডসেন্সের সিকুরিটি অনেকটা হাই হচ্ছে এতে যারা প্রফেশনাল ভাবে কাজ করছে তাদের অনেক সমস্যা হচ্ছে যায় হোক

প্রথমে বলি এড ক্লিক নিয়ে অনেক মনে করেন যে শুধু ক্লিক করেই ইনকাম এই ধারনা একে বারে ভুল হ্যা ক্লিক করলে ইনকাম হয় কিন্তু সেটা আপনার ট্যাফিক থেকে হতে হবে অনেকই

আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করেন তাহলে ক্লিক ছাড়াই ইনকাম হবে।

কিভাবে ক্লিক ছাড়া ইনকাম????

মনে করেন আপনার অ্যাপ থেকে ডেলি ২০০০ ট্যাফিক ভিজিটও ১০০০ ইম্পেশন হয় এতে আপনি ১-$ পর্যন্ত পেতে পারনে সেটা আপনার ইসিপিএম এর উপরে ECPM

আজিবন ইনকাম করতে চাইলে এখনি সেল্প কিল্ক ছেড়েদিন

অ্যাপ তৈরি অনেকই দেখি অ্যাপ তৈরি নিয়ে ব্যাস্ত কি দিয়ে মেক করবো
এন্ডয়েড স্টুডিও নাকি বিভিন্ন সাইট দিয়ে

আমি বলবো আপনি যদি সামান্য ডেভলপার হয়ে থাকেন প্রোগ্রামিং সম্পর্কে ধারনা নেই আপনি বিভিন্ন সাইট দিয়ে বানাতে পারনে

অনেক বলে যে এই সব সাইট দিয়ে অ্যাপ বানালে প্লেস্টর অ্যাপ সাসপেন্ড করে দেই এটা একটা ভুল ধারনা

গুগল প্লে স্টোরের কিছু রুলস আছে এর বাইরে অ্যাপ পাব্লিশ করলে সাস্পেন্ড সাস্পেন্ড করবে তাই অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হতে প্লেস্টরের রুলস ও জানা প্রয়োজন

প্রথমেই বলে রাখি বিভিন্ন পিডিএফ বইগুলো ফলো করবেন
আবার। সরকারি ওয়েব সাইটের নামে অ্যাপ খুলবেন সরাসরি সরকারি সাইট গুলো ওয়েব ভিউ দিয়ে ভিউ করলে সমস্যা নেই তবে একেবারে অন্যর সাইট বা যেই সাইট গুলোতে এড আছে এমন সাইট দিয়ে অ্যাপ বানিয়ে প্লেসটরে পাব্লিশ করবেন না এতে আপনার অ্যাপ সাস্পেন্ড করবে

ইউজার দের ক্লিক করতে বাধ্য করা এমন অ্যাপ বানাবেন না এমন কোন অ্যাপ বানানোর চেস্টা করুন যাতে সেই অ্যাপ সব সময় ইউজ করে

এভাবে কাজ করতে থাকুন প্রথমে দেখবেন আপনার ইনকাম অনেকটাই কম হচ্ছে পর্বতীতে অনেক বেশি ইনকাম হবে

প্লে স্টোরে দেখবেন অনেন প্রকার বই গল্প অ্যাপ আছে
তেমন অ্যাপ বানান


এই অ্যাপ গুলি থানকেবল আপ্পিবিল্ডার দিয়ে বানানো সম্ভব আমি নিজেও ট্রাই করি

নিয়ম মেনে কাজ করুন লাইফ টাইম ইনাকম করতে পারবেন

ডাউনলোড করে নিন ওয়াল পেপার aia file

একটা নতুন

ওয়াল পেপার aia file
এই download aia file

অ্যাপ আমি আমার ব্লগে নিয়মিত অ্যাপ aia দিব যেকোনো অ্যাপ aia download korte visit korun

Exit mobile version