বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন ভালো না থাকার উপায় নেই যেহেতু আমরা সবাই ট্রিকবিডি এর সাথেই আছি ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভাল থাকে কারণ এটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট ও টেকনোলজি বিষয়ে সবার আগে সকল বিষয়ে পোস্ট করা হয় তাই আমরা সবাই ভালো থাকে।
গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি অ্যাপ এর এড কোড রিমুভ করতে হয় এবং এর ঝামেলা থেকে কিভাবে যে কোন অ্যাপস কে মুক্তি করবেন।
প্রথমে এই অ্যাপ ডাউনলোড করে নিন তবে যারা গত পর্বে এটি ডাউনলোড করেছেন তাদের এই অ্যাপ ডাউনলোড করতে হবে না।
আজকের পর্বে আমি দেখাবো আপনাদেরকে আরেকটি অ্যাপ এই অ্যাপ এর এড কোড কিভাবে রিমুভ করে আপনার নিচের কোড বসিয়ে ইনকাম করতে পারেন তাই এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন আপনারা হয়তো ভাবছেন এত অ্যাপ থাকতে এগুলা কেন আসলে সকল অ্যাপ এর এড কোড রিমুভ করে দিয়েছি আমি অন্যান্য সকল অ্যাপ এর যেগুলো আমার মোবাইলে রয়েছে এগুলাই বাকি রয়ে ছিল সমস্যা নেই আপনার অন্যরা অ্যাপস ব্যবহার করতে পারেন যারা আমার সাথে কাজ করতে চান শেখার জন্য তারা এটি ডাউনলোড করতে পারেন চাইলে আপনার কাছে থাকলেও ব্যবহার করতে পারেন।
ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন এখন আপনি দেখুন এই অ্যাপ এর মধ্যে কোথায় কোথায় রয়েছে কিন্তু আমি ইউটিউবার না তাই আপনাদেরকে ভিডিও দিয়ে সাহায্য করতে পারব না কিন্তু আমি যে সিস্টেম ক্লাস শেখাব তা 100% কাজে দেবে কাজের দিতেই হবে আপনারা নিজেরাই দেখুন এই অ্যাপের মধ্যে কত অ্যাড রয়েছে আমরা এগুলা রিমুভ করব
এখন আপনি logo collection এ ক্লিক করুন দেখুন কত অ্যাড রয়েছে এগুলোই আমরা রিমুভ করব
আপনাদের কে দেখানোর জন্য আমি এটার মধ্যে একটি এড কে ❌ করে গুগোল এনে আপনাদের কে দেখাচ্ছি
চলুন আমরা এই এফ এল এড গুলো রিমুভ করে দেই তার জন্য আপনাকে প্রথমে যে অ্যাপ দিয়ে ছিলাম এটি ওপেন করুন তারপর select APK from app
এখন খুঁজে বের করুন সেই অ্যাপটি আমরা ডাউনলোড করেছিলাম অথবা আপনার ইচ্ছা মত অ্যাপ আমার দেখানো অ্যাপ এ কাজ করুন পরে আপনার ইচ্ছামত অ্যাপ এ কাজ করবেন
আগের মতনই সকল সিস্টেম ক্লিক করুন FULL EDIT এর মধ্যে
তারপর ক্লিক করুন DeCode All Files
তারপর আগের মতন ফাইল এর মধ্যে ক্লিক করে সার্চ দিন ca-app-pub
সার্চ দেওয়ার পর দেখুন একটি এড কোড চলে এসেছে ক্লিক করুন সেই এড কোড এর ওপরে
প্রথম পর্বের যেভাবে দেখিয়েছিলাম এখানে কোড সার্চ করে বের করতে হয় যদি খুঁজে না পান ঠিক এভাবে এখানেও সার্চ করুন কোড খুঁজে বের করুন এডিট করুন ইচ্ছামত কোড দিয়ে অবশ্য খালি রাখবেন না তাহলে অ্যাপ সেইভ হবে না টু এর জায়গায় 33 এর জায়গায় 4 উল্টাপাল্টা এডিট করুন।
যারা এখান থেকে ইনকাম করতে চান আপনার এড বসিয়ে তারা আপনার অ্যাড মুভ থেকে এড কোড কপি করে বসিয়ে দিন আপনার অ্যাড শো হবে। তারপর সেভ করুন
দুটো ব্র্যাক বাটনে ক্লিক করুন ক্লিক করার পর যখন এখানে আসবেন করে দেখুন লেখা আছে BUILD ক্লিক করুন
তারপর দেখুন লেখা আছে রিমুভ ইনস্টল আপনি রিমুভ করে দিন বের হয়ে রিমুভ করবেন না এখান থেকে রিমুভ করুন
আনইন্সটল হওয়ার পরে এটাকে ইন্সটল করে দিন
এখন এই অ্যাপটি ওপেন করুন দেখুন ওপেন করে
দেখুন এখানে কোন অ্যাড নেই সম্পূর্ণ অ্যাড মুক্ত এখন থেকে অ্যাপস ছাড়াই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি বলেছিলেন এখানে এড কোড বসালে আমাদের এডমোব এর অ্যাড শো হবে এবং আমরা ইনকাম করতে পারব কিন্তু অ্যাপ থেকে তো পুরোপুরি অ্যাড মুক্ত হয়ে গেল তাহলে আমাদের এড দিয়ে কিভাবে ইনকাম করব তাদের ও সমাধান আছে তার জন্য আপনাকে আর একটি কাজ করতে হবে চলুন সে কাজটি করে নিন।
আবার আপনাকে সেই অ্যাপ ওপেন করতে হবে অর্থাৎ Apk editor pro ওপেন করুন
তারপর
তারপর যে অ্যাপস এর মধ্যে আপনার এড কোড বসিয়ে ছিলেন সেটি খুঁজে বের করুন ওপেন করুন
এখন ক্লিক করুন Full edit এর মধ্যে
তারপর ক্লিক করুন Decode all Files
এখন আর ফাইল এর মধ্যে যেতে হবে না প্রথম পেজে কাজ করব এখানে ল্যাংগুয়েজ চেঞ্জ করবো প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ দিন Thai
Thai ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আপনি আবার Default এ ক্লিক করুন
কাজ শেষ আমাদের ক্লিক করুন BUILD এর মধ্যে
প্রথমে আগের অ্যাপ ইনস্টল করুন তারপর এটাকে ইন্সটল করে দিন
ইন্সটল হয়ে গেলে ওপেন করুন ওপেন করে দেখুন এখন আপনার অ্যাড শো করবে আপনার সেই অ্যাপ এর মধ্যে
আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আশা করছি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে এবং সবারই কম বেশি কাজে লেগেছে তবে যাদের ভাল লাগে নাই তাদেরকে বলব উল্টাপাল্টা কমেন্ট থেকে নিজেকে বিরত রাখুন কারণ অনেক আছে যারা ভালো কিছু দেখতে পারে না যদি ভাল কিছু শিখাতে যাও তখনই উল্টাপাল্টা কমেন্ট করে মানুষকে ক্ষেপিয়ে যাতে এর পরে ভাল পোস্ট যেন কেউ না করে।
আজ পর্যন্ত যত পোস্ট করেছি আপনাদের সাপোর্ট পেয়েছি অনেক ভালো যার কারণে ভালো কিছু জানলে শেয়ার করতে মন চায় আশা করব এরপরই এরকম সাপোর্ট করে যাবেন।