আশা করি সবাই ভালো আছেন।
ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা।
আমরা বাংলাদেশ থেকে অনেকেই ফ্রি মাস্টার Card করেছি।
অনেকে দরকারে আবার অনেকে সখের কারণে করেছি।
যায় হোক, Card করার পর অনেকেই শুধু Card দেখিয়ে মজা নিচ্ছে আবার কেউ কেউ ঘুরছে বিভিন্ন exchange সাইটে Card এ ডলার লোড করার জন্য।
অনেকে টাকা মেরে দিচ্ছে আবার কেউ কেউ হয়তো নিজের একাউন্ট থেকে ট্রান্সফার করে দিচ্ছে।
কিন্তু তার পর কি হচ্ছে!
যিনি দিয়েছেন আর যিনি নিয়েছেন তাদের একাউন্ট মানে Card ব্যান করে দিচ্ছে payoneer.
হয়তো ভেবে পাচ্ছে না কারণ টা কি!
আর এভাবে ডলার নিলে যদি একাউন্ট ব্যান করে দেই তা হলে লোড নিবো কি ভাবে আর যদি লোড নিতে না পারি তা হলে খালি Card দিয়ে আর কি হবে।
সব সমস্যারই সমাধান আছে,তবে তার আগে চলুন দেখে নেই কেনো একাউন্ট ব্যান হচ্ছে।
প্রথমেই দেখে নিন payoneer এর রোল গুলো যেগুলোর কারণে একাউন্ট ব্যান হতে পারে।
কারণ তো জানা হলো এখন চলুন সমাধান এ ঃ
payoneer মুলতো পেমেন্ট সিস্টেম এর জন্য।
তাই আপনি যদি কোন বিসনেস একাউন্ট থেকে আপনার পারসোনাল এ ডলার নেন তা হলে কোন সমস্যা হয় না।
আপনি চাইলে Paypal এর মাধ্যমেও এটি করতে পারেন।
কি ভাবে Paypal একাউন্ট খুলবেন তা এখানে দেখে নিতে পারেন।(Trickbd Old Post)
প্রথমে paypal এর সাথে আপনার Card টি যোগ করে নিন।
তার পর paypal To paypal এর মাধ্যমে ডলার নিন এবং আপনার পেপাল থেকে Card এ withdraw করে ফেলুন।
তবে এভাবে প্রথম বার লোড নেওয়া যাবে না।
তার জন্য আপনাকে প্রথমে payoneer.com এ Receive Payments > US Payment Service এ কাজ করে নিতে হবে যা নিয়ে পরে কথা হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
হয়তো এতে সমই এবং ফি একটু বেশি লাগবে তবে নিরাপদ থাকবে আপনার একাউন্ট।
আশা করি পোষ্ট টি সকলের উপকারে আসবে।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।