আশা করি ভালো আছেন।
এখন আমরা প্রায় সবাই নিজেই বিভিন্ন সাইট বা টোল ব্যবহার করে বিভিন্ন এপ বানিয়ে থাকি।
এছাড়া নিজের সাইট বা ইউটিউব চ্যানেল এর একটি এপ থাকলে মন্দ কি বলুন!
এখন আবার অনেকে টাস্ক ভিত্তিক আরনিং এপ বানিয়ে ইনকাম করছে হাজার হাজার ডলার।
শুধু বাকি রইলাম আমি আর আপনি!
আমরা আর বাদ থাকবো কেনো?
এখন তো নিজে না পারলে মাত্র ১০০ টাকা দিয়েও App বানানো যায় তাই কাউকে দিয়ে করিয়ে নিন নিজের একটি এপ।
আর বসিয়ে দিন তাতে Admob এর এড।
কাজ শেষ হতে থাকবে ইনকাম!
তবে আপনার এপ টিতো মানুষে ব্যবহার করার পর ইনকাম আসবে তাই না!
আপনি যদি নিজের এপ নিজেই সারা দিন বসে বসে ওপেন আর ক্লোজ করেন তা হলে তো আর ইনকাম আসবে না।
তো আপনার এপ টি মানুষ কখন ব্যবহার করবে?
যখন আপনি কোন বিশবসথ প্লাটফর্ম এ এটি দিতে পারবেন।
আর আজকাল তো মানুষ প্লে স্টোর ছাড়া কোন এপ ডাউনলোডই করে না।
তাই কেমন হয় যদি নিজের একটি গুগল প্লে স্টোর ডেভেলপার একাউন্ট থাকে আর যখন ইচ্ছা নিজেই এপ পাবলিশ কিরতে পারেন?
তো চলুন দেখা যাক কি ভাবে নিজেই একটি গুগল প্লে স্টোর ডেভেলপার একাউন্ট খুলে ফেলতে পারবেন।
সবার আগে আপনার যা লাগবে তা হচ্ছে একটা গুগল একাউণ্ট। বা Gmail একাউণ্ট আশা করি যা সবারই আছে।
এখন https://play.google.com/apps/publish
link এ যান এবং লগিন না থাকলে আপনার যে একাউন্ট এ গুগল প্লে স্টোর ডেভেলপার একাউন্ট খুলবেন তা দিয়ে লগিন করে ফেলুন।
এখানে Agreement এ ক্লিক করে Continue to Payment এ ক্লিক করলে পরের পেইজে নিয়ে যাবে।
এরপর আপনি নিচের মত একটা পপ আপ পাবেন। Start Now তে ক্লিক করুন।
আরেকটা পেইজ খুলবে বা একই ট্যাবে নিচের মত একটা ফরম পাবেন। এখানেই আপনি কার্ড ইনফরমেশন গুলো যুক্ত করতে হবেঃ
আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে ২৫ ডলার পে করার জন্য বলবে। তার জন্য গুগল ওয়ালেটে একটা কার্ড যুক্ত করতে হবে।
যে কোন কার্ড হলেই হবে, মাস্টারকার্ড, ভিসা কার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস ইত্যাদি। কারো যদি পেওনিয়ার মাস্টার কার্ড থাকে, তা দিয়েও কাজ হবে। নিজের কার্ড থাকতে হবে, এমন ও না। অন্য পরিচিত কারো কার্ড ও ব্যবহার করা যাবে।
কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ উত্তির্ণ তারিখ এবং ৩/৪ ডিজিটের কোড। এগুলো দেওয়ার পর Accept and Continue করলে আপনাকে গুগল প্লে ডেভেলপার কনসোলে নিয়ে যাবে। যেখানে আপনি অ্যাপ আপলোড করতে পারবেন। আপনার কার্ডে মিনিমাম ২৮ ডলার থাকতে হবে। গুগল ওয়ালেট একাউণ্ট খোলার সময় কার্ড ভেরিফিকেশনের জন্য ছোট ছোট দুইটা এমাউন্ট কেটে নেয় গুগল। পরে যে গুলো আবার আপনার কার্ডে পাঠিয়ে দেওয়া হয়।
পেমেন্ট কনফারমেশন এর জন্য ২৪ ঘন্টা সময় নেয়। যদিও আপনি পেমেন্ট করার পর পরই গুগল প্লে স্টোর ডেভেলপার কনসোলে অ্যাপ আপলোড করা শুরু করতে পারবেন।
একটি Card দিকে একটির বেশি একাউন্ট খুলবেন না।
একাউন্ট তো হলো চলুন দেখি কি ভাবে App পাবলিশ করবেন ঃ
এখানে Add New Application এ ক্লিক করে নতুন অ্যাপ আপলোড করতে পারবেন। Add New Application এ ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে। নিচের মতঃ
অ্যাপ এর Title / Name দিয়ে Upload APK তে ক্লিক করলে আপনার এক্সপোর্ট করা APK ফাইলটি আপলোড করতে পারবেন। বা Prepare Store Listing এ ক্লিক করে অ্যাপ এর বিভিন্ন তথ্য আগে সেভ করে রাখতে পারবে। সকল তথ্য ঠিক মত দেওয়া হলে ডান কোনায় লেখা উঠবে Ready To Publish , এখানে কিক্ল করলেই অ্যাপটি গুগল ভ্যারিফাই করে প্লে স্টোরে এপ্রুভ করে দিবে। সাধারনত ৪-৫ ঘন্টার মধ্যেই অ্যাপটি গুগল রিভিউ করে প্লে স্টোরে এপ্রুভ করে।
আশা করি পোষ্ট টি সবার উপকারে আসবে।
কারো কোন সমস্যা হলে কমেন্ট করবেন বা আমাকে ফেসবুক এ মেসেজ করতে পারেন।
WhatsApp No আমার প্রফাইল থেকে দেখে নিন।
আমি আপনাকে সব ধরণের সাহায্য করতে প্রস্তুত।
এছাড়া আপনার Card না থাকলে বা পেমেন্ট করতে সমস্যা হলে আমি আপনাকে একাউন্ট খুলে দেবো কোন সমস্যা নেই।
ধন্যবাদ।