Site icon Trickbd.com

যারা Online থেকে BTC সহো অন্যান্য Dollar / Coin ক্রয়-বিক্রয় করেন বা ভবিষ্যতে করবেন, সকলেই দেখুন।হয়তো এই পোষ্ট এর মাধ্যমে আপনি বেচে যাবেন প্রতারণার হাত থেকে।সকলকে পোষ্টটি দেখার এবং শেয়ার করার অনুরোধ রইলো।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন আপনারা?
আশা করি ভালো আছেন।
তবে আমি ভালো নেই।

কিছুদিন আগে একটি পোষ্ট করেছিলাম হয়তো আপনাদের মনে আছে!
যেখানে আমি দেখিয়েছিলাম কি ভাবে whatsapp গ্রুপ থেকে ডলার কিনে বেচে প্রতিদিন ইনকাম করবেন।
সেখানে আমি নিচে দেওয়া আমাদের একটি whatsapp গ্রুপ ও দিয়েছিলাম।

গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

Trusted Dollar buy/sell group

আমাদের গ্রুপে প্রতিদিন নিরাপদে ৫০-২০০ ডলার বা তারো বেশি ডলার কেনা বেচা হচ্ছে কোন সমস্যা ছাড়াই।

এখন আসি মূল সমস্যায়।


একটি প্রতারক চক্র কিছু নাম্বার নিয়ে আমাদের গ্রুপ সহো বিভিন্য whats app গ্রুপে যুক্ত হয়ে রয়েছে।

যখন সেই গ্রুপ গুলোতে কেউ ডলার ক্রয় বা বিক্রির কথা হবে তখন তারা সেই লোক কে তাদের করা অন্য গ্রুপে যোগ করে দেয় এবং বিভিন্য ভাবে লোভ দেখিয়ে ডলার ক্রয়ে উৎসাহিত করে।
এবং একই সময় অন্য একজন সেই গ্রুপের ক্রেতা সেজে এডমিন থেকে ডলার ক্রয় করে।(শুধুই যিনি সত্যি কিনবেন তাকে দেখানোর জন্য)



উপরের ছবিটিতে লক্ষ করুন।


এখানে ১ মিনিটের মাঝেই তারা টাকা দিয়ে দিলো এবং ডলার নিয়ে নিলো।(যেটা কখনোই সম্ভব নয়!কারণ বিকাশ থেকে টাকা পাঠাতেও এর চেয়ে বেশি সময় লাগে।)

তবে মূল ভিক্টিম ভাবছে যে যেহেতু এডমিন উনার সাথে ভালো লেন দেন করেছে তাই আমার কোন ভায় নেয়। তখন উনিও এডমিন কে টাকা দেয়। আর এডমিন মানে প্রতারক তা মেরে দেয়।

কিছু প্রতারণার ছবি দেখুন তা হলে ব্যপার টা বুঝতে আরো সহজ হবে।





এখন অবদি পাওয়া প্রতারক চক্রের নাম্বার গুলো হলো ঃ


01726255270
01738066587
01869022281
01774161888
01646296408
01766345060
01754899497

সকলে উপরের এই নাম্বার গুলো থেকে সাবধান থাকবেন।


আর বড় কোন লেন দেন করতে চাইলে exchange site গুলো ব্যবহার
ভালো থাকবেন,সতর্ক থাকবেন।
ধন্যবাদ।