আসসালামু আলাইকুম!
আপনারা যারা আমার ১ম পোস্টটি দেখেন নি, তারা কাইন্ডলি আগে এখান থেকে দেখে নিন এখান থেকে

প্রথমে আপনাদের কিছু কথা বলি। আপনারা আমার আগের পোস্টটায় কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। কেউ রিপোর্টও করেছেন। কিন্তু কিসের স্বার্থে? আপনাদের জানিয়ে কি আমি কি খুব বড় ভুল করে ফেলছি? ? পোস্ট অন্যরা নাহয় দিয়েছে, কিন্তু কেউ কি আপডেট দিয়েছে?
দেইনি।
তাহলে কেন আপনারা রিপোর্ট মেরে বা খারাপ ফিডব্যাক জানিয়ে অন্যরা যারা লেজিট সাইট / অ্যাপ খুজছেন তাদের মনবল ভাঙ্গছেন?
এটা একদম ঠিক না, আগে যাচাই করবেন, তারপর রিপোর্ট মারবেন। তার আগে রিপোর্ট মেরে পোস্টদাতা কিংবা পাঠকের মন ভাঙ্গবেন না। এতে কিন্তু আপনাদেরই লস! কারণ পরবর্তীতে আপনাদের কারণে অন্যরা আপডেট পাবেন না।

কেউ খারাপ ফিডব্যাক চাইলে আপিডেট দিতেই চাইবেনা।

যাই হোক, মূল পোস্টে আসা যাক!

যারা স্পীন খেলেছেন, তারা নিশ্চয় কিছু BHT পেয়েছেন। এটা আসলে কি তা কেউ জানেন না হয়তো।

যাক এইবার জানিয়ে নেই।

BHT হলো ByteHub Token. এটি স্ট্যাক করলে প্রতিদিন কিছু না কিছু বোনাস পাবেন, যা আপনার একাউন্টে যুক্ত হবে। এরজন্য কিছু বিএইচটি টোকেন আপনার থেকে আপনার একাউন্টে স্ট্যাক করে নিতে হবে।

এইজন্য যা করবেন, তা হলোঃ
প্রথমে অ্যাপসে প্রবেশ করুন।

তারপর Divident এ ঢুকুন।

Stake এ যান

এইবার যত বিএইচটি আছে, সে পরিমান স্ট্যাক করে দিন। (যদি ২৬৫ থাকে, তবে ২৬০ এড করবেন। যদি ৩০৪৫ থাকে, তবে ৩০৪০ এড করবেন। মোট কথা, দশ পরিমান সংখ্যা এড করবেন)

২৪ ঘন্টা পরে Divident এ গিয়ে ক্লাইম করলে আপনি বোনাস পেয়ে যাবেন।

এটি পার্মানেন্ট আয় । সুতরাং যত পারুন, বিএইচটি জমান, স্ট্যাক করুন আর আয় করুন পার্মেন্টলি।

ধন্যবাদ

আল্লাহ হাফেজ।

বিঃদ্রঃ এটা আমার বাইটহাব নিয়ে সেকেন্ড পোস্ট। আমার জানামতে এই তথ্য নিয়ে এর আগে কেউ ট্রিকবিডিতে পোস্ট করেনি। সুতরাং, পরবর্তী আপডেট আমি জানাবো। এই নিয়ে আর কেউ দয়া করে পোস্ট করবেন না। এডমিনগণ একটু সজাগ দৃষ্টি রাখবেন। আর পরবর্তী তথ্য পেতে আমার সাথে থাকবেন । যারা একাউন্ট করেননি, তাড়াতাড়ি করে নিন। হয়তো Miracletele এর মতো এটিও বাংলাদেশ থেকে ব্যান করে দিতে পারে। সুতরাং জলদি করুন।

18 thoughts on "(আপডেট-২) ByteHub স্পীনার দিয়ে আয় করুন পার্মানেন্টলি!!"

  1. Avatar photo rex boy Contributor says:
    hmm ata new updt chilo. thnx
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই
  2. Avatar photo rex boy Contributor says:
    hmm ata new updt chilo. thnx
  3. Avatar photo Shishir Contributor says:
    ভাই মিরাকেল টিলি বাংলাদেশ থেকে ব্যান করলো কেন????আমার ৯০ টিলি ছিল
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      কারণ হলো, আমরা অতিরিক্ত নিয়ে ফেলছি। অথচ আমাদের থেকে তারা বেনিফিট পাচ্ছিলো না। লাইক আমরা ৩-৪ টা রেফার করেই হাজার টাকা নিয়ে নিচ্ছি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষেরাও হাজার টাকা নিচ্ছে । কিন্তু বাংলাদেশ ব্যান, ভারত এনাবলেড। কেন? কারণ আমরা রেফার করতিছি ৩-৪ জন, ওরা করতেছে মিনিমাম ১০-১৫ জন। তাহলে দেখুন, আপনি যে ৩-৪ রেফার করছেন তাকে হাজার টাকা দিবেন? নাকি যে আপনাকে ১০-১৫ জন দিচ্ছেন তাকে হাজার টাকা দিবেন? ? ব্যাপারটা এখানেই। আরেকটা ব্যাপার কি, ভারতে অসংখ্যাক রেফার করা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে একজন ভিক্ষুক ও অনলাইন আয়ে জড়িত। আর হিজড়ারা তো বিগোতে অবস্থার দফারফা করে ফেলতেছে। তাহলে বলুন কেন বাংলাদেশকে তারা ব্যান করবেনা? বাংলাদেশকে যে টাকা দিচ্ছে, সেটা ভারত কে দিয়ে তারা বেনিফিট পাচ্ছে। আশা করি বুজাহতে পেরেছি
  4. Avatar photo ShuvOSk Contributor says:
    ভাই ByteHub এ ContinueUs Facebook এ ছাপ দিলে কাজ হচ্ছে না কি করব
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      ইন্সটাগ্রামের গ্রুপে জয়েন হোন, ওখানে সবাই এক্টিভ
  5. minhazislam9945 Author says:
    Stake korle kon coin gulo claim korte parbo?
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      সবই নিতে পারবেন। কিন্তু আমি প্রেফার করবো, ইথিনিয়াম। এটা বেশিই দেই
  6. Avatar photo Ridoy Mahmud Contributor says:
    Ato BHT to pawai jayna olpo ja pawa jay tai stack kore dilam
  7. Avatar photo rabbisarkar Contributor says:
    Nice waiting for nxt one
  8. Avatar photo Ridoy Mahmud Contributor says:
    @Tushan bro… Apnar fb id ta diyen to kisu kotha ase…
  9. Avatar photo Dr.Masud Contributor says:
    Vai memonic vule geci r akta id o hosce na akhon clone korbo kivabe bolen
  10. Avatar photo Nahid Expert Author says:
    goribder jomno na
  11. Avatar photo S.D.Hridoy Contributor says:
    Vai ETH a exchange korchi akhan Aata theke BTC nebo kivabe r coinbase a nebo kivabe please janan…vai

Leave a Reply