♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
আজ অনেক দিন পরে ট্রিকবিডিতে লিখতে বসলাম।আজকে আপনাদের সামনে Vodi অ্যাপের একটি পোস্ট নিয়ে হাজির হলাম।vodi অ্যাপ সম্পর্কে কম বেশি সবাই জানেন তাই আসলে বিস্তারিত না হলে মূল আলোচনায় আসি। Vodi অ্যাপে Pirate kings গেমটি ডাউনলোড করে হ্যাক করে খেলে কিভাবে ২০৩০ পয়েন্ট নিবেন সেটাই আজকে দেখাব।এই ২০৩০ পয়েন্ট দিয়ে আপনারা ১৫০+ টাকা রিচার্জ নিতে পারবেন যা অনেকের হেল্প হবে বলে আজকের পোস্টটি করা।তো চলুন বেশি কথা না বলে মূল পোস্টে আসা যাক।
♥প্রথমে Solo Vpn অথবা Supar Vpn এর Us সার্ভারটি কানেক্ট করুন।এটা দিয়ে গেমটি না আসলে অন্য সার্ভার দিয়ে ট্রাই করতে পারেন,তারপর Vodi অ্যাপে গিয়ে Earn Points লেখায় ক্লিক করার পর।নিচের দেখানো গেমটি খুজে বাহির করুন।না পেলে সার্ভার Change করে ট্রাই করুন।এই গেমটি ২ লেভেল খেলার সাথে সাথে পয়েন্ট দিয়ে দেয়।নিচের স্ক্রিনশটটি সংগৃহিত।
তারপর এর উপর ক্লিক করুন,তারপর একটি ব্রাউজারে নিয়ে যাবে সেখানে একটি পেজ আসবে Go to offer লেখায় ক্লিক করুন।তারপর Playstore নিয়ে যাবে সেখান থেকে গেমটি ডাউনলোড করুন।
তারপর গেমটি ডাউনলোড করুন এবং ডাউনলোড শেষে ওপেন করুন।ওপেন করলে নিচের মত দেখাবে আপনি Guest এ ক্লিক করে খেলুন।আমি যে ভাবে যে ভাবে বলছি সেরকম করবেন ফেসবুক দিয়ে আগে খেলবেন না।কেন কারণটি নিচে বলব।
তারপর কিছুক্ষণন নিচের মত লোড নিবে।আর একটি কথা আগেই বলে রাখি গেমটি ওপেন করার কিছুক্ষণ পর Vpn ডিসকানেক্ট করে দিবেন।
তারপর নিচের মত পেজ আসবে সেখান স্পিনে ক্লিক করতে বলবে।স্পিনে ক্লিক করে কাজ করুন,এখানে আসলে খেলা কঠিন না কয়েন মাস্টারের সাথে সেম এই গেমটি কাজ হলো স্পিন করা নিচের মত,
আর স্টোর থেকে নিচের দেখানো জিনিস গুলো কিনা,এর আগে ডেন্ট অ্যাপে কয়েন মাস্টার খেলছেন সবাই।তাই আর কিভাবে খেলবেন বিস্তারিত বললাম না কারণ কয়েন মাস্টার গেম আর এই গেমটি সেম।
তো প্রথমে গেষ্ট হয়ে খেললে ৫-১০ স্পিন ফ্রি দিবে,খেলতে খেলতে আবার ১০-২০ স্পিন ফ্রিতে দিবে।তার পর যখন সব স্পিন শেষ হয়ে যাবে।তখন নিচের মত একটা অপশন দেখাবে আপনারা Awesome লেখার উপর ক্লিক করে দিবেন।তাহলে ৫০ স্পিন ফ্রিতে পাবেন।সব স্পিন শেষ করে স্টোর থেকে কিনে ফেলুন পয়েন্ট জমা করে রাখবেন না এটার্ক পরতে পারে।
তারপর সেই ৫০ স্পিন শেষ হলে,এখন ফেসবুক আইডি কানেক্ট করুন।ফেসবুক আইডি কানেক্ট করলে ১ m পয়েন্ট এবং ৫০ স্পিন ফ্রিতে পাবেন।ফেসবুক কানেক্ট করতে স্পিন মিটার টার উপর ক্লিক করতে থাকবেন স্পিন শেষ হলে তাহলে পেয়ে যাবেন।
হ্যাক করবেন যেভাবেঃ
pirate kings গেমটি হ্যাক করতে আসলে একটু বিরক্ত লাগে,অনেক সময় হ্যাক হয় না সব কিছু আগেই বলে রাখি।কারণ এটি Board king’s গেমটির মত অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পয়েন্ট স্পিন বোনাস নেয়া যায়।তো এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না বা করতে অনেক সময় নেয়।যাই হোক আমি আপনাদের সিস্টেম টা শিখায় দেই আপনারা করতে পারেন।এটাকে আপনারা ভাগ্যের খেলা বলতে পারেন হ্যাকটিকে??নিচের দেখানো ৩ ডট আইকনে ক্লিক করুন।
তারপর My Mateys লেখার উপর ক্লিক করুন।
তারপর Add new লেখার উপর ক্লিক করুন।
তারপর Add friend by code লেখার উপর ক্লিক করুন।
তারপর নিচের মত পেজ আসবে সেখানে কোড সার্চ করে রিকোয়েস্ট দিতে হবে।
তারপর এখানে ক্লিক করুন নিচের মত আসবে সেখান থেকে একটি একটি করে কোড কপি করুন।তারপর ওখানে গিয়ে সার্চ করুন।
সার্চ করার পর নিচের মত SENT REQUEST লেখার উপর ক্লিক করুন।এর পর একটা একটা করে কোড কপি করুন আর সার্চ করে রিকোয়েস্ট দিন।
তারপর অফার আসলে নিবেন যেভাবে,রিকোয়েস্ট accept করলে আপনার ফোনের স্কিনে নোটিফিকেশন আসবে।তারপর গেমটিকে মিনিমাইজ থেকে সরায় আবার ঢুকুন তারপর নিচের দেখানো অফার আইকনে ক্লিক করুন।
তারপর এরকম শো করবে Claime লেখার উপর ক্লিক করে ক্লাইম করে নিন।
বি:দ্রঃআশা করি হ্যাক ট্রিক লাগবে না কারণ যে সিস্টেমে দেখাইলাম ঠিক ভাবে খেললে তার আগেই ২ লেভেল শেষ হয়ে যাবে।তারপরও শেষ না হলে হ্যাক করতে পারেন।আর সঠিক ভাবে না বুঝলে নিচ থেকে ভিডিওটি দেখে নিন।
যারা পোস্টটি দেখে কিছু বুঝতে পারেনি তারা নিচ থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।
↓
↓
?আপনি যদি Tech (প্রযুক্তি) বিষয়ক বা অ্যাপ রিভিউ নিয়ে ভিডিও সবার পেতে চান তাহলে অবশ্যই নিচের লিংকে ক্লিক করে চ্যানেলটি subscribe করুন।
↑
please subscribe my Channel
↓
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ