প্রথমেই সবার প্রতি আমার অনেক প্রীতি, শুভেচ্ছা নিয়ে অনেক দিন পর আজকে ট্রিকবিডিতে পোষ্ট করছি ।
কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন কারণ আমি অনেক দিন যাবত ট্রিকবিডি ভিজিট করি নি তাই নতুন কোন ট্রিকবিডির রুল থাকলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়ে থাকে ।
অনেক দিন পর আজকে ভাবলাম ট্রিকবিডিতে্ একটা পোষ্ট করা যাক যাতে সবার কাজে লাগে ।
প্রথমেই শিরোনাম দেখে বোঝে গেছেন যে, কিসের উপর পোষ্টটি করছি ।
আমরা (বেশির ভাগ ট্রিকবিডিতে আউটসোর্সিং নিযে যা ভাবি তা অনেকটাই এরকম যে শুধু টাকা কীভাবে প্যাকেটে ঢুকবে এই চিন্তা) trickbd এর Recently Post গুলো দেখলে এরকমটাই মনে হয় ।
আউটসোসিং বলে অন্য কথা । ….টাকার পিছনে না ছুটে কোন কিছু শিখেন তাহলে টাকা আপনার পিছনে ছুটবে… [আমি মনে করি] ।
কারণ টাকার পিছনে ছুটে আমাদের মাঝে যে একটা মনুষত্ব্য আছে তাই আমরা হারিয়ে ফেলি ।
নিচে কিছু Example দিচ্ছি :
২. Vodi App hack করে ১০ মিনিটে ১০০০ টাকা এটা্ও সবাই নিবে ।
৩. ১ ঘণ্টায় ১০০০ টাকা কোন কাজ না করেই শুধু ভিডিও দেখে ।
৪. ডেটিং , সার্ভে, ভিডিও দেখেন, PTC, PPL, PPD, App review আরও কত কি যেগুলো আউটসোর্সিং হিসেবে বলে থাকি এগুলো কি আপনার জীবনে সফলতা এনে দিয়েছে ? এবং আপনি কি বলতে পারবেন এগুলো ভালো কাজ scam or legal?
মনুষত্ব্য কী বলে তা একবার ভাবুন তো ?
আসলে এগুলো আমাদের দেশের ফোরাম সাইটগুলো সমর্থন করে তাই আমরাও ট্রেইনাররা পোষ্ট করি ।
যাই হোক, আমি কোন সফল ব্যক্তি বা কোন Famous Person না তাই এতকিছু বলছি না, কারণ আমিও একসময় এরকমটাই করছিলাম ।
মূল কথায় আশা যাক ।
Youtube এর ফ্রিল্যান্সার নাসিমকে অনেকেই চিনে থাকবেন । যারা চিনেন না তারা Youtube এ “Freelancer Nasim ” লিখে search করলেই তাকে পাবেন ।
তার ৩ লক্ষ এর অধিক subscriber এবং তিনি ফ্রিন্যান্সিং বিষয়ে অনেক ভালো ভালো উপদেশ দিয়ে থাকেন ।
যেহেতু তার এত subscriber তাই আমি কিন্তু তার subscriber বাড়ানোর জন্য এখানে আসি নি । তিনি ৮-১২ মাসের ফ্রি ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট
প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তাই সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ট্রিকবিডি থেকেই বেশ কয়েকটা সফল ওয়েব ডিজাইন ও ডেভলপার তৈরি হয় ।
এবং তিনি ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট শিখিয়ে থাকেন ।
আর তিনি ১০০০ জনের জন্য ৮-১২ মাসের ফ্রি ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট এর প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ।
( যেখানে ৬ মাসের প্রশিক্ষণে ৩০০০০ এর মতো টাকা লাগে যেমন Creative IT, Coderstrust etc training center এ. )
যেভাবে ফ্রি প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন:-
প্রথমেই নিচের ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনি Freelancer Nasim কে না চিনে থাকেন ।
আমি আগেই বলেছি, সঠিক গাইডলাইন না থাকার কারণে আমরা কোন পথে যাই ।
আমাদের দেশের তরুনরা ফ্রিল্যান্সিং বিষয়ে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে খারাপ পথে চলে যায় । (তার মধ্যে আমিও একজন)
কিন্তু এখন দিন এসেছে, সময় পাল্টেছে তাই আপনি যদি কোন কাজ না জানেন
তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয় ।
অক্লান্ত পরিশ্রম আর সাধনার দ্বারাই ফ্রিল্যান্সিং সম্ভব বলে (আমি মনে করি) ।
আমার এক বন্ধুর কাছ থেকে তার এক ভাইয়ের কথা শুনেছিলাম যে কি না মাসে 200$ এর মতো আয় করে (কি কাজ করে জনেন?)
তাকে এ বিষয়ে বললে সে বলে dating রিলেটেড এবং তাকে আরও প্রশ্ন করলে বলে ভাইটা CSE তে পড়ে । শুনে আমিও অবাক । কারণ CSE ছাত্র হিসেবে অবশ্যই কোন Programming রিলেটেড শেখা উচিৎ (dating কেন ভাই, আপনারা কি ছাত্ররা দেশের নাম উজ্জ্বল করবেন না ডুবাবেন?) ।
যেখানে একজন সফল Web Designer (CSE ছাত্র ছাড়া) মাসে 1000$ এর ও অধিক ইনকাম করে তাহলে আপনারা CSE (Computer Science and Engineering) ছাত্ররা এরকম কেন করেন ?
দেশের শিক্ষিত সমাজ ভালো পথে চললে তবেই তো আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারবো, তাই নয় কী?
আমি চাই আপনারা আমরা সবাই একে অপরের সহযোগিতাই এগিয়ে আসি, বেকার মুক্ত দেশ গড়ি scam, illegal জিনিসকে না বলি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি ।
আজকে আমার পোষ্ট এখানেই শেষ করছি, সবাই সবার সহযোগিতা করি, বেকারমুক্ত-শান্তি সৃঙ্খল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ি ।