আসসালামু আলাইকুম

অনলাইনে আয়ের অনেকগুলো মাধ্যম ট্রিকবিডির মাধ্যমে আমরা জেনেছি।
অনেকেই চায় অনলাইনে শুধু শুধু সময় নষ্ট না করে কিছু আয় করতে।
তাই আজকে এমন একটি আর্নিং সিষ্টেম শেয়ার করবো যার মাধ্যমে ফ্রী সময়টা কাজে লাগিয়ে অন্তত পকেট খরচটুকু আয় করে নিতে পারবেন।

আজকে দেখাবো কিভাবে অবসর সময়টা কাজে লাগিয়ে ইউটিউব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি সোস্যাল মিডিয়ার কাজ করে আয় করবেন।

তো চলুন শুরু করা যাক,,,,

প্রথমে এখানে ক্লিক করুন
এরপর রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন

রেজিষ্ট্রেশন করতে ইউজার নেম এভাবে দিবেন: MHz1649

রেজিষ্ট্রেশন করার পর লগইন করুন

এবার আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। আর এই পয়েন্ট বিক্রি করে আয় হবে।

এখানে পয়েন্ট সংগ্রহ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। যার মাধ্যমে খুব সহজে পয়েন্ট সংগ্রহ করা যায়।

পয়েন্ট আয় করতে এখানে ক্লিক করুন

এবার আপনি কিভাবে আয় করবেন তা সিলেক্ট করুন

ইউটিউব সাবস্ক্রাইবের কাজ করতে এখানে ক্লিক করুন।

এরপর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আপনাকে অন্য একটি ট্যাবে নিয়ে যাবে।

সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিরে আসুন। দেখবেন পয়েন্ট এ্যাড হয়েছে।
একইভাবে সব কাজগুলো করতে হবে।

কিভাবে আয় হবে?

এখানে পয়েন্ট সংগ্রহ করে আয় করতে পারবেন।
আর সবথেকে ভালো কথা হলো এখানে রয়েছে আনলিমিটেড কাজ।
সারাদিন কাজ করলেও কাজ শেষ হবে না।

একটি ইউটিউব সাবস্ক্রাইব করে পাবেন সর্বোচ্চ ৯ পয়েন্ট।
আর এখানের প্রতি পয়েন্ট কে পয়সা হিসেবে ধরতে হবে।

তার মানে একটি ইউটিউব সাবস্ক্রাইব এ ৯পয়সা।

আর একটি ইউটিউব সাবস্ক্রাইব করতে সময় লাগে ৩-৫সেকেন্ড

এভাবে আনলিমিটেড সোস্যাল মিডিয়ার কাজ করে পয়েন্ট আয় করতে পারবেন।

কিভাবে পয়েন্ট বিক্রি করবেন?

like4like এ পয়েন্ট বিক্রি করার কোন অপশন নেই।
তবে যারা সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে তাদের এই পয়েন্ট দরকার হয়।

তাই আপনারা আমার কাছে খুব সহজে পয়েন্ট বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন।

১০,০০০ পয়েন্ট হলে সেই আইডি বিক্রি করে ১০০ টাকা বিকাশে নিতে পারবেন।

বি:দ্রঃ শুধুমাত্র ১০,০০০ পয়েন্ট আইডি বিক্রি করতে পারবেন।

এবং পয়েন্ট দেওয়ার সাথে সাথেই টাকা পেয়ে যাবেন।

কিভাবে বেশি আয় হবে

এখানে আপনি প্রতি ইউটিউব সাবস্ক্রাইব এ পাবেন ৯ পয়েন্ট বা ৯পয়সা।

১১টি সাবস্ক্রাইব করে পাবেন ১টাকা।

প্রতি সাবস্ক্রাইব এ টাইম লাগে বড়জোর ৩-৫ সেকেন্ড।

এভাবে ফেসবুক লাইক,কমেন্ট,শেয়ার টুইটার লাইক,ফলো,রিটুইট ইত্যাদি কাজ করে খুব সহজে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।

খুব দ্রুত পয়েন্ট সংগ্রহ করার জন্য puffin web browser ব্যবহার করতে পারেন। এটি খুব দ্রুত লোড নেয়।

Like4Like এর কাজ করতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আইডির প্রয়োজন হয়। আপনি চাইলে ট্রিকবিডি ফলো করে এসবের আনলিমিটেড আইডি খুলতে পারেন। তাহলে খুব তারাতাড়ি পয়েন্ট আয় হবে।

আর এখানে পয়েন্ট সংগ্রহ করা খুব সহজ। ১০০০ পয়েন্ট করতে ২০-৩০ মিনিট লাগতে পারে।

তাই খুব সহজেই সোস্যাল মিডিয়ার কাজ করে অন্তত নিজের পকেট খরচটুকু আয় করতে পারবেন।

তো আজকে এ পর্যন্তই,,,

আল্লাহ হাফেজ

14 thoughts on "খুব সহজ কাজ করে অনলাইনে আয় করুন। পেমেন্ট নিন সাথে সাথে সরাসরি বিকাশে।(must see)"

  1. Md Mostakim Contributor says:
    এক্ষুণি ট্রাই করব।
    1. Avatar photo Mahadi Hasan Author Post Creator says:
      Okk
  2. Avatar photo AshesOrnob Author says:
    Erokom hazar hazar site ase! Koyekjon re payment dey koydin..

    Erpor like subscribers/like/ views esb Niye payment na diye vage!!

    1. Avatar photo max niloy Author says:
      Hm..Rights
    2. Avatar photo Mahadi Hasan Author Post Creator says:
      ??
  3. Avatar photo Mahadi Hasan Author Post Creator says:
    apni site er kotha bolsen?
    Naki amar kotha?
    Site payment day na. Point sell dia amar kas theke tk nite parben. R tk paben 100%
  4. Avatar photo max niloy Author says:
    5000 point 50 tk kih kinben?
    1. Avatar photo Mahadi Hasan Author Post Creator says:
      Facebook a knock den
  5. Avatar photo NaZmuL HaQuE Contributor says:
    Fao ajaira site…kaj kore lav nai….mara khaben must..
    1. Avatar photo Mahadi Hasan Author Post Creator says:
      Bro site payment dibe na. Ami dibo
    2. Avatar photo NaZmuL HaQuE Contributor says:
      khub vlo.
  6. Avatar photo R.K Shanto Contributor says:
    Payment prove nai r ato somoy ke dibe falto post
  7. Avatar photo Habib Contributor says:
    আমার কাছে ১০০০+ কয়েন আছে কিভাবে বিক্রি করব?
  8. Avatar photo Habib Contributor says:
    ফেসবুকে রিকুয়েস্ট দিয়েছি একসেপ্ট করেন।

Leave a Reply