বিশেষ দ্রষ্টব্যঃ যারা শুধুমাত্র বোনাস পাওয়ার আশায় আমার আর্টিকেলটিতে মনোনিবেশ করেছেন তাদের প্রতি আমার স্নেহসিক্ত আহবান দয়া করে ব্যাক বাটনটি প্রেস করুন। এটা ফ্রি টাকা পাওয়ার কোনো সাইট না বা কোনো পিটিসি কিংবা ইনভেস্ট সাইট না। এটা দক্ষদের কাজ পাওয়া তথা কাজ করার যায়গা। অযথা মার্কেটপ্লেসটির পরিবেশ নষ্ট করবেন না।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হয়তো ভালো আছেন। তবে কতটুকু?
বিশেষত যারা নব্য ফ্রিল্যান্সার তারা হয়তো ভালো নেই। বারং বার অজস্র প্রোজেক্টে বিড করেও কাজ পাচ্ছেন না কিংবা দিন যায় মাস যায় গিগে কোনো অর্ডার নেই ।এদিকে অনেক মার্কেটপ্লেসে বিড করতেও উল্টো খসাতে হয় পকেটের টাকা।
ডোন্ট ওরি, আপনাদের কাজ পাওয়ার সুযোগ একটু হলেও বাড়িয়ে দেওয়ার জন্য আজও আমি আপনাদের সামনে এসেছি আরও একটি ফ্রিল্যান্সিং মার্কেটের সন্ধান নিয়ে।
তো চলুন কথা না বাড়িয়ে সাইটটির সাথে পরিচয় করিয়ে দেই।
সাইটটির নাম হচ্ছে BeeEarn.com
মার্কেটপ্লেসটিতে যোগ দিতে এখানে চাপুন।
This Is an affiliate link. When you earn money by completing projects I will get some bonus. They offered me for being a member of their marketing team by showing my previus articles posted on trickbd. That’s why I am proud to be a member of trickbd. You may also join without affiliate link from here.
এখানে এমপ্লয়ার অথবা ফ্রিল্যান্সার হিসাবে যোগ দিতে পারবেন।
এমপ্লয়ার হিসাবে জয়েন করলে সাইটটিতে আপনি আপনার কাজ (যেগুলো করানোর জন্য কর্মী খুজছেন) পোস্ট করতে পারবেন ।এবং ফ্রিল্যান্সার হিসাবে জয়েন করলে সেই কাজগুলোর জন্য apply করতে পারবেন।
একজন ফ্রিল্যান্সার হিসেবে অন্যসব সাইটের মতই নিজের ফ্রিল্যান্সার প্রোফাইলে skills, portfolio, experience, certifications অ্যাড করার সুবিধা রয়েছে। তাছাড়া আপনার রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া অনুমতি সাপেক্ষে আপনার skills এর সাথে মিল থাকা কাজ/প্রোজেক্ট পোস্ট করা হলে সেগুলোর নোটিফিকেশন আপনার ইমেইলে পাবেন।
অন্যসব সাইটের মতই বিড করার সময় এমাউন্ট , কাজের জন্য প্রয়োজনীয় সময় এবং প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে দিতে পারবেন। আপনার বিডের প্রত্যুত্তরের জন্য এমপ্লয়াররা আপনাকে ম্যাসেজ করতে পারবেন। সেই ম্যাসেজের নোটিফিকেশন আপনি ইমেইল মারফত পেয়ে যাবেন।
সাইটটি বাংলাদেশ, ভারত এবং নেপাল এই তিনটি দেশকে উদ্যেশ্য করে যাত্রা শুরু করেছে। পরবর্তীতে তারা হয়তো তাদের সেবাটি সারা বিশ্ববাসীর নিকট নিয়ে যেতে সক্ষম হবে। একটি ইন্টারনেশনাল সাইট হিসাবে তাদের ওয়েবসাইটে ইউএসডি কারেন্সি দেওয়া থাকলেও এখান থেকে সরাসরি Mobile Topup, বিকাশ, রকেট এ টাকা তুলতে পারবেন।
তাছাড়া এমপ্লয়ার/ফ্রিল্যান্সার হিসাবে যেকোনো সাহায্যের জন্য তাদের ফেসবুক পেজ এ যোগাযোগ করতে পারেন। সকল কর্মদিবসে তারা অতি-দ্রুত রেসপন্স করে।
আর হ্যা, তারা জয়েনিং বোনাস হিসাবে প্রত্যেককে ১ ইউ এস ডলার দিয়ে থাকে। তবে এর জন্য আপনাকে বোনাসটি ক্লেইম করতে হবে। এটি সিম্পল একটি প্রসেস; যেটা তাদের সাইটে গেলেই বুঝতে পারবেন। তাও আপনাদের সমস্যা হলে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব।
তাদের সাইটে মিনিমাম উইথড্রয়াল ১০ ইউ এস ডলার। তাই শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য একাউন্ট খুললে সেই টাকা উইথড্র করতে পারবেন না।উইথড্র করার জন্য আপনার ব্যালান্সে কমপক্ষে ১০ ডলার থাকতে হবে এবং সেই টাকা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। তাই শুধুমাত্র টাকা পাওয়ার লোভে এখানে একাউন্ট না করাটাই উত্তম। আগে কাজ শিখুন তারপর এই জগতের দিকে পা বাড়ান।
সুবিধাসমূহঃ
- খুব সহযেই পার্শবর্তী দেশের মানুষের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন।
- প্রোজেক্টের শেষে সার্ভিস চার্জ বাবত প্রোজেক্টের মোট বাজেটের ২০% কমিশন কর্তৃপক্ষ রেখে দেয়; যেটা পুষিয়ে নেয়ার মতো।
- বর্তমানে আমি যখন পোস্টটি লিখছি, সাইটটিতে সার্ভিস চার্জ বাবত নেওয়া ২০% কমিশন থেকে cashback ১০% ই আবার ফ্রিল্যান্সারকে ফিরিয়ে দেওয়ার cash অফার চলছে।
- যেকোনো প্রয়োজনে Chat bot এর মাধ্যমে লাইভ এডমিন সাপোর্ট।
- প্রতারণার ঝুঁকি নেই।
অসুবিধাসমূহঃ
- ফ্রিল্যান্সার হয়ে আপনি এমপ্লয়ারের সাথে ম্যাসেজ সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না যতক্ষন না ওনি আপনাকে ইনবক্সে নক করছেন।
- বিড এক্সেপ্ট হওয়ার আগে তাদের ম্যাসেজ সিস্টেমে আপনি শুধুমাত্র টেক্সট/লিখিত বার্তা ছাড়া অন্য কিছু (অডিও/ভিডিও/অন্য কোনো ফাইল) প্রেরণ করতে পারবেন না।
- বিড এক্সেপ্ট করার আগে কোনো ধরনের সামাজিক যোগযোগ মাধ্যম/মোবাইল নম্বর শেয়ার করা যাবে না।
- তাদের নীতিমালাসমূহের কোনোও একটি অমান্য করলে এবং তা ধরা পড়লে প্রথমবার ৭ দিনের জন্য একাউন্ট ব্যান করা হবে এবং পরবর্তীতে আবার অনুরূপ কাজ করলে বিনা নোটিশে আজীবনের জন্য একাউন্ট ব্যান করা হবে।