আসসালামু আলাইকুম বন্ধুরা
কেমন আছেন???
আশা করি সকলে ভালোই আছি। আর আমাদের ভালো থাকার জন্যই হয়তো বিন্যান্স ডেক্স সুখবর দিলো!!
সুখবরটা কি??
বন্ধুরা, এখন আপনারা চাইলে বিন্যান্স ডেক্সে Doge কয়েন দিয়ে ট্রেড করতে পারবেন। এইক্ষেত্রে Doge/BTC, Doge/ETH, Doge/USDT ইত্যাদি ক্ষেত্রে আপনারা ট্রেড করতে পারবেন। আর ট্রেড করার জন্য আপনারা Doge কয়েন বিন্যান্সে আজ থেকে ডিপোজিট করতে পারবেন। বিন্যান্সে Doge কয়েন ট্রেড শুরু হওয়ায় এখন মোটামুটি Doge এর দাম বেড়েছে। ধারণা করা যায়, সামনে মোটামুটি আরো বাড়বে। আজকেই Doge এর সর্বোচ্চ রেট ধরা হইয়েছিলো প্রতি 100 Doge = 0.45 USD (বা প্রতি হাজার Doge = $4.5 USD) সুতরাং বুঝতেই পারছেন এখন থেকে Doge হোল্ড করে রাখতে পারলে সামনে ভালো একটা প্রফিট আপনারা আয় করতে পারবেন।
ভাই Doge আর্ণ করবো কিভাবে?
অনলাইনে ডগি আর্ণ করার অনেক পদ্ধতি আছে। কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে , টেলিগ্রাম বুটের মাধ্যমে আয়। টেলিগ্রাম বুট গুলো আপনাকে কিছু ইজি টাস্ক দিবে (যেমন বুটে জয়েন, চ্যানেলে জয়েন, লিংক ভিজিট) । এইসমস্থ টাস্ক গুলো কম্পিলিট করে আপনি প্রতিদিন ভাল একটা প্রফিটেবল ডগি আয় করতে পারবেন। তার জন্য বিশেষ করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবেনা। শুধুমাত্র অবসর সময়ের কিছু সময় শুধু টাস্ক গুলো কম্পিলিট করলেই মোটামুটি প্রতিদিন ভালো একটা প্রফিট আর্ণ করতে পারবেন। অনেক টেলিগ্রাম বুটে কাজ করে অবশেষে ভালো একটা টেলিগ্রাম বুট আজ আপনাদের জন্য নিয়ে আসলাম, যেটি উইথড্র ফি ফ্রি আর মাত্র ৪ ডগি হলেই আপনি উইথড্র করতে পারবেন। মজার ব্যাপার হলো ৪ ডগি আর্ণ করতে মাত্র ২ মিনিট সময় লেগেছে আমার। এবং আপনাদের সুবিদার্থে তা সাথে সাথে উইথড্র করেছি। ওয়ালেটে ডগি আসতে সময় নিয়েছে মাত্র ১০ মিনিটের কাছাকাছি। চলুন আর কথা না বাড়িয়ে ইনকাম করা শুরু করি দেই
প্রথমেই নিচের যেকোনো একটা লিংক থেকে টেলিগ্রাম বুটে জয়েন করে নিন।
রেফারসহ
ভালো লাগলে আমার রেফারে জয়েন হইয়েন
এইবার দেখবেন আপনার সামনে মোটামুটি অনেক গুলো অপশন। কিভাবে ইনকাম করবেন তা নিচেই বর্ণণা করছি।
Visit Sites: আপনি এই টাস্কে মূলত লিংক ভিজিট করবেন। বুট কর্তৃক প্রদত্ত লিংকে ঢুকে মাত্র ১০ সেকেন্ড অবস্থান করবেন (ক্ষেত্র বিশেষে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত সেকেন্ড অবস্থান করতে হবে) ১০ সেকেন্ড অবস্থান করার পর সাথে সাথে আপনাকে পেমেন্ট করে পরবর্তী লিংক টাস্ক দেওয়া হবে।
Messages bots: এই টাস্কে আপনাকে বুটে জয়েন করতে বলা হবে। বুটে জয়েন করে বুট কর্তৃক প্রদত্ত প্রথম মেসেজটি আপনি ডগি বুটে ফরওয়ার্ড করে দিবেন। ফরওয়ার্ডের সাথে সাথে আপনার ব্যালেন্সে ডগি যুক্ত হইয়ে যাবে এবং পরবর্তী টাস্ক চলে আসবে।
Join chats: এই টাস্কে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। মূলত এইখানের কাজ মেসেজ বুট টাস্কের মতো হলেও আপনাকে চ্যানেলে ২-২৪ ঘন্টা জয়েন হয়ে থাকা লাগবে। আপনার জয়েন ওরা রিভিউ করে ২ থেকে ২৪ ঘন্টা পর আপনার ডগি ব্যালেন্সে যুক্ত হইয়ে যাবে।
কাজগুলো যতটা কঠিন মনে হয়, আসলে ততটা কঠিন না। বলতে গেলে খুবই খুবই সহজ। আপনারা একবার চেষ্টা করলেই পারবেন।।
উইথড্র প্রসেসঃ
ডগি ক্লিক বুটের ড্যাশবোর্ডের “Balance” এ ক্লিক করবেন।
তাতেআপনার ব্যালেন্স কত আছে তা দেখাবে।
এইবার ” Withdraw” অপশনে ক্লিক করবেন।
যদি আপনার ব্যালেন্স ৪ ডগি বা তার বেশি হয়, তাহলে ডগি ওয়ালেটের এড্রেস চাইবে।
আপনার ডগি ওয়ালেটের এড্রেস সাবমিট করে দিবেন। গুগলে সার্চ দিলে অনেক ওয়ালেট পাবেন, যেকোনো একটা ডাউনলোড করে কাজ চালিয়ে নিতে পারেন।
এইবার কত ডগি উইথড্র দিতে চান তা উল্লেখ করবেন।
এইবার আপনাকে তারা কনফার্ম হতে বলবে। আপনি যদি ট্রাঞ্জেকশনটা কম্পিলিট করতে চান, তাহলে “কনফার্ম” বাটনে প্রেস করবেন।
আশা করি, মাত্র ১০-১২ মিনিটেই আপনার ওয়ালেটে ডগি চলে আসবে।
দেখুন, আমি এই বুট থেকে দুইবার পেমেন্ট নিয়েছি। দুইবারই চেক করার জন্য।
প্রতিদিন আমি এই বুটে কাজ করি। সচরাচর আমি বুট থেকে ডগি উইথড্র করি না, কারণ আমি উক্ত ডগিসমূহ দিয়ে বুটে বিভিন্ন অ্যাডভারটাইজমেনট দেই। আপনারাও চাইলে এখানে অ্যাডভারটাইজমেনট দিতে পারবেন। সেজন্য প্রতিদিন ভালো একটা অংকের প্রফিট গেইন করতে হবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভ কামনায় রইলো।
প্রোমোশনাল লিংকঃ
রিজনেবল দামে ক্রিপ্টোকারেন্সী ডলার (BTC/ETH/BAT) কেনা বেচা করতে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।