আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?!
আশা করি এই বৃষ্টিমুখর দিনে সবাই ভালো আছি।
আজকে আপনাদের জন্য একটা বিশেষ পোস্ট নিয়ে হাজির হলাম।
আপনারা অনেকেই বিটবক্সের কথা শুনেছেন। আমাদের সকলের ধারণা সাইটটি সবাইকে ডিপোজিট করলে $ দিচ্ছেন। কিন্ত আসলে তথ্যটি ভুল। কারণ এখানে আমরা মূলত ১০ মিনিটের একটা কাজ সম্পাদন করলেও সেটি মূলত ফরেক্স ট্রেডিং। এখানে মূলত আমরা ইথার ডলার দিয়ে এলএন নামক একটা ক্রিপ্টোকারেন্সি ক্রয় করেছি, যার ভ্যালু ২.১ = $১৮-$২০। এবং এলএন ক্রয় করে এবং সাথে সাথে তা ইথারে এক্সচ্যাঞ্জ করে বিক্রয় করছি। যার ফলে আমাদের ইথারের ভ্যালু বেড়ে যায় এবং যার কারণে আমরা মাত্র অল্প ইথার ইনভেস্ট করে বেশি ইথার পাচ্ছি। এটায় মূলত মেইন ফ্যাক্ট।
ট্রিকবিডি এর আগের পোস্টে শুধু মাত্র সাইন আপের নিয়ম দেখানো হইয়েছে। এই পোস্টে পুরো বিস্তারিত বর্ণনা করা হচ্ছে।
যারা নতুন তারা যেভাবে একাউন্ট করবেনঃ
পোস্টটি ফলো করে ইনকাম করতে চাইলে আপনাকে কিছু কথা অবশ্যই মেনে চলতে হবে। চলুন দেখে আসি কিসব রুলস আমাদের মেনে চলা আবশ্যক!!
★ প্রথমত অবশ্যই পাসপোর্টদারী কিংবা রিলেটিভ কারো পাসপোর্ট এবং তার একটা নর্মাল ছবি অবশ্যই লাগবে।
★ আমাদের কাজটাতে রেফার করা লাগবেনা। কাজটা টোটালি রেফার ফ্রি। যে কেউ ২০ ডলার ইজিলি কামিয়ে নিতে পারবেন। কিন্তু যে জয়েন করবেন তাকে আবশ্যিকভাবে কারো রেফারে জয়েন করতেই হবে। কারণ কন্টেস্টটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। ইনফ্যাক্ট আপনার কোনো ফ্রেন্ড জয়েন হতে চাইলে তাকে আপনার রেফারের অধীনেই জয়েন করতে হবে। নাহলে খুব সম্ভব তাকে কন্টেস্টে এলাউ করা হবেনা। আর একজনকে কন্টেস্টে আনতে পারলে আপনি পাবেন $১৫ ডলার, আর আপনার বন্ধু পাবেন $২০ ডলার।
★ ডিপোজিট করতে ভয় লাগে? স্বাভাবিক। আমারও লাগছিলো… ০.০২ ইথার মানে (৬ ডলার এর কাছাকাছি) বহু টাকা… কিন্তু আমার কৌতুহলটা বড্ড বেশি। করে দিলাম ডিপোজিট। তারপর ২০ মিনিট কোনো খবর নেই। তখন প্রতিটা মূহুর্ত আমার জন্য কষ্টকর হইয়ে গিয়েছিলো। কিন্তু ২০ মিনিটের পরই টাকাটা ডিপোজিট হয়ে তার ঠিক ১০ মিনিটের মাথায় আমার ওয়ালেটে $২০ রূপে স্থায়ীত্ব গ্রহণ করলো ? হেহেহে, মাঝখানে এই ১০ মিনিট আবার ছোট্ট একটা কাজ করা লাগছে। আচ্ছা, কখনো কি ভেবেছেন, ইন্টারনেটে বসবাসরত (!) আমার আপনার মত মানুষেরা কেন আমাদের টাকা দেই? নিশ্চয়ই কোনো কাহিনি আছে। আর এই সাইটে সে কাহিনীটা হলো, তারা আপনাকে দিয়ে ট্রেডিং করিয়ে, আপনার টাকা আপনাকেই ফেরত দিচ্ছে, যদিও সে টাকা তখন ফুলে ফেঁপে উঠছে তাও মাত্র কয়েকমিনিটে। মোটকথা, আপনি এখানে ফরেক্স ট্রেডিং করেই টাকা কামাচ্ছেন। আরেকটু ব্যাখ্যা করে বলি, আপনি ০.০২ ইথার ডিপোজিট করেছেন, এরমানে হলো আপনার একাউন্টের ব্যালেন্স তখন, ০.০২ ইথার। আপনি সেই ইথার দিয়ে কিনে নিলেন ২.১ লাইন কয়েন। যার মূল্য $২০ ডলার এর আশেপাশে। ব্যাপারটা এটাই। আপনাকে শুধু কষ্ট করে পাসপোর্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করে তারপর কোনোভাবে ০.০২ বা ইচ্ছে করলে তারও বেশি ইথার ডিপোজিট করতে হবে। আপনি এরপরে ট্রেড করে ২.১ এল এন বাই করবেন। তারপর সাথে সাথে আপনার এলএন কয়েন সেল দিয়ে ইথারিয়াম নিয়ে নিবেন। দেখবেন মূহুর্তেই তা $২০ এর কাছাকাছি চলে গেছে। আপনাদের সুবিধার্থে তাদের গত দুইটা রাউন্ড পর্যবেক্ষণ করে আজকে দুইটা একাউন্ট থেকে কন্টেস্টে অংশগ্রহণ করে পোস্টটি লিখছি। শিউর থাকেন, আপনার ইনভেস্টকৃত টাকা মাইর যাবেনা।
ইথার লাগলে পোস্টের শেষে প্রোমোশন লিংকের পোস্টের গ্রুপে জয়েন করে আমার থেকে কিনে নিতে পারেন চাইলে।
ধরে নেই, আপনি কাজ করতে আগ্রহি। তাহলে চলুন এইবার শুরু করি।
প্রথমে এই লিংকে যান।
তারপর নিচের বক্স টি ফিল আপ করুন। রেফার কোডঃ UTJEYF (দেওয়া বাধ্যতামূলক। আমার রেফারে জয়েন করতে না চাইলে অন্য কারো রেফারে জয়েন অবশ্যই করতে হবে)
এইবার bitbox.me এই সাইটে গিয়ে লগিন করেন।
এইবার ডানপাশের উপরের ৩ ডট মেনুতে ক্লিক করে “Account” এ যান।
Personal Info, Phone numberVerify করে নিন। পার্সনাল ইনফো নিজের ইচ্ছা মতো দিবেন। শুধু দেশ আর জেলা পাসপোর্টের সাথে মিলিয়ে রাখবেন।
এইবার আইডি ভেরিফাই।
লক্ষ্য করুন, পাসপোর্টে নামের সমষ্টি দুইটি, তা হলো Given Name & Sur name.,
আপনি সাইটে First Name এ পার্সপোর্টের গিভেন নেম এবং Last name এ পাসপোর্টের Surname দিবেন। খুব সতর্কতার সাথে বার্থডে ডেটটা লিখবেন ।
এইবার যার পাসপোর্ট টার একটা ক্লিয়ার ছবি আপলোড করবেন।
দেখবেন মাত্র ২ মিনিটেই আইডি ভেরিফাইড।
এইবার Google Authenticator এর মাধ্যমে Two-Factor Step টা সম্পূর্ণ করুন। আশা করি, এটি আমরা সবাই পারি।
ডিপোজিটের নিয়মঃ
৩ ডট মেনুতে ক্লিক করে “Balance” এ ক্লিক করুন।
তারপর “Deposit” এ ক্লিক করুন।
তারপর “Create Ether Address” এ ক্লিক করুন।
দেখবেন একটা ইথারিয়াম এড্রেস তৈরি হইয়েছে।
এইবার এই এড্রেস আপনি ইথারিয়াম সেন্ড করে দিন। মিনিমাম ০.০২ ইথার।
আশা করি ১৫-২০ মিনিট পর ডিপোজিট সাকসেসফুল হবে।
ট্রেড কিভাবে করবেনঃ
আবারো ৩ ডট মেনুতে যান।
“Exchange” এ ক্লিক করুন।
উপর থেকে LN/ETH সিলেক্ট করে “Trade” সিলেক্ট করে বাকিটা নিচের স্ক্রিনশট দেখে করুন।
“Buy” করার পর কয়েক সেকেন্ড ধৈর্য্য ধরে এইবার “Sell” এ ক্লিক করুন। এবং নিচের স্ক্রিনশট ফলো করুন।
পূর্বের ন্যায় “Balance” এ যান।
এইবার “Deposit” এর পাশের “Withdraw” তে ক্লিক করুন।
নিচে আপনার ইথারিয়াম ওয়ালেট এড্রেস দিন।
আর “Amount ” ম্যাক্স করে দিবেন।
তারপর Google Authenticator Code চাইবে, Authenticator অ্যাপস থেকে কোড নিয়ে কনফার্ম দিবেন।
আশা করি, ৫ মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে $১৮-$২০ ডলার চলে আসবে।
পেমেন্ট প্রুফ
এখন পর্যন্ত বাবা মার পাসপোর্ট দিয়ে দুইটা একাউন্ট করেছি। বাকী টাকা সেল মেরেছি ?
আজকের মত এখানেই শেষ করছি। কেউ যদি উপকৃত হোন, ধন্যবাদ দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, শুভ কামনা রইলো!
আপডেটঃ
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা আজকে ট্রেড করেছেন এবং আগামীতে করবেন ভাবছেন, তাদের জন্য একটি নোটিশ দিয়েছেন বিটবক্স। যার মর্মার্থ এই যে, আপনারা যারা ডিপোজিট ট্রেড করেছেন আপনারা সকলে আগামী ২৩ই জুলাই তার রিওয়ার্ড ($১৫) প্রত্যেকের একাউন্টে Link Coin (LN) হিসেবে পেয়ে যাবেন। যা ইন্যাস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। সাময়িক এই অসুবিধার জন্য বিটবক্সের হইয়ে আমি দুঃখিত। তবে আশা করি, সকলেই ট্রেড করবেন। সকলেই নিশ্চিন্তে ২৩ই জুলাই এর জন্য অপেক্ষা করবেন। আর হ্যা, অবশ্যই একাউন্টের ইনফোর্মেশন (ইমেইল, পাসওয়ার্ড, গুগল অটিন্টিকেটর অ্যাপস) সবই সংরক্ষণ করে রাখবেন।
প্রোমোশনাল পোস্ট
রিজনেবল দামে ক্রিপ্টোকারেন্সী ডলার (BTC/ETH/BAT) কেনা বেচা করতে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন।
ধন্যবাদ।