Site icon Trickbd.com

[hot] zcash এর হার্ড fork এ জয়েন হয়ে নিয়ে নিন সম পরিমান ycash এ সুযোগ মিস করলে পস্তাবেন।[limited time offer]

Unnamed


আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভাল আছেন আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে zcash এত hard fork এ জয়েন হবেন।Zcash এর বর্তমান দাম হচ্ছে ৬৮ডলার লাস্ট ৩দিনে যা কমেছে ১৭% তাই তাড়া hark fork এর ডেট দ্রুত সামনে নিয়ে এসেছে।

hard fork কি?


ফর্ক ইউনিক্সের একটি ফাংশন যা একটি প্রোগ্রামের দুটি একযোগে নির্বাহ প্রক্রিয়া তৈরি করে নির্দিষ্ট প্রক্রিয়াটির সদৃশ তৈরি করতে ব্যবহৃত হয়। এই দুটি প্রসেসগুলি সাধারণত “পিতা বা মাতা” এবং “সন্তানের” প্রক্রিয়া বলা হয়।[অর্থাৎ একই চেইনের তৈরি নতুন কারেন্সি। তৈরি হওয়ার দুটির রাস্তা বা চেইন আলাদা হয়ে যাবে এড্রেস ও হালকা পরিবর্তন হবে।] তারা সিস্টেম রিসোর্স ভাগ করার জন্য মাল্টিটাসিং প্রোটোকল ব্যবহার করে।

কিভাবে ycash ফ্রি পাবো?


ycash ফ্রি পাওয়ার জন্য আপনার zcash ওয়ালেটে zcash থাকতে হবে। আপনার ওয়ালেটে যত জেট ক্যাশ থাকবে আগামী ১৮ই জুলাইয়ের পর সম পরিমান ycash পাবেন। ডিভাইডেড রাটিও হচ্ছে ১:১।অর্থাৎ আপনার জেট ক্যাশ ওয়ালেট এ যদি ০.৫ জেট ক্যাশ থাকে তাহলে আপনাই ০.৫ ycash ফ্রি পাবেন।

ycash পাওয়ার শর্তগুলো কি কি?


১. আপনার ওয়ালেটে জেট ক্যাশ থাকতে হবে।
২. জেট ক্যাশ ওয়ালেট এর প্রাইভেট কি থাকা লাগবে। নাহলে ycash claim করতে পারবেন না।
৩. জেট ক্যাশ অবশ্যই জেট এর ব্লক ৫৭০০০০হাজার কম্পলিট হওয়ার পূর্বে আপনার ওয়ালেটে থাকতে হবে কারন কারন ৫৭০০০০ নম্বর ব্লকের মাধ্যমেই ফোর্ক কম্লিট হবে।
আমার কাছে তো জ্যাট ক্যাশ নেই কোথায় পাবো?
আপনারা যেকোন একচেঞ্জ সাইট থেকে জেট ক্যাশ পেতে পারেন।আমি ইউজ করেছি Atomic wallet. kyc লাগে না লাইভ রেটে ২মিনিটের কাজ করে এক্সচেঞ্জ করা যায়।
নিচের স্কিনশট গুলো দেখুন।


আমার ওয়ালেটে ইথিরাম আছে সেটা আমি এক্সচেঞ্জ করে জেট ক্যাশ করবো।


এটোমিক ওয়ালেটের নিচের অপশন গুলি থেকে exchange এ ক্লিক করে নিন। তার ট্রেডিং pair সিলেক্ট করুন আমি eth/zec সিলেক্ট করে নিয়েছি।মনে রাখবেন মিনিমান হচ্ছে 0.122 eth.

তারপর এইরকম আসবে ৫-১০মিনিট ওয়েট কয়ে অ্যাপ এ ডুকুন আপনার কয়েন পেয়ে যাবেন।

নিচ থেকে এটোমিক ওয়ালেট ডাউনলোড করে নিতে পারেন।


atomic wallet link


ycash total supply হচ্ছে ২১০০০০০০(অর্থাৎ ২১কোটি)

ycash এর দাম কেমন হবে?


সাধারণত ফোর্ক এর দাম মূল কয়েনের ১০ ভাগের ১ভাগ হয়ে থাকে শুরুতে ycash ও সেরকম হতে পারে।কয়েন মার্কেটে আশার আগ পর্যন্ত দাম বলা মুশকিল।

ফোর্ক টা লেজিট কি না?


গুগলে অনেক রিসার্চ করে জেনেছি যে এটা সম্পূর্ণ লেজিট।এছাড়া এটোমিক এটা এনাউন্স ও করেছে।নিচের ছবিটি দেখে নিতে পারেন।

এছাড়া ycash এর আনাউন্সমেন্ট দেখে নিন।


YCASH fork Ann. Link


ycash ক্লাইম কিভাবে করবো?


ycash বা টিকেট নাম yec ক্লাইম করার জন্য আপনাকে ১৯ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া আপনার zcash ওয়ালেটের প্রাইভেট কি লাগবে ক্লাইম করতে।ফোর্ক কম্পলিট হওয়ার পর জেট ক্যাশ এর প্রাইভেট কি দিয়ে ycash এর ওয়েবসাইট এ গিয়ে ডুকতে হবে।
কিভাবে ক্লাইম করবেন সেটা আগামী পোস্ট এ দেখিয়ে দেবো।সময়ের সল্পতার জন্য বিস্তারিত আলোচলনা করতে পারলাম না।
ধন্যবাদ সকলকে পোস্ট টি পড়ার জন্য।
জেট ক্যাশ কিনলে অবশ্যই আপনার atomic wallet or coinmoni তে রাখবেন।

আজ চলে যাচ্ছি


কিন্তু যাচ্ছি না। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে।
আমার টেলিগ্রাম একাউন্ট লিংক?
Telegram link
Exit mobile version