আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভাল আছেন আমিও ভাল আছি।আজ আপনাদেরকে দেখাবো Zcash এর হার্ড ফোর্ক এ জয়েন হয়ে ycash পেয়েছেন কিনা।
প্রথমেই বলি আপনার যে ওয়ালেটে zcash ছিলো সেখান থেকে সরিয়ে নিন।তারপর আপনার zcash ওয়ালেটের প্রাইভেট key কপি করে নিন।
Atomic এ Setting > Private key > password তারপরের পেজে গিয়ে নিচের দিকে গিয়ে zcash এর নাম সিলেক্ট করে ভেতরর পেজে গিয়ে প্রাইভেট কি কপি করে নিন।
আমি আগেই বলেছিলাম এমন ওয়ালেটে রাখবেন যেটার আলাদা প্রাইভেট কি আছে।
প্রাইভেট কি কপি করা হয়ে গেলে নিচের ওয়েবসাইট এ চলে যান।
[ডেস্কটপ ভার্সন ইউজ করা বেটার]
ycash ক্লাইম কিভাবে করবো?
ycash বা টিকেট নাম yec ক্লাইম করার জন্য আপনি উপরের দেয়া ওয়েবসাইটে গিয়ে sign up ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে নিন।নিচের ছবিটিতে দেখতে পাচ্ছেন একাউন্ট ক্রিয়েট হচ্ছে।
[একাউন্ট ক্রিয়েট হতে ৫মিনিটের মতো লাগবে]
নিচের ছবির মতো অ্যাড ওয়ালেট লিখে দেখতে পাবেন।ক্লিক করুন
তারপর আপনাকে কারেন্সি সিলেক্ট করতে বলবে কিন্তু আমরা তো নতুন একাউন্ট খুলবো না আমরা পুরনো একাউন্ট অ্যাড করবো।তাই আমরা import option select করবো।
তারপর আমরা কারেন্সি সার্চ করে ycash সিলেক্ট করবো তারপর ২য় বক্সে আমাদের zcash এর প্রাইভেট কি টা দিয়ে দেবো তারপর import এ সিলেক্ট করে অ্যাড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
অ্যাড হওয়ার পর ওয়েবসাইট টা রিফ্রেশ করুন তারপর ycash এর নেম কারেন্সি লিস্ট থেকে সিলেক্ট করে নিন। তারপর নিচের মতো এড্রেস দেখাবে ycash এর তার সাথে আপনার ব্যালেন্স।
ব্যালেন্স যদি অ্যাড হয়ে না থাকে update balance এ ক্লিক করে ২মিনিট অপেক্ষা করুন ব্যালেন্স show করবে।অন্যথায় এক্সপ্লোরার এ চেক করে নিন।
ycash এর দাম কেমন?
ফোর্ক শেষ হওয়ার পরপরই ycash এর দাম ১৪$ হিট করেছিল।
এখন দাম একটু কম সবাই হোল্ড করে রেখে দিন ভাল দাম পাবেন আশা করি।
সময়ের ওভাবে পোস্ট বড় করতে চাইনা কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন অর যোগাযোগ করুন।
আমার নেক্সট পোস্ট হচ্ছে:
ECPN এর Airdrop নিয়ে যেটার 2nd Round Distribution হবে।অলরেডি এক্সচেঞ্জ সাইট লিস্টেড।
[h2] আজ চলে যাচ্ছি
কিন্তু যাচ্ছি না। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে।
আমার টেলিগ্রাম একাউন্ট লিংক?
Telegram link