আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভাল আছেন।
Trickbd
এর সাথে থাকলে ভাল থাকারই কথা। আমিও ভাল আছি।আজ আমরা এমন একটা প্ল্যাট ফর্ম নিয়ে কথা বলবো যেটা থেকে আপনি ক্রিপ্টকারেন্সির আপডেট পেতে পারেন।TAUcoinTalk কি?
TAUcoinTalk হচ্ছে একটা ওয়েবসাইট যেটা প্রতিদিন তাদের ক্রিপ্টোকারেন্সি TAU-True Asset Unit এর আপডেট দিয়ে থাকে।যেমন দৈনিক কত হাজার টাঊ সেল হয়েছে।ডিল গুলা কে করেছে।মোট কত কে সেল হয়েছে।তাদের সংশ্লিষ্ট গ্রুপ কোন গুলা।টাউ কয়েনের নতুন আপডেট কি? কিভাবে তাদের প্রজেক্ট আরো উন্নত করা যায়।এইসব বিয়কয়েনটক এর মতো।
ওই ওয়েবসাইট এ আপনি টাউ কয়েন আপনার কেমন লাগে কিভাবে আরো উন্নত করে যায় সেসব ডিসকাস করতে পারেন।
এছাড়া আরো নানান কিছু আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে ক্রিপ্টকারেন্সির নানা দিক সম্পর্কে জানতে পারবেন।
কিভাবে টাউকয়েনটক ওয়েবসাইট ইউজ করে টাউ ইনকাম করবেন?
TAU BOUNTY PROGRAM
টাউ ফাউন্ডেশন তাদের বাউন্টি প্রোগ্রাম স্টার্ট করেছে যার মাধ্যমে আপনারা লক্ষ লক্ষ টাউ জিতে নিতে পারেন।
এই বাউন্টি প্রোগ্রাম এর জন্য তাদের বাজেট: 17 M (মানে ১ কোটি ৭০লাখ কয়েন)
এই ক্যাম্পেইন টা ৬মাসের জন্য চলবে (কয়েন ডিস্ট্রিবিউশন প্রত্যেক সপ্তাহে)
কিছু নিয়ম কানুন:
-টাউ কয়েন বাউন্টি তে যোগদান করার জন্য আপনাকে অবশ্যই তাদের সোশ্যাল প্লাটফর্ম গুলোতে যোগদান রত থাকতে হবে।
– আপনার ক্যাম্পেইন পোস্ট কোয়ালিটির উপর নির্ভর করে আপনাকে টাউ দেয়া হবে।
– যেকোন সময় তারা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কমাতে ও বাড়াতে পারবে।
বাউন্টি ক্যাম্পেইন এ জয়েন হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ লিংক যা আপনাদের সহযোগী তা করবে।
টাউ কয়েন এর অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে
TAUCOIN Telegram Official Group
টাউ বাউন্টি সম্পর্কে জানতে এই টেলিগ্রাম গুপে যোগাযোগ করুন।
টাউ কয়েন এর ওয়ালেট অ্যাপ এর জন্য নিচের লিংকে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
Tau mobile mining app link [play store]
কি কি বাউন্টি available?
টেলিগ্রাম, ফেসবুক,টুইটার,মেডিয়াম,রেডিড ও ক্রিয়েটিভিটি।
এই বাউন্টি গুলি কিভাবে কিভাবে কাজ করতে হয় তারপর কিভাবে নিজের পারফরমেন্স সাবমিট করতে হয় ও ক্যাম্পেইন এ যোগদান করার নিয়মগুলি কি কি জানতে সরাসরি নিচের পোস্ট এ চলে যান।
17M TAU bounty campaign Reward
source : TaucoinTalk
মনে আপনি যত ভাল কাজ করবেন তার উপর টাউ দিবে।
এই সবগুলা বাউন্টি এর মধ্যে আমি আপনাকে সাজেস্ট করবো ইউটিউব ভিডিও মেকিং টা কে। ১০-১২ হাজার সাবস্ক্রাইব এর একটা ইউটিউব চ্যানেল থাকলেই ভাল এমাউন্ট এর টাউ পাবেন।ইউটিউব চ্যানেল থাকলে আমার সাথে যোগাযোগ করুন আমি বিস্তারিত বুঝিয়ে বলে দেব।
:
তাদের সাপ্তাহিক প্রত্যেক ক্যাম্পেইন এর জন্য টাউ ১০৬কে নির্ধারিত থাকে যার মধ্যে আপনার পোস্ট/কনটেন্ট কোয়ালিটি দেখে তারা আপনাকে টাউ দিবে।পেমেন্ট সাপ্তাহিক দেয়া হয়ে থাকে।
আপনি যদি কোন ক্যাম্পেইন এ জয়েন হয়ে তাহলে সেটা কিভাবে সাবমিট করবে?
প্রথমেব নিচের লিংকে যান ও একটা একাউন্ট খুলে নিন।
TaucoinTalk website link
তারপর নিচের লিংকে সরাসরি চলে যান।
তারপর পোস্ট এর শেষে ডান দিকে রিপ্লে অপশন দেখতে পাবেন।
রিপ্লে তে লিখুন:
আপনি যে ওয়েবসাইট এ কাজ করেছেন তার নাম:
আপনার পোস্ট এর লিংক/রিটুইট লিংক যে কাজটা করেছেন তার লিংক:
আপনার ইমেইল:
আপনার টাউ এড্রেস :
ব্যাস রিপ্লে দিয়ে দিন কাজ শেষ।
এছাড়া সবচেয়ে গ্রুরুত্বপূর্ন আরেকটা বাউন্টি হলো consensus Debate অর্থাৎ কিভাবে টাউ প্রজেক্ট আরো উন্নত করা যায় সেটা সাধারন জনগনের মতামত নেয়া।
যে প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠিত হয়।যেখানে আপনিও নিজের মতামত রাখতে পারে।সপ্তাহ শেষে টপ ৩জনের নাম পুলে রাখা হয় যাদের বিশ্লেষণ ভাল লাগে।এবং টাউকয়েনটক এর কমিউনিটি ভোটের মাধ্যমে Top 1,2,3 খুজে বের করা হয়।এবং তাদের টাউকয়েন এর মাধ্যমে রিওয়ার্ড দেয়া হয়।
২য় জনকে ৪০হাজার টাউ
৩য় জনকে ২০হাজার টাউ
দেয়া হয়।এই ডিবেটে অংশগ্রহণ এর জন্য তাদের মেইন গ্রুপে নজর রাখুন।তারা weekly debate স্টারট হইলে জানিয়ে দেবে।
টাউ কয়েন সম্পর্কে যারা কিছু জানেন না তারা আমার আগের দুটো পোস্ট দেখে নিন।
আসুন টাউকয়েন সম্পর্কে জানি ও মাইন করে কয়েন আর্ন করি। পার্ট-১
.
আসুন টাউকয়েন সম্পর্কে জানি ও মাইন করে কয়েন আর্ন করি। পার্ট-২
লক্ষণীয় :
পোস্ট টা লিখতে অনেক সময় ব্যয় হয়েছে আশা করি ভাল লাগবে। সম্পূর্ন পোস্ট নিজের হাতে লেখা এর আগে কোথাও পাবলিশ হয়নি।
কমেন্টে নিজের মন্তব্য জানাতে ভুলবেন না।এছাড়া কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ২৪ ঘন্টার মধ্যে রিপ্লে দেয়া হবে।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
আজকের মতো বিদায় নিচ্ছি।আশা করি নতুন কিছু নিয়ে আবার আসবো।সকলে ভাল থাকুন সুস্থ থাকুন আর
TrickBD
এর সাথেই থাকুন।আমার সাথে যোগাযোগ করতে চাইলে:
আমার টেলিগ্রাম একাউন্ট লিংক