Site icon Trickbd.com

দারাজ অ্যাপে রেফার করে জিতুন সর্বোচ্চ ৫ হাজার টাকা।

হ্যালো ভিউয়ার্স,

আসসালামু আলাইকুম।

আমি শাকিল আহমদ আবারও একটি নতুন আর্টিকেলের সাথে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

আজকে কী নিয়ে বকবক করতে যাচ্ছি তা নিশ্চয়ই টাইটেলে দেখে ফেলেছেন। হ্যাঁ,  আজ আমি দারাজ এর রেফারাল প্রোগ্রাম নিয়ে কথা বলব।

দারাজ নিয়ে তো ইতিপূর্বেই আর্টিকেল করা আছে। হ্যাঁ, আছে বটে কিন্তু রেফারাল প্রোগ্রামের সম্পুর্ণ বিষয় বুঝানো হয় নাই এবং স্পষ্ট ধারণাও দেওয়া হয় নাই।

আমি আপনাদের সামনে দারাজ এর সুপার বন্ধু প্রোগ্রাম (রেফারাল প্রোগ্রাম) এর খুটিনাটি তুুুুলে ধরার চেষ্টা করব।

তো, প্রথমে রেফার প্রোগ্রামে জয়েন করার নিয়মটা জেনে নেয়া যাক।

প্রোগ্রামে অংশগ্রহণ করতেঃ

রেফারাল প্রোগ্রামের নিয়মাবলী

রেফারাল প্রোগ্রামের নিয়মাবলী রেফার প্রোগ্রামের ব্যানারে ক্লিক করলেই দেখতে পাবেন।

আপনার বন্ধুদের রেফার করার মাধ্যমে আপনি ৫/৩/২ হাজার টাকা জিততে পারবেন। রেফার আর্নিং পাওয়ার জন্য ৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।রেফারের বোনাস ভাউচার হিসাবে আপনার দারাজ wallet এ জমা হবে যেটা দিয়ে দারাজ থেকে ওই মূল্যের যেকোনো প্রোডাক্ট কিনতে পারবেন।

তো এই ছিলো আজকের আর্টিকেলে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আর্টিকেলের সাথে। ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন।

আল্লাহ্ হাফেজ।

Exit mobile version