Site icon Trickbd.com

ছোট একটি এপস বানিয়ে তাতে এডমব নিয়ে দিনে হাজার হাজার টাকা ইনকাম করুন।[শেষ পর্ব]

Unnamed

সবার প্রথমেই তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো যারা আমার এই ২য় পর্বটার জন্য অপেক্ষা করেছেন। 

সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে, আমার এই পোস্টার ২য় পর্বটি দিতে এতো দেরি হওয়ার জন্য। 

আমার Twicebd.Com সাইটটা নতুন করে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসার জন্য। 

যায় হোক যারা আগের পোস্টি দেখে পরের পোস্টা দেখছেন তারা আজকেই এপসটাতে এড নিতে পারবেন। 

আগের পোস্টে আমি দেখিয়েছিলাম যে, কিভাবে একটি সাইটের এপস তৈরী করব? 

এবং আজকের পোস্টে আমি দেখাবো যে, কিভাবে আমাদের তৈরী করা এপসটিতে এড নিবো? 

আর যারা আগের পোস্টা না দেখে এটা দেখছেন তারা কিছুই বিঝবেন না। 
অযথা হয়রান হবেন। 
তাই এখনি আগের পোস্টা দেখুন। 



এবার আসুন শুরু করা যাকঃ

সবার প্রথমে নিচের লিংকে যানঃ-



এবারঃ

উপরের মতে একটা পেজ হবেন হবে। এবার Get Start এ ক্লিক করুন।এবার আপনার যদি এডমব একাউন্ট না থাকে তাহলে একাউন্ট করে নিন। এরপর আপনার সেই মেইল দিয়ে লগইন করুন।উপরে দেখানো জায়গায় ক্লিক করুন।Apps লেখায় ক্লিক করুন।ADD APP লেখায় ক্লিক করুন।আমরা যেই এপসটি তৈরী করেছিলাম ওটা যদি আপনি প্লে স্টোরে আপলোড করে থাকেন তাহলে Yes আর না থাকলে No দিন।আমাদের এপসটি যেহুতু এন্ড্রয়েড তাই Android দিন।এপসটা এডমব এ তৈরী হয়ে গেছে এখন আমরা এড নিবো তাই Ad Unit এ ক্লিক করুন।প্রথমে আমাদের এপস এ দুইটা ব্যানার এড নিয়ে ছিলাম তাই এখানেও একে একে দুইটা এড নিবো।এবার Create ad unit এ ক্লিক করুন।এড ইউনিট তৈরী হয়ে গেছে এখন উপরে দেখানো এড ইউনিটটা কপি করে নিন।এবার Thaunkable এ ফিরে যান। আগের পর্ব দেখে যেই এপসটা তৈরী করেছিলেন সেটা ওপেন করুন।এবার ডানদিকের Admob Banner 1 এ ক্লিক করুন। এবার কপি করা এড ইউনিটটি পেস্ট করে দিন। ঠিক একই ভাবে আবার আরেকটা এডমব ব্যানার এড ইউনিট তৈরী করে Admob Banner 2 তে দিন।আর এবার ইন্টারস্টিসিয়াল এডটা নিবো। তাই এবার এড ইউনিট এ ক্লিক করুন।এবার Interstitial এড সিলেক্ট করুন।আবার এড ইউনিট নাম দিয়ে এড করুন।উপরের এড কোডটাও কপি করে নিন।আবার Thankable এ ফিরে এসে Interstitials এ ক্লিক করে এড কোডটা পেস্ট করে দিন।এবার Export এ ক্লিক করে সেভ করে নিন।

আশা করি আমি বোঝাতে পেরেছি? 
আরো এমন অসাধারণ কন্টেন্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। 

আমাদের নতুন সাইটঃ

আমাদের সাইটে একাউন্ট করলেই পাবেন ২৳ টাকা। 
আর আমাদের সাইটে একটি পোস্ট করলে আপনাকে ৫৳ অটোমেটিক দেওয়া হবে। 
তারকিছুক্ষন পর আপনার পোস্টের উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। 
একটি মানসম্মত পোস্ট করলেই হয়ে যাবেন টিউনার।