টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকের পোষ্টে কি নিয়ে লিখতে চাচ্ছি ।
অনেকেই আবার বলবেন, বিকাশ অ্যাপস নিয়েত অলরেডি পোষ্ট করা হয়েছে তাহলে একি পোষ্ট আবার কেন?
-পোষ্ট করা হয়েছে ঠিকি কিন্তু কোন পোষ্টেই বিস্তারিত বলা হয়নি (সবগুলা পোষ্ট আমি চেক করে দেখেছি) সবাই যার যার রেফারেল লিংক দিয়ে কেটে পড়েছেন।
অনেকেই এ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তাই আমার এই পোস্টটি করা।
আজকের এই পোষ্টে আমি নতুন বিকাশ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আশাকরি এই পোষ্ট পড়ার পরে আপনার মনের ভিতরে লুকোচুরি করা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এজন্য ধৈর্য্য সহকারে শেষ পর্যন্ত পড়ুন এবং এম্বেড করা ভিডিও গুলা দেখুন তারপর একাউন্ট খুলুন।
সবাই জানেন কিছুদিন আগে বিকাশ তাদের অ্যাপস এ আপডেট এনেছে। যার ফলে আপনি এখন নিজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
শুধু এখানেই শেষ নয়, সবকিছু ঠিকঠাক মত করতে পারলেন আপনি মোট 150 টাকা বোনাস পাবেন।
কিভাবে 150 টাকা?
অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! সাথে আছে আরো অ্যাপ অফার:
– প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস
– সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই
– ক্যাশ আউট খরচ হাজারে মাত্র ১৫ টাকা
অর্থাৎ একাউন্ট খুললে সাথে সাথে 50 টাকা পেয়ে যাবেন, একাউন্ট খুলার পর লগিন করার পর পেয়ে যাবেন আরও 50 টাকা ইনস্ট্যান্ট বোনাস। (লগিন করার জন্য *247# ডায়াল করে আপনার পিন নাম্বার সেট করে নিতে হবে) মোট পেলেন 100।পিন দিয়ে লগিন করে তারপর আপনার বিকাশ অ্যাপস থেকে যেকোন নাম্বারে 25 টাকা রিচার্জ করেন, সাথে সাথে 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই হল মোট 150 টাকা।
এই 150 টাকার অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য।
(পুরাতন গ্রাহকদের জন্যও রেফারেল অফার রয়েছে সেটাও তুলে ধরেছি পোষ্টে)
অফারটি পেতে সর্বপ্রথম নিচের লিঙ্কে গিয়ে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপস টি ইন্সটল করতে হবে।
উপরের লিংকে ক্লিক করলেই প্লেস্টোরে নিয়ে যাবে।
ইন্সটল করার পর এবার একাউন্ট খুলার পালা। কিভাবে একাউন্ট খুলবেন?
একাউন্ট খোলার জন্য
নিচের Step গুলো Follow করুন।
1: প্রথমে এই লিংকে ক্লিক করে বা উপরে দেওয়া লিংক থেকে বিকাশ এপ ডাউনলোড করেন।
2: তারপর এপ open করে Login/ Reg click করুন।
3: তারপর ২ টি option আছে আপনি New Account Registrations এ click করবেন।
4: নাম্বার দিন যেটাতে আগে কখনো বিকাশ খুলেন নি। (ওই সিম যেন ফোনে থাকে)
5: একটা কোড আসবে অটো ভেরিফাই হবে।
6: এর পর আপনার NId কার্ড এর সামনের দিকের ছবি তুলে next ক্লিক করেন। তার পর পিছনের দিকের ছবি তুলে next ক্লিক করেন।
8: তারপর একটি ফরম আসবে তা পুরন করুন, (মেইল/ফিমেইল, একাউন্ট টাইপ, মাসিক ইনকাম, পেশা)
9: তার পর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলেন, ছবি তোলার সময় কয়েকবার চোখের পলক ফেলুন।(যার NID কার্ড তার ছবি দিতে হবে)
10: কাজ শেষ এখন চলে যাবেন মোবাইলে *247# ডায়াল করবেন।
10: তারপর 2 ta option আসবে 1 option দিয়ে Reply দিন।
11:তার পর ৫ সংখ্যার পিন দিয়ে দেন। সাথে সাথে পেয়ে যাবেন ৫০ টাকা।
12 : তারপর ঐ ৫ সংখ্যার পিন দিয়ে bkash App Login করলে আরো পাবেন ৫০ টাকা। আবার bkash App থেকে যেকোন নাম্বারে ২৫ টাকা রিচার্জ করলে পাবেন ৫০ টাকা সর্বোমোট ১৫০ টাকা পাচ্ছেন একদম ফ্রি।
(বি:দ্র: যারা এখনও Number + NID Card দিয়ে বিকাশ খুলেন নি।।তাদের জন্য শুধু অফার টা।১ টা NID দিয়ে ১ টা বিকাশ খুলতে পারবেন।)
আরও বুঝতে বিকাশের অফিসিয়াল ভিডিওটি দেখে নিন।
একাউন্ট খুলার জন্য সবকিছু রিয়েল হতে হবে, মানে যার নামে কার্ড তারই পিক দিতে হবে। আপনার যদি ভোটার কার্ড না থাকে তাহলে এমনিতে ট্রাই করে কোন লাভ নেই। নাম্বার যার নামেই রেজিস্টার হোক না কেন সেটা সমস্যা হবেনা।
সবকিছু সঠিকভাবে করলে সাথে সাথেই বোনাস পাবেন। অনেক সময় সাথে সাথে একাউন্ট ভেরিফিকেশন হয়না এক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কনফারমিশন মেসেজ পেয়ে যাবেন। কনফারমিশন মেসেজ না পাওয়া পর্যন্ত আপনি পিন দেওয়ার অপশন পাবেন না, আর পিন ছাড়া অ্যাপে লগিন করা যাবেনা।
একাউন্ট খুললেন এবং লগিন করলেন (50+50), 25 টাকা রিচার্জের পর আরও 50 মোট 150 বোনাস পেলেন, এখানেই কি কাহিনি শেষ?
-না
আপনার ইনকামের মাত্র শুরু। এখন চাইলে আপনার রেফারেল লিংকের মাধ্যমে বিকাশ অ্যাপ প্রমুট করে 25-30 হাজার টাকা পকেটে ডুকাতে পারেন।
আর এটার কথাই বলেছিলাম পুরাতন ইউজারদের জন্যও অফার আছে।
তাহলে চলুন দেখি কিভাবে বেকার অ্যাপ রেফার করা শুরু করবেন।
রেফারেল লিংক পেতে বিকাশের ফেসবুক পেজে যান বা এখানে ক্লিক করুন, তারপর “রেফার করুন” এ ক্লিক করুন। আবার “রেফারেল লিংক চাই” অপশনে ট্যাপ করুন। আপনাকে একটি লিংক দেওয়া হবে। এবার উক্ত লিংকটাকে আপনার বিকাশ নাম্বার দিয়ে রিজিস্টার করে নিতে হবে। বিস্তারিত বুঝার জন্য নিচের স্কিনশট গুলা দেখুন।
মেসেজে ক্লিক করার পর এরকম আসবে
রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এই মেসেজটি আসবে। স্ট্যাটাস অপশন থেকে আপনি দেখতে পারবেন কতজন আপনার রেফারেল লিংক ব্যবহার করেছে।
:-রেফারেল স্ট্যাটাস ৭ কার্যদিবসের মধ্যে আপডেট হয়।
কি কি থাকছে রেফারেল বোনাস?
*প্রতি মাসে টপ রেফারার হতে হলে আপনার লিংক থেকে সেই মাসে নুন্যতম ৩০০ টি সফল রেফারেল সম্পন্ন করতে হবে। (সফল রেফারেল= অ্যাপ দিয়ে একাউন্ট খুলে লগ ইন করতে হবে)
হিসেব টা বুঝতে সমস্যা হচ্ছে?
-উদাহরণস্বরূপ:
প্রতি মাসে ২০+ রেফার করলে – প্রতিটিতে ৫০ টাকা এবং ৫০+ রেফার করলে – প্রতিটিতে ১০০ টাকা করে পাবেন। অর্থাৎ,
১ মাসে ২০-৪৯ টি সফল রেফারেলের জন্য
নিশ্চিত বোনাসঃ ২০X ৫০ টাকা = ১,০০০ টাকা
সুপার বোনাসঃ ২০X ৫০ টাকা = ১,০০০ টাকা
সর্বমোট বোনাসঃ = ২,০০০ টাকা
১ মাসে ৫০+ টি সফল রেফারেলের জন্য
নিশ্চিত বোনাসঃ ৫০X ৫০ টাকা = ২,৫০০ টাকা
সুপার বোনাসঃ ৫০X ১০০ টাকা = ৫,০০০ টাকা
সর্বমোট বোনাসঃ = ৭,৫০০ টাকা
:- প্রতিটি সফল রেফারেল সম্পন্ন হওয়ার পরবর্তী ১৪ কার্যদিবসের মধ্যে আপনি আপনার বিকাশ একাউন্টে রেফারেল বোনাস পেয়ে যাবেন।
আশাকরি এখন বুঝতে পেরেছেন। এভাবে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। এবং এই অফারের মেয়াদ থাকছে 31 সে ডিসেম্বর পর্যন্ত।
এরপরও যদি বুঝতে কোন সমস্যা হয়ে থাকে বা কোন প্রশ্ন থাকলে করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব।
You must be logged in to post a comment.
Vai amr jodi 20 ta na hoi, dhoren 10 ta holo refer tahole ami ki oi 10 tar bonus pabo
Paben. 500 tk
Bkash App link.
https://bka.sh/RFxM5RBt
https://bka.sh/RFxM5RBt
App er dhukye partechi na kn vai?
Maintenance e ache, erokom dekhay app e dhukle
Onek khule felcen tai
Ek app diye onk account korle emon asbei. Kichu korar nei, onno phone diye try koren
Vai amr jodi 20 ta na hoi, dhoren 10 ta holo refer tahole ami ki oi 10 tar bonus pabo.
Plz bolen
G paben but supper bonus Pete hole 20+ referral korte hobe 1 month er vitore. Mane ei mase Jodi apni supper bonus Pete Chan tahole 30 tarikher modde 20+ korte hobe. (50+ korte parle 100 kore paben)
Good
Thanks for your comment
এই বিষয়ে A2Z পোষ্ট করা আছে https://trickbd.com/apps-review/608447
A to Z er mane bujhen Vai? Apnar post ta ami dekhechi. Reffer somporke temon info nei. Duita post compare koren. Apnar post k ami kharap boltechi Na.
Good
Thanks
Sundor post but onkei ak topic nia besi post hoiya gese.
Ei post e bistarito ache Vai. Ager post gulay sokol info Na takate post korlam. Echaraw koyekjon friend bolteche bistarito bolar jonno, Tai vablam ekhane post kore link doriye dei
১ টা ভোটার আইডি দিয়ে কয়টা একাউন্ট করা যায়
একটা ভোটার আইডি দিয়ে একটা একাউন্টেই করা যাবে। যদিও দুই তিনটা একাউন্ট করা আছে কোন কোন কার্ড দিয়ে (কারন আগে করা যেত) কিন্তু এগুলোর কোনো সিওর নেই যে কোন সময় বাতিল হতে পারে।
vai ami 3 ta refar korlam but bonus ekhono pai ne keno????
সবকিছু ঠিকঠাক মত করে থাকলে 14 কার্যদিবসের মধ্যে রেফারেল বোনাস পেয়ে যাবেন। রেফারেল সম্পন্ন হয়েছে কিনা তা চেক করতে মেসেঞ্জারে বিকাশের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস অপশনে গিয়ে চেক করুন। রেফার করার 7 কার্য দিবসের মধ্যে আপনার স্ট্যাটাসে এড হবে।
App open hoi na to!
Ki dekhay? Abar try koren hoye jabe
অ্যাপ এর ভিতর ঢুকে ৩ টা রেফার করছিলাম??অইগুলা কি বাদ যাবে??অ্যাপ থেকে রেফার
রেফারেল প্যানেলে রেজিস্টার না করে থাকলে বাতিল হয়ে যাবে আর রেফারেল প্যানেলে মানে মেসেঞ্জার বটে আপনার নাম্বারটি রেজিস্টার করে নিলে অ্যাপস এর ভিতর এর লিংক দিয়েও হবে।
যার Nid দিয়ে একাউন্ট খুলবো তারই কি ছবি তুলে দিতে হবে?
নাহ্ অন্য কারো তা দিলেও হবে?
তারই ছবি দিতে হবে, কারন অনেক সময় রিভিউয়ে রেখে তারপর কনফার্ম করে।
আমি গতকাল একটা করতে গিয়েছিলাম। বাট বল্ল যে Nid prb… তা কেন ঠিক বুজলাম না বিষয় টা। সব কিছু ঠিকভবেই করা হয়েছে। ২ বার চেষ্টা করলাম।
উক্ত nid দিয়ে কি আগে বিকাশ একাউন্ট খুলা হয়েছে? না খুলা হয়ে থাকলে অ্যাপের ডাটা ক্লিয়ার করে আবার ট্রাই করুন। আর মাঝে মাঝে এমনিতেও সমস্যা করে 🙁
new app namia korsi.. but tateo prb.. joto ta eassy mone hoise toto ra kothin o deksi.. sob thik tak vabe dewar pore bole… nid te prb..
প্রশ্ন ১ ঃ আমার নাম্বার + মোবাইল এ আমি বিকাশ অ্যাপস ব্যাবহার করি আমি এখন আমার আগের অ্যাপস ডিলিট করে দিয়ে নতুন সিম + আইডি কার্ড দিয়ে আমার রেফার লিন্কস থেকে অ্যাপস ডানলোড দিয়ে আমার মোবাইল দিয়ে অন্য সিম এ আর একটি আইডি করে দিলে অফার পাব কি না নতুন মোবাইল লাগবে।
পাবেন, তবে বেশি একাউন্ট করলে ধরা খাবেন।
Thanks bro..
Welcome
ভাইরে আমাকে একটু কেউ হেল্প করেন। আমি আমার ফোনের বিকাশ এপপ থেকে ৩ টা একাউন্ট খুলার পর কাল থেকে আর এপপ এ ঢুকতে পারতেছিনা।
আর যদি নতুন একাউন্ট খুলতে না দেয় না দিক কিন্তু আমার আইডিতে তো লগিন করতে দিবে।
তাদের অফারটি শেষ হওয়ার পর আবার ঠিক হয়ে যাবে।
vi bkash boltace pabo na
তারা কখনো ইলিগাল কোনকিছুর হ্যা বলবেনা, আমি করে পেয়েছি তাই বললাম।
Vai ami new account crate kor chi ..but 100 taka delo nah
এখন সাথে সাথে বোনাসটা দিচ্ছেনা, এক কার্যদিবস পর পেয়ে যাবেন।
bKash er refer korle je bonus ta dito seta ki ekhon ache? Last date kobe?
হ্যা।
এই অফারটি ১২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩১শে ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে।
সুপার বোনাস অফারটি, ১২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩১শে অক্টোবর, ২০১৯ পর্যন্ত চলবে।
bro amr old bikash id diye refer korar por jara new user amr reference used korbe Tara ki 100-150 bonus ta pabe??
r ami ki 25-50 tk pabo jdi ora amr reference used kore…?
Ha paben taraw pabe
ok vi