Q: Minerfly.com Scam or Legit?
Ans: Scam
minerfly.com সম্পূর্ণ scam সাইট। এ সাইটে কোন রকম বিনিয়োগ করবেন না এবং যারা এখানে একাউন্ট খুলেছেন তারা এখান থেকে টাকা পাওয়ার আশা না রাখাই ভালো।
তো চলুন দেখে আসি এই সাইটটিকে আমরা কেন scam বলছি এবং এটি ইউজারদেরকে কোন ধরনের সুবিধা দিচ্ছে….
ঘুমিয়ে ঘুমিয়ে আয় করতে পারবেন। এখানে একাউন্ট খুলে রাখলেই, দিনে কমপক্ষে 500 টাকা পেয়ে যাবেন এবং মাসে 15000 টাকা তো কনফার্ম।

কোন কাজ করার প্রয়োজন নেই। শুধু কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, টাকা নিজে নিজে চলে আসবে।

যদি মাসে 15000 টাকা কম মনে হয়, তাহলে আপনি কিছু টাকা ডিপোজিট করে আপনার আয় মাসে 30000, 60000, 120000, 240000 এভাবে বাড়িয়ে যেতে পারেন। কোন লিমিট নেই।
যেটাকে টাকাতে রূপান্তর করলে

46 কোটি টাকার চেয়ে বেশি। এরা প্রতিদিন কমপক্ষে 10-20 লাখ টাকার পেমেন্ট করেই দেয়।
অ্যাকাউন্ট খোলার সময় এসব জিনিস দেখে আমি 90% sure ছিলাম সাইটটি scam করবে। এখন আমি 100% sure সাইটটি scam।
যখন আমি এখন খুলতে যাই, তার আমাকে দেখায় 0.005 btc হলে আমি withdraw নিতে পারবো।
তো দিনে যদি আমি 0.0006 btc করে পাই তাহলে 0.005 btc হতে আমার প্রায় সাত দিন সময় লাগবে।
তো সাতদিন পরে যখন আমি টাকা তুলতে আসলাম, তখন তারা আমাকে দেখায় কোন প্ল্যান না কিনলে টাকা উইথড্রো করতে দিবে না।
ওখানে একটা অপশন আছে Reinvest। ওই অপশনটিতে ক্লিক করে, আমি এই সাতদিন যে টাকা আয় করেছি ওই টাকা দিয়ে ( 0.004 btc) একটা প্ল্যান কিনলাম। Bronze প্ল্যান।
আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার কাছে কয়টা প্লেন এখন একটিভ আছে।

আমার 4 টা plan একটিভ আছে। এইসবগুলো প্ল্যান আমি reinvest এর মাধ্যমে কিনেছি, নিজের পকেট থেকে কোন টাকা ডিপোজিট করিনি।
তারপর আরো কয়েকদিন অপেক্ষা করার পর, আমি যখন টাকা তুলতে গেলাম, তখন তারা আমাকে বলল, তারা শুধু ঐসব গ্রাহকদের টাকা তুলতে দিবে যারা এখানে কোন ডিপোজিট করে plan কিনেছে।
এখন তাদের উদ্দেশ্যে পানির মতো পরিষ্কার। তাদের সর্বনিম্ন যে plan টি আছে তার দাম 0.004 btc বাংলাদেশি টাকায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পড়বে। আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করার পর আপনি এখান থেকে আয় করতে পারবেন।
যদি সাইটটি টাকা দিয়েও দেয় তাহলে তা হবে সুদ, যা ইসলামে হারাম। তবে এই সাইট যে আপনাকে কোন রকম টাকা দিবে না সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন।
শেষ কথা
অনলাইনে আপনি অনেক সাইট পাবেন যা আপনাকে রাতারাতি বড়লোক করে দেওয়ার সপ্ন দেখাবে। আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে
টাকা কখনো গাছে ধরে না
তাই এসব সাইটে সময় নষ্ট না করে কোন একটা কাজের কাজ করলেই ভালো হয়। আপনি আয় করতে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। যদি ফ্রিল্যান্সিং না পারেন তবে ptc, ppd এসব সাইট ব্যবহার করতে পারেন। যদিও এগুলো থেকে বেশি আয় করতে পারবেন না, তবুও
নাই মামা থেকে কানা মামা ভালো
[ বি.দ্রঃ এতো কিছু বলার পরেও কেউ যদি এই সাইটে একাউন্ট খুলার জন্য ইচ্ছুক হয়ে থাকে, তাদের জন্য আমি আমার রেফার লিংক রেখে গেলাম।
https://minerfly.com/ref/95215
প্রমাণ করে দিন আপনি কতো বড়ো লোভী ? ]
Help: আমি আমার blog সাইট এর জন্য একটি ডোমেইন কিনবো। কিন্তু তার জন্য একটি international ক্রেডিট কার্ড লাগবে। কেউ যদি help করেন তাহলে আমি তার কাছে কৃতজ্ঞ থাকব (ডোমেইন কিনার খরচ আমি দিয়ে দিবো) । এবং আপনি চাইলে আমাদের ব্লগ সাইটের author হতে পারেন।
যদি আপনি হেল্প করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন।
Telegram